বৈশ্বিকভাবে যাত্রা শুরু করেছে অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএস ১৬ এবং ওয়াচওএস ৯। অতীতের ঐতিহ্য ধরেই রেখেই সর্বশেষ রিলিজ হওয়া অ্যাপল ১৪ সিরিজে এই অপারেটিং সিস্টেমটি পাওয়ার পাশাপাশি বেশ কিছু পুরোনো সিরিজেও এটি পাওয়া যাবে। নতুন এই অপারেটিং সিস্টেমে রয়েছে বেশ কিছু অগ্রগতি, নতুন কিছু অপশন এবং কাস্টোমাইজেশনের নতুন অপশন।
ভারতীয় সংবাদমাধ্যম গ্যাজেট ৩৬০ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন লক স্ক্রিন, প্রাইভেসি সেটিংয়ে আরও বেশ কিছু লেয়ার যুক্ত করা হয়েছে নতুন অপারেটিং সিস্টেমে। এ ছাড়া, আইমেসেজ, শেয়ারপ্লে, নোটিফিকেশন, ম্যাপস, সাফারি, ওয়ালেট এবং অন্যান্য আরও বেশ কয়েকটি অপশনে পরিবর্তন এসেছে। অপরদিকে, ওয়াচওএস ৯–এ যুক্ত হয়েছে একটি নতুন বৈশিষ্ট্য সংবলিত ওয়ার্কআউট অ্যাপ। এ ছাড়া একটি নতুন মেডিকেশন অ্যাপ—যা ঘুম ও হৃৎপিণ্ডের স্বাস্থ্য সম্পর্কে আরও বেশি ইনসাইট দেবে।
যেসব সিরিজের আইফোনে পাওয়া যাবে আইওএস ১৬:
সদস্য রিলিজ হওয়া আইফোন ১৪ সিরিজের পাশাপাশি আইফোন ১২ সিরিজের আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো ম্যাক্স ব্যবহারকারীরা তাদের ফোনে এই আইওএস ১৬ আপডেটটি পাবেন।
এর বাইরেও যারা আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর, আইফোন এক্স, আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন এসই (২০২০), আইফোন এসই (২০২২) ব্যবহার করেন তাঁরাই অ্যাপলের অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেটটি নিজেদের ফোনে পাবেন।
যেভাবে পাবেন আইওএস ১৬ এর আপডেট:
আপনার আইফোনটিতে আইওএস ১৬ পাবেন কিনা তা জানতে প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে যান। যেখান থেকে জেনারেল অপশনটি ক্লিক করুন এবং তারপর সেখান থেকে সফটওয়্যার আপডেট অপশনটি বাছাই করুন। আপনার ফোনটি আপডেট পেয়ে থাকলে সেখানে আপনি তা দেখতে পাবেন। তারপর ইনস্টল করতে চাইলে ডেটা সংযোগ চালু করে আপডেট করে নিন।
বৈশ্বিকভাবে যাত্রা শুরু করেছে অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএস ১৬ এবং ওয়াচওএস ৯। অতীতের ঐতিহ্য ধরেই রেখেই সর্বশেষ রিলিজ হওয়া অ্যাপল ১৪ সিরিজে এই অপারেটিং সিস্টেমটি পাওয়ার পাশাপাশি বেশ কিছু পুরোনো সিরিজেও এটি পাওয়া যাবে। নতুন এই অপারেটিং সিস্টেমে রয়েছে বেশ কিছু অগ্রগতি, নতুন কিছু অপশন এবং কাস্টোমাইজেশনের নতুন অপশন।
ভারতীয় সংবাদমাধ্যম গ্যাজেট ৩৬০ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন লক স্ক্রিন, প্রাইভেসি সেটিংয়ে আরও বেশ কিছু লেয়ার যুক্ত করা হয়েছে নতুন অপারেটিং সিস্টেমে। এ ছাড়া, আইমেসেজ, শেয়ারপ্লে, নোটিফিকেশন, ম্যাপস, সাফারি, ওয়ালেট এবং অন্যান্য আরও বেশ কয়েকটি অপশনে পরিবর্তন এসেছে। অপরদিকে, ওয়াচওএস ৯–এ যুক্ত হয়েছে একটি নতুন বৈশিষ্ট্য সংবলিত ওয়ার্কআউট অ্যাপ। এ ছাড়া একটি নতুন মেডিকেশন অ্যাপ—যা ঘুম ও হৃৎপিণ্ডের স্বাস্থ্য সম্পর্কে আরও বেশি ইনসাইট দেবে।
যেসব সিরিজের আইফোনে পাওয়া যাবে আইওএস ১৬:
সদস্য রিলিজ হওয়া আইফোন ১৪ সিরিজের পাশাপাশি আইফোন ১২ সিরিজের আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো ম্যাক্স ব্যবহারকারীরা তাদের ফোনে এই আইওএস ১৬ আপডেটটি পাবেন।
এর বাইরেও যারা আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর, আইফোন এক্স, আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন এসই (২০২০), আইফোন এসই (২০২২) ব্যবহার করেন তাঁরাই অ্যাপলের অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেটটি নিজেদের ফোনে পাবেন।
যেভাবে পাবেন আইওএস ১৬ এর আপডেট:
আপনার আইফোনটিতে আইওএস ১৬ পাবেন কিনা তা জানতে প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে যান। যেখান থেকে জেনারেল অপশনটি ক্লিক করুন এবং তারপর সেখান থেকে সফটওয়্যার আপডেট অপশনটি বাছাই করুন। আপনার ফোনটি আপডেট পেয়ে থাকলে সেখানে আপনি তা দেখতে পাবেন। তারপর ইনস্টল করতে চাইলে ডেটা সংযোগ চালু করে আপডেট করে নিন।
ব্যক্তিগত ব্র্যান্ডিং বা ব্যবসায়িক প্রচারের ক্ষেত্রে ফেসবুক পেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে পেজ তৈরি করে বসে থাকলেই চলবে না, এর কনটেন্ট কতজন মানুষের কাছে পৌঁছেছে, সেটাই বড় বিষয়। এখানেই আসে ‘রিচ’ বা ফেসবুক ব্যবহারকারীদের কাছে পোস্ট বা কনটেন্ট পৌঁছানোর পরিসরের গুরুত্ব।
২ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল চলতি সপ্তাহেই তাদের মোট কর্মীর ২০ শতাংশেরও বেশি ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ। এর ফলে ২০ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন, যা ইনটেলের ইতিহাসে অন্যতম বড় ছাঁটাই। প্রতিষ্ঠানটির খরচ কমানো এবং প্রশাসনিক জটিলতা
১৯ ঘণ্টা আগেইন্টারনেট ব্যবহারে নতুন মাইলফলক ছুঁয়েছে এশিয়া মহাদেশ। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) পরিচালিত গবেষণাগারের তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় অঞ্চল হিসেবে ৫০ শতাংশ আইপিভি ৬ (ইন্টারনেট প্রটোকল ভার্সন-সিক্স) সক্ষমতা অর্জন করেছে এশিয়া। এর মধ্যে চীন ৪৫ দশমিক ২৮ শতাংশ, ভারত ৭৮ দশমিক ১৬
২০ ঘণ্টা আগেগ্রোক চ্যাটবটের নতুন ফিচার ‘গ্রোক ভিশন’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো পণ্য, সাইনবোর্ড বা ডকুমেন্টের দিকে তাক করলেই গ্রোক সেই বস্তু চিহ্নিত করে প্রশ্নের উত্তর দিতে পারবে।
১ দিন আগে