অলকানন্দা রায়, ঢাকা
মানুষের উড়ে বেড়ানোর সাধ অনেক পুরোনো। পাখিদের দেখে মানুষ একসময় ভেবেছে, আহা! যদি ডানা থাকত! ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে বিপর্যস্ত মানুষ এখনো ভাবে, যদি উড়ে যাওয়া যেত! সেই আক্ষেপকেই এবার সত্যি করে দেখাল জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ারউনস টেকনোলজি। তারা তৈরি করেছে বিশ্বের প্রথম উড়তে সক্ষম মোটরসাইকেল।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট অটো শোতে উড়তে সক্ষম এই মোটরসাইকেল প্রদর্শন করা হয়। জাপানি প্রযুক্তিতে তৈরি এই বাইকের নাম এক্সট্যুরিসমো। ধারণা করা হচ্ছে, জনবহুল শহরগুলোকে ভয়াবহ যানজট থেকে মুক্ত করতে ভূমিকা রাখবে এটি।
নতুন প্রযুক্তিসমৃদ্ধ এক্সট্যুরিসমো নামের এই বাইক গত বছরের অক্টোবর মাসে জাপানে সাধারণ মানুষের সামনে প্রদর্শন করা হয়। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে এই নতুন ফ্লাইং বাইক দেখানো হয়েছে দিন কয়েক আগে। পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন থেকে বেরিয়ে বাইকটিকে সত্যি সত্যি আকাশে উড়তে দেখে অভিভূত হয়েছিলেন ডেট্রয়েট অটো শোর দর্শকেরা।
এটি ৪০ মিনিট পর্যন্ত ঘণ্টায় ৬২ মাইল বেগে উড়তে পারে। এর দুটি বড় সেন্ট্রাল রোটর রয়েছে, যার একটি ২২৮-এইচপি গ্যাসে চলে। এ ছাড়া ইঞ্জিনের বাইরের দিকে আছে চারটি ছোট বৈদ্যুতিক মোটর। হেলিকপ্টারের মতো দুটি ল্যান্ডিং স্কিডের ওপর ভর করে বাইকটি মাটির ওপর দাঁড়িয়ে থাকে। এক্সট্যুরিসমো নামের এই বাইকের ওজন ৬৬০ পাউন্ড এবং ১২ ফুট লম্বা।
ইতিমধ্যে জাপানের বাজারে শুরু হয়ে গেছে এই বাইকের বিক্রি। ২০২৩ সালে এই মোটরবাইকের একটি ছোট সংস্করণ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন এয়ারউইনসের সিইও শুহেই কোমাটসু। প্রায় ৭ কোটি টাকায় এটি কেনা যাবে। তবে কোমাটসু এটাও জানিয়েছেন, তাঁরা ভবিষ্যতে বাইকটির দাম কমানোর চেষ্টা করছেন এবং আকার-আকৃতিও ছোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লাল, কালো, নীল—এই তিন রঙে বাইকটি পাওয়া যাবে। সেই সঙ্গে ২০২৫ সালের মধ্যে এর একটি ছোট ইলেকট্রিক মডেল বাজারে আসবে বলেও জানা গেছে।
বিশ্বে প্রথম এই উড়তে সক্ষম বাইক চালানোর অভিজ্ঞতা হয়েছে ডেট্রয়েট অটো শোর যুগ্ম চেয়ারম্যান থাড শটের। তিনি জানিয়েছেন, বাইকটি চালানো খুবই আরাম ও আনন্দদায়ক এবং কোনো প্রকার ঝাঁকুনি নেই।
তথ্যসূত্র: ইন্ডিয়া টাইম, ডেইলি মেইল, ইন্ডিয়া হুড
মানুষের উড়ে বেড়ানোর সাধ অনেক পুরোনো। পাখিদের দেখে মানুষ একসময় ভেবেছে, আহা! যদি ডানা থাকত! ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে বিপর্যস্ত মানুষ এখনো ভাবে, যদি উড়ে যাওয়া যেত! সেই আক্ষেপকেই এবার সত্যি করে দেখাল জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ারউনস টেকনোলজি। তারা তৈরি করেছে বিশ্বের প্রথম উড়তে সক্ষম মোটরসাইকেল।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট অটো শোতে উড়তে সক্ষম এই মোটরসাইকেল প্রদর্শন করা হয়। জাপানি প্রযুক্তিতে তৈরি এই বাইকের নাম এক্সট্যুরিসমো। ধারণা করা হচ্ছে, জনবহুল শহরগুলোকে ভয়াবহ যানজট থেকে মুক্ত করতে ভূমিকা রাখবে এটি।
নতুন প্রযুক্তিসমৃদ্ধ এক্সট্যুরিসমো নামের এই বাইক গত বছরের অক্টোবর মাসে জাপানে সাধারণ মানুষের সামনে প্রদর্শন করা হয়। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে এই নতুন ফ্লাইং বাইক দেখানো হয়েছে দিন কয়েক আগে। পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন থেকে বেরিয়ে বাইকটিকে সত্যি সত্যি আকাশে উড়তে দেখে অভিভূত হয়েছিলেন ডেট্রয়েট অটো শোর দর্শকেরা।
এটি ৪০ মিনিট পর্যন্ত ঘণ্টায় ৬২ মাইল বেগে উড়তে পারে। এর দুটি বড় সেন্ট্রাল রোটর রয়েছে, যার একটি ২২৮-এইচপি গ্যাসে চলে। এ ছাড়া ইঞ্জিনের বাইরের দিকে আছে চারটি ছোট বৈদ্যুতিক মোটর। হেলিকপ্টারের মতো দুটি ল্যান্ডিং স্কিডের ওপর ভর করে বাইকটি মাটির ওপর দাঁড়িয়ে থাকে। এক্সট্যুরিসমো নামের এই বাইকের ওজন ৬৬০ পাউন্ড এবং ১২ ফুট লম্বা।
ইতিমধ্যে জাপানের বাজারে শুরু হয়ে গেছে এই বাইকের বিক্রি। ২০২৩ সালে এই মোটরবাইকের একটি ছোট সংস্করণ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন এয়ারউইনসের সিইও শুহেই কোমাটসু। প্রায় ৭ কোটি টাকায় এটি কেনা যাবে। তবে কোমাটসু এটাও জানিয়েছেন, তাঁরা ভবিষ্যতে বাইকটির দাম কমানোর চেষ্টা করছেন এবং আকার-আকৃতিও ছোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লাল, কালো, নীল—এই তিন রঙে বাইকটি পাওয়া যাবে। সেই সঙ্গে ২০২৫ সালের মধ্যে এর একটি ছোট ইলেকট্রিক মডেল বাজারে আসবে বলেও জানা গেছে।
বিশ্বে প্রথম এই উড়তে সক্ষম বাইক চালানোর অভিজ্ঞতা হয়েছে ডেট্রয়েট অটো শোর যুগ্ম চেয়ারম্যান থাড শটের। তিনি জানিয়েছেন, বাইকটি চালানো খুবই আরাম ও আনন্দদায়ক এবং কোনো প্রকার ঝাঁকুনি নেই।
তথ্যসূত্র: ইন্ডিয়া টাইম, ডেইলি মেইল, ইন্ডিয়া হুড
যুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
১৯ মিনিট আগেঅস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করছে চীন। গতকাল শনিবার শাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রস্তাব দেন।
৪ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটা চলতি বছরের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করে দেবে। নতুন আইনকে ‘অকার্যকরযোগ্য’ দাবি করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
৪ ঘণ্টা আগে