ডিজিটাল মাধ্যমে দ্রুত লেখার জন্য প্রয়োজনীয় একটি ফিচার হলো অটোকমপ্লিট। তবে এটি কখনো কখনো ব্যবহারকারীদের বিপদও ফেলতে পারে। যদি অটোকমপ্লিট ব্যবহার করে ভুল ব্যক্তির কাছে বার্তা পাঠিয়ে থাকেন তবে এই সমস্যার সম্মুখীন শুধু আপনি একাই হননি। এমনকি একই ভুল করেছেন বিশ্বের অন্যতম সফল প্রযুক্তিবিদ লিনাস টরভাল্ডসও। একটি গুরুত্বপূর্ণ কার্নেল আপডেট ভুল মেইলিং লিস্টে পাঠিয়ে দিয়েছেন তিনি।
ভাগ সময় প্রায় প্রতি সপ্তাহে একটি মেইলিং লিস্টে লিনাক্স কার্নেলের উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে আপডেট পোস্ট করতেন টরভাল্ডস। এই আপডেটে গত সপ্তাহের ডেভেলপমেন্ট কার্যক্রমের খবর দেন তিনি। সাধারণত, এই পোস্টগুলোতে নতুন কার্নেল রিলিজ ক্যান্ডিডেট বা পূর্ণ নতুন সংস্করণের ঘোষণা দেওয়া হয়।
যখন টরভাল্ডস ভ্রমণে যান, ছুটিতে থাকেন বা সরকারি ছুটির দিন পালন করেন, তখন তিনি তার পোস্টিং সময়ের পরিবর্তন সম্পর্কে আগেই জানিয়ে রাখনে। এর ফলে নির্দিষ্ট সময় অনুযায়ী কেন তিনি পোস্ট করেননি তা কার্নেল ডেভেলপাররা বুঝতে পারেন।
তবে গত সপ্তাহে টরভাল্ডস কোনো সতর্কতা দেননি এবং তার নিয়মিত পোস্টটি গত রবিবার কার্নেল মেইলিং লিস্টে পাওয়া যায়নি। তবে এটি কোনো উদ্বেগের কারণ ছিল না। কারণ টরভাল্ডস যুক্তরাষ্ট্রে বসবাস করেন, যেখানে প্রেসিডেন্টস ডে উদ্যাপন চলছিল। তাই ডেভেলপাররা মনে করছিলেন টরভাল্ডস ছুটিতে রয়েছেন। এ জন্য কোনো মেইল আসেনি।
তবে সোমবার আসল কারণ প্রকাশ করলেন টরভাল্ডস। তিনি লিখেছেন, ‘বাহ, আমি আগে এটি পাঠিয়েছিলাম, কিন্তু কিছু ভুল অটোকমপ্লিশনের কারণে আমি এটি ভুল তালিকায় পাঠিয়েছি, তাই ডেভেলপাররা এটি দেখতে পায়নি।’
তবে ঠিক মেইলিং লিস্টে পোস্ট করার পর তিনি জানান যে, লিনাক্স কার্নেল ৬.১৪-এর উন্নয়ন প্রক্রিয়া ভালোভাবে চলছে।
তিনি আরও লিখেছেন, লিনাক্স কার্নেলের ৬ দশমিক ১৪ সংস্করণটি আগের সংস্করণগুলোর চেয়ে ছোট মনে হচ্ছিল। আর আরসি ৩ সংস্করণ স্বাভাবিক সময় অনুযায়ী উন্মোচন হবে।
লিনাক্সের বিশিষ্ট ব্যক্তিত্ব, কার্নেল ডেভেলপার এবং রক্ষণাবেক্ষণকারী গ্রেগ ক্রো-হার্টম্যান ব্যাখ্যা করেছেন যে, এই প্রযুক্তি এমনভাবে ডিজাইন করা হয়েছে ‘যাতে প্ল্যাটফর্ম ডিভাইসগুলোকে অপব্যবহার করা বন্ধ করা যায়।’
লিনাক্স কার্নেল ডকুমেন্টেশনে প্ল্যাটফর্ম ডিভাইসের সংজ্ঞা দেওয়া হয়েছে, যা হলো ‘এমন ডিভাইস, যা সাধারণত সিস্টেমে স্বতন্ত্র সত্তা হিসেবে উপস্থিত থাকে। এর মধ্যে পুরোনো পোর্ট-ভিত্তিক ডিভাইসগুলো, পেরিফেরাল বাসে হোস্ট ব্রিজ এবং সিস্টেম-অন-চিপ প্ল্যাটফর্মের অধিকাংশ কন্ট্রোলার অন্তর্ভুক্ত।’
লিনাক্স কের্নেলের স্রষ্টা এবং মূল ডেভেলপার হলেন লিনাস টোরভাল্ডস। ১৯৯১ সালে তিনি প্রথম লিনাক্স কের্নেল তৈরি করেন, যা এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। টোরভাল্ডসের কাজের মাধ্যমে বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের গণ্ডি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে।
তিনি লিনাক্স কের্নেলের মূল রক্ষণাবেক্ষণকারী এবং আপডেট করার দায়িত্বে রয়েছেন, যেখানে তিনি নিয়মিত নতুন সংস্করণ এবং রিলিজ ক্যান্ডিডেট (আরসি) প্রকাশ করেন। তার নেতৃত্বে লিনাক্স কের্নেল বর্তমানে অত্যন্ত শক্তিশালী এবং অনেক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবহৃত সিস্টেমে অন্তর্ভুক্ত।
ডিজিটাল মাধ্যমে দ্রুত লেখার জন্য প্রয়োজনীয় একটি ফিচার হলো অটোকমপ্লিট। তবে এটি কখনো কখনো ব্যবহারকারীদের বিপদও ফেলতে পারে। যদি অটোকমপ্লিট ব্যবহার করে ভুল ব্যক্তির কাছে বার্তা পাঠিয়ে থাকেন তবে এই সমস্যার সম্মুখীন শুধু আপনি একাই হননি। এমনকি একই ভুল করেছেন বিশ্বের অন্যতম সফল প্রযুক্তিবিদ লিনাস টরভাল্ডসও। একটি গুরুত্বপূর্ণ কার্নেল আপডেট ভুল মেইলিং লিস্টে পাঠিয়ে দিয়েছেন তিনি।
ভাগ সময় প্রায় প্রতি সপ্তাহে একটি মেইলিং লিস্টে লিনাক্স কার্নেলের উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে আপডেট পোস্ট করতেন টরভাল্ডস। এই আপডেটে গত সপ্তাহের ডেভেলপমেন্ট কার্যক্রমের খবর দেন তিনি। সাধারণত, এই পোস্টগুলোতে নতুন কার্নেল রিলিজ ক্যান্ডিডেট বা পূর্ণ নতুন সংস্করণের ঘোষণা দেওয়া হয়।
যখন টরভাল্ডস ভ্রমণে যান, ছুটিতে থাকেন বা সরকারি ছুটির দিন পালন করেন, তখন তিনি তার পোস্টিং সময়ের পরিবর্তন সম্পর্কে আগেই জানিয়ে রাখনে। এর ফলে নির্দিষ্ট সময় অনুযায়ী কেন তিনি পোস্ট করেননি তা কার্নেল ডেভেলপাররা বুঝতে পারেন।
তবে গত সপ্তাহে টরভাল্ডস কোনো সতর্কতা দেননি এবং তার নিয়মিত পোস্টটি গত রবিবার কার্নেল মেইলিং লিস্টে পাওয়া যায়নি। তবে এটি কোনো উদ্বেগের কারণ ছিল না। কারণ টরভাল্ডস যুক্তরাষ্ট্রে বসবাস করেন, যেখানে প্রেসিডেন্টস ডে উদ্যাপন চলছিল। তাই ডেভেলপাররা মনে করছিলেন টরভাল্ডস ছুটিতে রয়েছেন। এ জন্য কোনো মেইল আসেনি।
তবে সোমবার আসল কারণ প্রকাশ করলেন টরভাল্ডস। তিনি লিখেছেন, ‘বাহ, আমি আগে এটি পাঠিয়েছিলাম, কিন্তু কিছু ভুল অটোকমপ্লিশনের কারণে আমি এটি ভুল তালিকায় পাঠিয়েছি, তাই ডেভেলপাররা এটি দেখতে পায়নি।’
তবে ঠিক মেইলিং লিস্টে পোস্ট করার পর তিনি জানান যে, লিনাক্স কার্নেল ৬.১৪-এর উন্নয়ন প্রক্রিয়া ভালোভাবে চলছে।
তিনি আরও লিখেছেন, লিনাক্স কার্নেলের ৬ দশমিক ১৪ সংস্করণটি আগের সংস্করণগুলোর চেয়ে ছোট মনে হচ্ছিল। আর আরসি ৩ সংস্করণ স্বাভাবিক সময় অনুযায়ী উন্মোচন হবে।
লিনাক্সের বিশিষ্ট ব্যক্তিত্ব, কার্নেল ডেভেলপার এবং রক্ষণাবেক্ষণকারী গ্রেগ ক্রো-হার্টম্যান ব্যাখ্যা করেছেন যে, এই প্রযুক্তি এমনভাবে ডিজাইন করা হয়েছে ‘যাতে প্ল্যাটফর্ম ডিভাইসগুলোকে অপব্যবহার করা বন্ধ করা যায়।’
লিনাক্স কার্নেল ডকুমেন্টেশনে প্ল্যাটফর্ম ডিভাইসের সংজ্ঞা দেওয়া হয়েছে, যা হলো ‘এমন ডিভাইস, যা সাধারণত সিস্টেমে স্বতন্ত্র সত্তা হিসেবে উপস্থিত থাকে। এর মধ্যে পুরোনো পোর্ট-ভিত্তিক ডিভাইসগুলো, পেরিফেরাল বাসে হোস্ট ব্রিজ এবং সিস্টেম-অন-চিপ প্ল্যাটফর্মের অধিকাংশ কন্ট্রোলার অন্তর্ভুক্ত।’
লিনাক্স কের্নেলের স্রষ্টা এবং মূল ডেভেলপার হলেন লিনাস টোরভাল্ডস। ১৯৯১ সালে তিনি প্রথম লিনাক্স কের্নেল তৈরি করেন, যা এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। টোরভাল্ডসের কাজের মাধ্যমে বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের গণ্ডি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে।
তিনি লিনাক্স কের্নেলের মূল রক্ষণাবেক্ষণকারী এবং আপডেট করার দায়িত্বে রয়েছেন, যেখানে তিনি নিয়মিত নতুন সংস্করণ এবং রিলিজ ক্যান্ডিডেট (আরসি) প্রকাশ করেন। তার নেতৃত্বে লিনাক্স কের্নেল বর্তমানে অত্যন্ত শক্তিশালী এবং অনেক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবহৃত সিস্টেমে অন্তর্ভুক্ত।
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৬ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে