আবির আহসান রুদ্র
অনেক সময় অদ্ভুত সব নম্বর থেকে কল আসে নিজের মোবাইল ফোনটিতে। আবার নিয়মিত নম্বর থেকে কল দিয়েও গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে প্রতারকেরা। এসব কলে সাধারণত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত হিসেবে পরিচয় দিয়ে ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিংবিষয়ক তথ্য জানার চেষ্টা করা হয়। এতে যেমন গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে, তেমনি সঞ্চিত অর্থ বেহাত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই সময় থাকতে সচেতন না হলে একটা সময় বড় ধরনের মাশুল গুনতে হতে পারে।
অপ্রীতিকর কল বন্ধ করবে যেসব অ্যাপ
ট্রু কলার: অ্যান্ড্রয়েড ও আইফোনে স্ক্যাম কল ব্লক করার জনপ্রিয় অ্যাপ ট্রু কলার। এই অ্যাপে অপরিচিত নম্বর থেকে ফোন এলে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হয় নম্বরটির আসল পরিচয়। মূলত বিভিন্ন ফোনে সেভ করা নম্বর নিজেদের ডেটাবেইসে সংরক্ষণ করে ট্রু কলার। এরপর গ্রাহকদের কাছে এসব তথ্য সরবরাহ করা হয়, যাতে সহজেই অপরিচিত নম্বরের পরিচয় জানা যায়। ট্রু কলার স্বয়ংক্রিয়ভাবে অনেক স্ক্যামারকে ব্লক করে। এর সঙ্গে নির্দিষ্ট নম্বর ধরেও ব্লক করা সম্ভব। আবার নির্দিষ্ট নাম ও ফোন নম্বর ধরে তথ্য পাওয়া যায় অ্যাপটিতে।
এটিঅ্যান্ডটি কল প্রটেক্ট: এ অ্যাপটি প্রতারক, সন্দেহভাজন স্ক্যামারদের চিহ্নিত ও নম্বর ধরে ব্লক করতে সাহায্য করে। অ্যাপল স্টোর ও প্লে স্টোরে অ্যাপটি বিনা মূল্যে পাওয়া যায়।
রোবো কিলার: যখন কেউ আপনাকে কল দেবে এবং সেই নম্বর যদি রোবো কিলার অ্যাপ ডেটাবেইসে স্প্যাম হিসেবে ভেরিফাইড থাকে, তখন হাজার চেষ্টা করলেও কলটি আপনার কাছে পৌঁছাবে না। কলের পরিবর্তে ফোনে নম্বরটি ব্লকের বার্তা আসবে। এই অ্যাপের সঙ্গে অন্যান্য অ্যাপের পার্থক্য হলো—অ্যাপটি আগে রেকর্ড করা বার্তার মাধ্যমে উত্তর দিতে পারে। ফলে স্ক্যামারের সময় নষ্ট হয়। অনেক সময় দেখা যায়, এসব বাড়তি কথার জন্য তারা ধৈর্য হারিয়ে ফেলে। রোবো কিলারে ৭ দিনের ফ্রি ট্রায়াল ব্যবহার করা যায়, পরে মাসে ৪ ডলার বা বছরে ৩০ ডলার পরিশোধ করে সেবাটি কিনে নিতে হয়।
হিয়া: আপনি যে নম্বর বা তা থেকে আসা বার্তা এড়িয়ে যেতে চান, ঠিক সেগুলোকেই ব্লক করতে সহায়তা করবে হিয়া। এই অ্যাপের অন্যান্য সেবার মধ্যে আছে কল ব্লক, অবাঞ্ছিত নম্বরগুলোকে কালো তালিকাভুক্ত করা, ফোনে আসা কলগুলোর তথ্য এবং স্প্যাম অ্যালার্ট প্রদান করা।
অ্যাপের বাইরে মোবাইল ফোন সেটগুলোতেও বেশ কিছু ফিচার আছে কল বা নম্বর ব্লক করার জন্য।
আইফোনের জন্য
আইফোনের ডু নট ডিস্টার্ব ফিচার চালু করলে শুধু মোবাইল ফোনের কনটাক্ট লিস্টে সেভ করা নম্বর থেকে আসা কল বা বার্তা সম্পর্কে অবহিত করা হবে। অপরিচিত বা যেসব নম্বর সেভ নেই, সেসব কল বা বার্তা এলে মোবাইল ফোন সাইলেন্ট অবস্থায় থাকবে; অর্থাৎ কোনো শব্দ হবে না।
অ্যান্ড্রয়েডের জন্য
আইফোনের মতো অ্যান্ড্রয়েডেরও ডু নট ডিস্টার্ব ফিচার আছে। সেই ফিচার চালু করলে মোবাইল ফোনে সেভ ছাড়া অন্যান্য নম্বর থেকে আসা কল ও বিভিন্ন বার্তা সাইলেন্ট অবস্থায় থাকবে।
সূত্র: গুড হাউস কিপিং ও অন্যান্য
অনেক সময় অদ্ভুত সব নম্বর থেকে কল আসে নিজের মোবাইল ফোনটিতে। আবার নিয়মিত নম্বর থেকে কল দিয়েও গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে প্রতারকেরা। এসব কলে সাধারণত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত হিসেবে পরিচয় দিয়ে ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিংবিষয়ক তথ্য জানার চেষ্টা করা হয়। এতে যেমন গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে, তেমনি সঞ্চিত অর্থ বেহাত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই সময় থাকতে সচেতন না হলে একটা সময় বড় ধরনের মাশুল গুনতে হতে পারে।
অপ্রীতিকর কল বন্ধ করবে যেসব অ্যাপ
ট্রু কলার: অ্যান্ড্রয়েড ও আইফোনে স্ক্যাম কল ব্লক করার জনপ্রিয় অ্যাপ ট্রু কলার। এই অ্যাপে অপরিচিত নম্বর থেকে ফোন এলে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হয় নম্বরটির আসল পরিচয়। মূলত বিভিন্ন ফোনে সেভ করা নম্বর নিজেদের ডেটাবেইসে সংরক্ষণ করে ট্রু কলার। এরপর গ্রাহকদের কাছে এসব তথ্য সরবরাহ করা হয়, যাতে সহজেই অপরিচিত নম্বরের পরিচয় জানা যায়। ট্রু কলার স্বয়ংক্রিয়ভাবে অনেক স্ক্যামারকে ব্লক করে। এর সঙ্গে নির্দিষ্ট নম্বর ধরেও ব্লক করা সম্ভব। আবার নির্দিষ্ট নাম ও ফোন নম্বর ধরে তথ্য পাওয়া যায় অ্যাপটিতে।
এটিঅ্যান্ডটি কল প্রটেক্ট: এ অ্যাপটি প্রতারক, সন্দেহভাজন স্ক্যামারদের চিহ্নিত ও নম্বর ধরে ব্লক করতে সাহায্য করে। অ্যাপল স্টোর ও প্লে স্টোরে অ্যাপটি বিনা মূল্যে পাওয়া যায়।
রোবো কিলার: যখন কেউ আপনাকে কল দেবে এবং সেই নম্বর যদি রোবো কিলার অ্যাপ ডেটাবেইসে স্প্যাম হিসেবে ভেরিফাইড থাকে, তখন হাজার চেষ্টা করলেও কলটি আপনার কাছে পৌঁছাবে না। কলের পরিবর্তে ফোনে নম্বরটি ব্লকের বার্তা আসবে। এই অ্যাপের সঙ্গে অন্যান্য অ্যাপের পার্থক্য হলো—অ্যাপটি আগে রেকর্ড করা বার্তার মাধ্যমে উত্তর দিতে পারে। ফলে স্ক্যামারের সময় নষ্ট হয়। অনেক সময় দেখা যায়, এসব বাড়তি কথার জন্য তারা ধৈর্য হারিয়ে ফেলে। রোবো কিলারে ৭ দিনের ফ্রি ট্রায়াল ব্যবহার করা যায়, পরে মাসে ৪ ডলার বা বছরে ৩০ ডলার পরিশোধ করে সেবাটি কিনে নিতে হয়।
হিয়া: আপনি যে নম্বর বা তা থেকে আসা বার্তা এড়িয়ে যেতে চান, ঠিক সেগুলোকেই ব্লক করতে সহায়তা করবে হিয়া। এই অ্যাপের অন্যান্য সেবার মধ্যে আছে কল ব্লক, অবাঞ্ছিত নম্বরগুলোকে কালো তালিকাভুক্ত করা, ফোনে আসা কলগুলোর তথ্য এবং স্প্যাম অ্যালার্ট প্রদান করা।
অ্যাপের বাইরে মোবাইল ফোন সেটগুলোতেও বেশ কিছু ফিচার আছে কল বা নম্বর ব্লক করার জন্য।
আইফোনের জন্য
আইফোনের ডু নট ডিস্টার্ব ফিচার চালু করলে শুধু মোবাইল ফোনের কনটাক্ট লিস্টে সেভ করা নম্বর থেকে আসা কল বা বার্তা সম্পর্কে অবহিত করা হবে। অপরিচিত বা যেসব নম্বর সেভ নেই, সেসব কল বা বার্তা এলে মোবাইল ফোন সাইলেন্ট অবস্থায় থাকবে; অর্থাৎ কোনো শব্দ হবে না।
অ্যান্ড্রয়েডের জন্য
আইফোনের মতো অ্যান্ড্রয়েডেরও ডু নট ডিস্টার্ব ফিচার আছে। সেই ফিচার চালু করলে মোবাইল ফোনে সেভ ছাড়া অন্যান্য নম্বর থেকে আসা কল ও বিভিন্ন বার্তা সাইলেন্ট অবস্থায় থাকবে।
সূত্র: গুড হাউস কিপিং ও অন্যান্য
ইউটিউব এখন শুধু বিনোদন নয়; তথ্য, শিক্ষা ও আয়ের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন এখানে হাজার হাজার নতুন ভিডিও প্রকাশিত হচ্ছে। এই প্রতিযোগিতার ভিড়ে একজন কনটেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। আর সেই দৃষ্টি আকর্ষণের প্রথম ধাপ হলো, একটি আকর্ষণীয় ও কার্যকর টাইটেল।
৯ মিনিট আগেচ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তাদের প্রতিষ্ঠিত স্টার্টআপ স্পিয়ার এআই প্রথমবারের মতো বাইরের কোনো উৎস থেকে বিনিয়োগ পেয়েছে। কোম্পানিটি সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে সংগৃহীত জটিল ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে থাকে।
১৮ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের ইতিহাসের অন্যতম বড় পুনর্গঠনের পথে হাঁটছে। মার্কিন এই কোম্পানি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খরচ কমাতে এবং কোম্পানিটিকে লাভজনক করতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপ-বু টান এর নেতৃত্বে...
১৮ ঘণ্টা আগে