Ajker Patrika

এবার কর্মী ছাঁটাই করবে স্পটিফাই

প্রযুক্তি ডেস্ক
এবার কর্মী ছাঁটাই করবে স্পটিফাই

এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে সুইডেন ভিত্তিক জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। চলমান অর্থনৈতিক সংকটে খরচ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ সিদ্ধান্তের ফলে প্রায় ৬০০ কর্মীকে হারাতে হবে চাকরি। 

দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, স্পটিফাইর সিইও ড্যানিয়েল আজ (২৩ জানুয়ারি) কর্মীদের উদ্দেশ্যে এক মেমোতে বিশ্বব্যাপী কোম্পানিটির ৬ শতাংশ কর্মী ছাঁটাই করার ঘোষণা দেন। ছাঁটাইয়ের তালিকায় আছেন প্ল্যাটফর্মটির কনটেন্ট এবং বিজ্ঞাপন বিভাগের প্রধান ডন অস্ট্রফও। বিশ্বব্যাপী কোম্পানিটিতে কাজ করছে মোট ৯৮০০ জন কর্মী। 

গত অক্টোবরে, কোম্পানির খরচ কমাতে ইন-হাউস স্টুডিও গুলির মোট ১১টি পডকাস্ট বন্ধ করে দেয় স্পটিফাই। ইন-হাউস স্টুডিও ‘জিমলেট’ এবং ‘পারকাস্ট’ থেকে বাতিল করা পডকাস্ট গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘হাউ টু সেভ এ প্ল্যানেট’, ‘ক্রাইম শো’ এবং ‘মেডিকেল মার্ডারস’। ২০২২-২০২৩ আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকে, ‘আজকের রাশিফল’ অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া, খরচ কমাতে নতুন নিয়োগ প্রায় ২৫ শতাংশ কমিয়ে আনে স্পটিফাই। 

এর আগে, নিজস্ব লাইটওয়েট লিসেনিং অ্যাপ ‘স্পটিফাই স্টেশন্স’ বন্ধ করে প্ল্যাটফর্মটি। গত বছর স্পটিফাই-এর প্রধান আর্থিক কর্মকর্তা পল ভোগেল বিনিয়োগকারীদের জানিয়েছিলেন, স্পটিফাই বিশ্ব অর্থনীতির ক্রমবর্ধমান অনিশ্চয়তা সম্পর্কে সচেতন। গত বছর, সুইডিশ এই মিউজিক-স্ট্রিমিং প্ল্যাটফর্মে ৪৩ কোটিরও বেশি সক্রিয় মাসিক ব্যবহারকারী ছিল। 

সম্প্রতি, গুগল প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দেয়, যা কোম্পানিটির মোট কর্মীসংখ্যার প্রায় ৬ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত