ফিচার ডেস্ক
প্রযুক্তিনির্ভর এই যুগে গুগল ম্যাপস শুধু একটি নেভিগেশন টুল নয়; বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এটি ব্যবহার করে গন্তব্য নির্ধারণ, কাছাকাছি স্থান খোঁজা এবং ভ্রমণ পরিকল্পনা করতে পারি। গুগল ম্যাপসে এমন কিছু চমৎকার ফিচার রয়েছে, যা হয়তো অনেকের অজানা।
ইনডোর ম্যাপস
গুগল ম্যাপস শুধু রাস্তাঘাটের দিকনির্দেশনাই দেয় না; এটি বড় শপিং মল, বিমানবন্দর, হাসপাতাল ও স্টেডিয়ামের মতো স্থানগুলোর ইনডোর মানচিত্রও দেখায়। এর মাধ্যমে সহজে বড় বিল্ডিংয়ের ভেতরে কোন জায়গায় কী রয়েছে, তা খুঁজে পাওয়া যায়।
অফলাইন ম্যাপস
ইন্টারনেট ছাড়াই নির্দিষ্ট এলাকার মানচিত্র ব্যবহার করতে চান? এ জন্য গুগল ম্যাপস আপনাকে অফলাইন ম্যাপ ডাউনলোড করার সুযোগ দেবে। এটি নেটওয়ার্ক সংযোগ ছাড়াই পথনির্দেশনা পেতে সহায়তা করে।
লাইভ ট্রাফিক আপডেট
গুগল ম্যাপস রিয়েল টাইম ট্রাফিক আপডেট দিয়ে থাকে। এর মাধ্যমে জানা যাবে কোন রাস্তায় যানজট বেশি এবং কোন পথে দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব।
স্ট্রিট ভিউ
স্ট্রিট ভিউ ফিচার ব্যবহার করে নির্দিষ্ট এলাকার রাস্তা ও ভবনগুলোর ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখা যায়। নতুন জায়গায় যাওয়ার ক্ষেত্রে এটি ভীষণ সহায়ক।
পথের খরচের হিসাব
গুগল ম্যাপস গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে আনুমানিক ভাড়া নির্ধারণ করে দেয়। এর মাধ্যমে বাজেটের মধ্যে ভ্রমণ পরিকল্পনা করা যায়।
পথ নির্বাচন
আপনি যখন নির্দিষ্ট গন্তব্য নির্ধারণ করেন, গুগল ম্যাপস তখন একাধিক রুট পর্যালোচনা করে সবচেয়ে দ্রুততম ও কম যানবাহনপূর্ণ পথ দেখায়। এটি গন্তব্যে সঠিক সময়ে পৌঁছাতে সাহায্য করে।
রিয়েল-টাইম লোকেশন শেয়ারিং
লাইভ লোকেশন বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করা যায়, যাতে তাঁরা সহজে আপনাকে ট্র্যাক করতে পারেন। এটি নিরাপত্তার জন্য জরুরি।
ভয়েস নেভিগেশন
চলাচলের সময় মোবাইল ফোনের স্ক্রিনে না তাকিয়েও গুগল ম্যাপসের ভয়েস নেভিগেশন ফিচারের মাধ্যমে নির্দেশনা শোনা যায়।
পাবলিক ট্রান্সপোর্ট তথ্য
বিভিন্ন বাস, ট্রেন ও অন্যান্য গণপরিবহনের রাস্তা ও সময়সূচির তথ্য গুগল ম্যাপসে পাওয়া যায়। এটি শহরে যাতায়াত সহজ করে দেয়।
নিকটবর্তী স্থানের সন্ধান
কাছাকাছি রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল, দোকানসহ অন্যান্য প্রয়োজনীয় স্থান খুঁজে বের করতে গুগল ম্যাপস অত্যন্ত কার্যকর।
রিয়েল-টাইম টিকিটিং
কিছু শহরে গুগল ম্যাপস ব্যবহার করে সরাসরি পাবলিক ট্রান্সপোর্টের টিকিট কেনার সুবিধা পাওয়া যায়।
গুগল ম্যাপসের এই ফিচারগুলো আমাদের ভ্রমণকে আরও সহজ, নিরাপদ ও কার্যকর করে তুলছে। আপনি যদি এখনো এগুলো ব্যবহার না করে থাকেন, তবে চেষ্টা করে দেখতে পারেন!
সূত্র: গুগল ব্লগ
প্রযুক্তিনির্ভর এই যুগে গুগল ম্যাপস শুধু একটি নেভিগেশন টুল নয়; বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এটি ব্যবহার করে গন্তব্য নির্ধারণ, কাছাকাছি স্থান খোঁজা এবং ভ্রমণ পরিকল্পনা করতে পারি। গুগল ম্যাপসে এমন কিছু চমৎকার ফিচার রয়েছে, যা হয়তো অনেকের অজানা।
ইনডোর ম্যাপস
গুগল ম্যাপস শুধু রাস্তাঘাটের দিকনির্দেশনাই দেয় না; এটি বড় শপিং মল, বিমানবন্দর, হাসপাতাল ও স্টেডিয়ামের মতো স্থানগুলোর ইনডোর মানচিত্রও দেখায়। এর মাধ্যমে সহজে বড় বিল্ডিংয়ের ভেতরে কোন জায়গায় কী রয়েছে, তা খুঁজে পাওয়া যায়।
অফলাইন ম্যাপস
ইন্টারনেট ছাড়াই নির্দিষ্ট এলাকার মানচিত্র ব্যবহার করতে চান? এ জন্য গুগল ম্যাপস আপনাকে অফলাইন ম্যাপ ডাউনলোড করার সুযোগ দেবে। এটি নেটওয়ার্ক সংযোগ ছাড়াই পথনির্দেশনা পেতে সহায়তা করে।
লাইভ ট্রাফিক আপডেট
গুগল ম্যাপস রিয়েল টাইম ট্রাফিক আপডেট দিয়ে থাকে। এর মাধ্যমে জানা যাবে কোন রাস্তায় যানজট বেশি এবং কোন পথে দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব।
স্ট্রিট ভিউ
স্ট্রিট ভিউ ফিচার ব্যবহার করে নির্দিষ্ট এলাকার রাস্তা ও ভবনগুলোর ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখা যায়। নতুন জায়গায় যাওয়ার ক্ষেত্রে এটি ভীষণ সহায়ক।
পথের খরচের হিসাব
গুগল ম্যাপস গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে আনুমানিক ভাড়া নির্ধারণ করে দেয়। এর মাধ্যমে বাজেটের মধ্যে ভ্রমণ পরিকল্পনা করা যায়।
পথ নির্বাচন
আপনি যখন নির্দিষ্ট গন্তব্য নির্ধারণ করেন, গুগল ম্যাপস তখন একাধিক রুট পর্যালোচনা করে সবচেয়ে দ্রুততম ও কম যানবাহনপূর্ণ পথ দেখায়। এটি গন্তব্যে সঠিক সময়ে পৌঁছাতে সাহায্য করে।
রিয়েল-টাইম লোকেশন শেয়ারিং
লাইভ লোকেশন বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করা যায়, যাতে তাঁরা সহজে আপনাকে ট্র্যাক করতে পারেন। এটি নিরাপত্তার জন্য জরুরি।
ভয়েস নেভিগেশন
চলাচলের সময় মোবাইল ফোনের স্ক্রিনে না তাকিয়েও গুগল ম্যাপসের ভয়েস নেভিগেশন ফিচারের মাধ্যমে নির্দেশনা শোনা যায়।
পাবলিক ট্রান্সপোর্ট তথ্য
বিভিন্ন বাস, ট্রেন ও অন্যান্য গণপরিবহনের রাস্তা ও সময়সূচির তথ্য গুগল ম্যাপসে পাওয়া যায়। এটি শহরে যাতায়াত সহজ করে দেয়।
নিকটবর্তী স্থানের সন্ধান
কাছাকাছি রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল, দোকানসহ অন্যান্য প্রয়োজনীয় স্থান খুঁজে বের করতে গুগল ম্যাপস অত্যন্ত কার্যকর।
রিয়েল-টাইম টিকিটিং
কিছু শহরে গুগল ম্যাপস ব্যবহার করে সরাসরি পাবলিক ট্রান্সপোর্টের টিকিট কেনার সুবিধা পাওয়া যায়।
গুগল ম্যাপসের এই ফিচারগুলো আমাদের ভ্রমণকে আরও সহজ, নিরাপদ ও কার্যকর করে তুলছে। আপনি যদি এখনো এগুলো ব্যবহার না করে থাকেন, তবে চেষ্টা করে দেখতে পারেন!
সূত্র: গুগল ব্লগ
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৬ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে