আবির আহসান রুদ্র
অনেক সময় অদ্ভুত সব নম্বর থেকে কল আসে নিজের মোবাইল ফোনটিতে। আবার নিয়মিত নম্বর থেকে কল দিয়েও গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে প্রতারকেরা। এসব কলে সাধারণত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত হিসেবে পরিচয় দিয়ে ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিংবিষয়ক তথ্য জানার চেষ্টা করা হয়। এতে যেমন গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে, তেমনি সঞ্চিত অর্থ বেহাত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই সময় থাকতে সচেতন না হলে একটা সময় বড় ধরনের মাশুল গুনতে হতে পারে।
অপ্রীতিকর কল বন্ধ করবে যেসব অ্যাপ
ট্রু কলার: অ্যান্ড্রয়েড ও আইফোনে স্ক্যাম কল ব্লক করার জনপ্রিয় অ্যাপ ট্রু কলার। এই অ্যাপে অপরিচিত নম্বর থেকে ফোন এলে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হয় নম্বরটির আসল পরিচয়। মূলত বিভিন্ন ফোনে সেভ করা নম্বর নিজেদের ডেটাবেইসে সংরক্ষণ করে ট্রু কলার। এরপর গ্রাহকদের কাছে এসব তথ্য সরবরাহ করা হয়, যাতে সহজেই অপরিচিত নম্বরের পরিচয় জানা যায়। ট্রু কলার স্বয়ংক্রিয়ভাবে অনেক স্ক্যামারকে ব্লক করে। এর সঙ্গে নির্দিষ্ট নম্বর ধরেও ব্লক করা সম্ভব। আবার নির্দিষ্ট নাম ও ফোন নম্বর ধরে তথ্য পাওয়া যায় অ্যাপটিতে।
এটিঅ্যান্ডটি কল প্রটেক্ট: এ অ্যাপটি প্রতারক, সন্দেহভাজন স্ক্যামারদের চিহ্নিত ও নম্বর ধরে ব্লক করতে সাহায্য করে। অ্যাপল স্টোর ও প্লে স্টোরে অ্যাপটি বিনা মূল্যে পাওয়া যায়।
রোবো কিলার: যখন কেউ আপনাকে কল দেবে এবং সেই নম্বর যদি রোবো কিলার অ্যাপ ডেটাবেইসে স্প্যাম হিসেবে ভেরিফাইড থাকে, তখন হাজার চেষ্টা করলেও কলটি আপনার কাছে পৌঁছাবে না। কলের পরিবর্তে ফোনে নম্বরটি ব্লকের বার্তা আসবে। এই অ্যাপের সঙ্গে অন্যান্য অ্যাপের পার্থক্য হলো—অ্যাপটি আগে রেকর্ড করা বার্তার মাধ্যমে উত্তর দিতে পারে। ফলে স্ক্যামারের সময় নষ্ট হয়। অনেক সময় দেখা যায়, এসব বাড়তি কথার জন্য তারা ধৈর্য হারিয়ে ফেলে। রোবো কিলারে ৭ দিনের ফ্রি ট্রায়াল ব্যবহার করা যায়, পরে মাসে ৪ ডলার বা বছরে ৩০ ডলার পরিশোধ করে সেবাটি কিনে নিতে হয়।
হিয়া: আপনি যে নম্বর বা তা থেকে আসা বার্তা এড়িয়ে যেতে চান, ঠিক সেগুলোকেই ব্লক করতে সহায়তা করবে হিয়া। এই অ্যাপের অন্যান্য সেবার মধ্যে আছে কল ব্লক, অবাঞ্ছিত নম্বরগুলোকে কালো তালিকাভুক্ত করা, ফোনে আসা কলগুলোর তথ্য এবং স্প্যাম অ্যালার্ট প্রদান করা।
অ্যাপের বাইরে মোবাইল ফোন সেটগুলোতেও বেশ কিছু ফিচার আছে কল বা নম্বর ব্লক করার জন্য।
আইফোনের জন্য
আইফোনের ডু নট ডিস্টার্ব ফিচার চালু করলে শুধু মোবাইল ফোনের কনটাক্ট লিস্টে সেভ করা নম্বর থেকে আসা কল বা বার্তা সম্পর্কে অবহিত করা হবে। অপরিচিত বা যেসব নম্বর সেভ নেই, সেসব কল বা বার্তা এলে মোবাইল ফোন সাইলেন্ট অবস্থায় থাকবে; অর্থাৎ কোনো শব্দ হবে না।
অ্যান্ড্রয়েডের জন্য
আইফোনের মতো অ্যান্ড্রয়েডেরও ডু নট ডিস্টার্ব ফিচার আছে। সেই ফিচার চালু করলে মোবাইল ফোনে সেভ ছাড়া অন্যান্য নম্বর থেকে আসা কল ও বিভিন্ন বার্তা সাইলেন্ট অবস্থায় থাকবে।
সূত্র: গুড হাউস কিপিং ও অন্যান্য
অনেক সময় অদ্ভুত সব নম্বর থেকে কল আসে নিজের মোবাইল ফোনটিতে। আবার নিয়মিত নম্বর থেকে কল দিয়েও গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে প্রতারকেরা। এসব কলে সাধারণত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত হিসেবে পরিচয় দিয়ে ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিংবিষয়ক তথ্য জানার চেষ্টা করা হয়। এতে যেমন গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে, তেমনি সঞ্চিত অর্থ বেহাত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই সময় থাকতে সচেতন না হলে একটা সময় বড় ধরনের মাশুল গুনতে হতে পারে।
অপ্রীতিকর কল বন্ধ করবে যেসব অ্যাপ
ট্রু কলার: অ্যান্ড্রয়েড ও আইফোনে স্ক্যাম কল ব্লক করার জনপ্রিয় অ্যাপ ট্রু কলার। এই অ্যাপে অপরিচিত নম্বর থেকে ফোন এলে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হয় নম্বরটির আসল পরিচয়। মূলত বিভিন্ন ফোনে সেভ করা নম্বর নিজেদের ডেটাবেইসে সংরক্ষণ করে ট্রু কলার। এরপর গ্রাহকদের কাছে এসব তথ্য সরবরাহ করা হয়, যাতে সহজেই অপরিচিত নম্বরের পরিচয় জানা যায়। ট্রু কলার স্বয়ংক্রিয়ভাবে অনেক স্ক্যামারকে ব্লক করে। এর সঙ্গে নির্দিষ্ট নম্বর ধরেও ব্লক করা সম্ভব। আবার নির্দিষ্ট নাম ও ফোন নম্বর ধরে তথ্য পাওয়া যায় অ্যাপটিতে।
এটিঅ্যান্ডটি কল প্রটেক্ট: এ অ্যাপটি প্রতারক, সন্দেহভাজন স্ক্যামারদের চিহ্নিত ও নম্বর ধরে ব্লক করতে সাহায্য করে। অ্যাপল স্টোর ও প্লে স্টোরে অ্যাপটি বিনা মূল্যে পাওয়া যায়।
রোবো কিলার: যখন কেউ আপনাকে কল দেবে এবং সেই নম্বর যদি রোবো কিলার অ্যাপ ডেটাবেইসে স্প্যাম হিসেবে ভেরিফাইড থাকে, তখন হাজার চেষ্টা করলেও কলটি আপনার কাছে পৌঁছাবে না। কলের পরিবর্তে ফোনে নম্বরটি ব্লকের বার্তা আসবে। এই অ্যাপের সঙ্গে অন্যান্য অ্যাপের পার্থক্য হলো—অ্যাপটি আগে রেকর্ড করা বার্তার মাধ্যমে উত্তর দিতে পারে। ফলে স্ক্যামারের সময় নষ্ট হয়। অনেক সময় দেখা যায়, এসব বাড়তি কথার জন্য তারা ধৈর্য হারিয়ে ফেলে। রোবো কিলারে ৭ দিনের ফ্রি ট্রায়াল ব্যবহার করা যায়, পরে মাসে ৪ ডলার বা বছরে ৩০ ডলার পরিশোধ করে সেবাটি কিনে নিতে হয়।
হিয়া: আপনি যে নম্বর বা তা থেকে আসা বার্তা এড়িয়ে যেতে চান, ঠিক সেগুলোকেই ব্লক করতে সহায়তা করবে হিয়া। এই অ্যাপের অন্যান্য সেবার মধ্যে আছে কল ব্লক, অবাঞ্ছিত নম্বরগুলোকে কালো তালিকাভুক্ত করা, ফোনে আসা কলগুলোর তথ্য এবং স্প্যাম অ্যালার্ট প্রদান করা।
অ্যাপের বাইরে মোবাইল ফোন সেটগুলোতেও বেশ কিছু ফিচার আছে কল বা নম্বর ব্লক করার জন্য।
আইফোনের জন্য
আইফোনের ডু নট ডিস্টার্ব ফিচার চালু করলে শুধু মোবাইল ফোনের কনটাক্ট লিস্টে সেভ করা নম্বর থেকে আসা কল বা বার্তা সম্পর্কে অবহিত করা হবে। অপরিচিত বা যেসব নম্বর সেভ নেই, সেসব কল বা বার্তা এলে মোবাইল ফোন সাইলেন্ট অবস্থায় থাকবে; অর্থাৎ কোনো শব্দ হবে না।
অ্যান্ড্রয়েডের জন্য
আইফোনের মতো অ্যান্ড্রয়েডেরও ডু নট ডিস্টার্ব ফিচার আছে। সেই ফিচার চালু করলে মোবাইল ফোনে সেভ ছাড়া অন্যান্য নম্বর থেকে আসা কল ও বিভিন্ন বার্তা সাইলেন্ট অবস্থায় থাকবে।
সূত্র: গুড হাউস কিপিং ও অন্যান্য
বিশ্বের দ্রুততম ফ্ল্যাশ মেমোরি উদ্ভাবন করে নতুন মাইলফলক স্থাপন করেছেন চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা এমন এক ধরনের নতুন নন-ভোলাটাইল মেমোরি তৈরি করেছেন, যা মাত্র ৪০০ পিকোসেকেন্ডে ডেটা রিড ও রাইট করতে পারে।
১ ঘণ্টা আগেমার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
২ ঘণ্টা আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
২০ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগে