অনলাইন ডেস্ক
ওপেনএআইয়ের সঙ্গে পাঁচ বছরের জন্য ১১ দশমিক ৯ বিলিয়ন ডলার বা ১ হাজার ১৯০ কোটি ডলার মূল্যের চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ কোরউইভ। গতকাল সোমবার এক বিবৃতিতে কোরউইভ জানিয়েছে, ওপেনএআইকে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো সরবরাহ করবে কোম্পানিটি।
২০১৭ সালে প্রতিষ্ঠিত কোরউইভ কৃত্রিম বুদ্ধিমত্তা কাজের জন্য ডেটা সেন্টার ও উচ্চ ক্ষমতাসম্পন্ন চিপ সরবরাহ করে, যার মধ্যে প্রধানত এনভিডিয়ার চিপগুলো অন্তর্ভুক্ত। মাইক্রোসফট ও অ্যামাজনের এডব্লিউএসের মতো ক্লাউড পরিষেবাদের সঙ্গে প্রতিযোগিতা করছে কোরউইভ।
এই চুক্তির অংশ হিসেবে কোরউইভ ওপেনএআইকে কিছু শেয়ার দেবে। তবে এই শেয়ারগুলো কোরউইভ তাদের আইপিইও বা প্রাথমিক গণপ্রস্তাবের সময় ইস্যু (বিক্রি) করবে। অর্থাৎ কোম্পানির শেয়ারবাজারে আসার (প্রথমবার জনসাধারণের কাছে বিক্রি হওয়ার) সময় ওপেনএআইকে ৩৫০ মিলিয়ন ডলার মূল্যের শেয়ার দেওয়া হবে।
কোরউইভ বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ। এটি কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের আগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ এটি তাদের শেয়ার বিক্রির প্রস্তুতির জন্য শক্তিশালী এক ভিত্তি তৈরি করবে।
ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেন, ‘কোরউইভ ওপেনএআইয়ের অবকাঠামো পোর্টফোলিওতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা মাইক্রোসফট, ওরাকলসহ আমাদের বাণিজ্যিক চুক্তিগুলোর সঙ্গে সম্পর্কিত।
এই চুক্তি কোরউইভের জন্য একটি বড় সুবিধা এনে দিচ্ছে। কারণ, বর্তমানে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশেষ করে ডেটা সেন্টার ও উচ্চ ক্ষমতাসম্পন্ন সার্ভারগুলোর জন্য।
কোরউইভের গ্রাহকদের মধ্যে মেটা, আইবিএম ও মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো অন্তর্ভুক্ত। ২০২৪ সালে ১ দশমিক ৯২ বিলিয়ন বা ১৯২ কোটি ডলার আয় করেছে কোরউইভ। ২০২৩ সালে কোম্পানিটির আয় ছিল ২২৮ দশমিক ৯ মিলিয়ন বা ২২ কোটি ৮০ লাখ ডলার। তবে তাদের নিট ক্ষতি বেড়ে দাঁড়িয়েছে ৮৬৩ দশমিক ৪ মিলিয়ন বা ৮৬ কোটি ৩৪ লাখ ডলার, যা ২০২৩ সালে ছিল ৫৯৩ দশমিক ৭ মিলিয়ন বা ৫৯ কোটি ৩৭ লাখ ডলার।
কোরউইভ ১২টি অর্থায়ন রাউন্ডে ১৪ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ৪৫০ কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করেছে এবং গত বছর তারা ইতিহাসের অন্যতম বৃহত্তম প্রাইভেট ডেটা ফিন্যান্সিং রাউন্ডে ৭ বিলিয়ন বা ৭০০ কোটি ডলার সংগ্রহ করেছে, যা ব্ল্যাকস্টোন এবং ম্যাগনেটারের মতো বৃহৎ অ্যাসেট ম্যানেজারদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
কোরউইভ তার শেয়ার প্রযুক্তি, ইন্টারনেটের শেয়ারবাজার নাসডাক স্টকের ‘সিআরডব্লিউভি’ টিকারে লেনদেন করবে এবং এই আইপিও প্রক্রিয়ার প্রধান দায়িত্বে থাকবে মরগ্যান স্ট্যানলি, জেপি মরগান চেজ, ও গোল্ডম্যান স্যাকস।
ওপেনএআইয়ের সঙ্গে পাঁচ বছরের জন্য ১১ দশমিক ৯ বিলিয়ন ডলার বা ১ হাজার ১৯০ কোটি ডলার মূল্যের চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ কোরউইভ। গতকাল সোমবার এক বিবৃতিতে কোরউইভ জানিয়েছে, ওপেনএআইকে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো সরবরাহ করবে কোম্পানিটি।
২০১৭ সালে প্রতিষ্ঠিত কোরউইভ কৃত্রিম বুদ্ধিমত্তা কাজের জন্য ডেটা সেন্টার ও উচ্চ ক্ষমতাসম্পন্ন চিপ সরবরাহ করে, যার মধ্যে প্রধানত এনভিডিয়ার চিপগুলো অন্তর্ভুক্ত। মাইক্রোসফট ও অ্যামাজনের এডব্লিউএসের মতো ক্লাউড পরিষেবাদের সঙ্গে প্রতিযোগিতা করছে কোরউইভ।
এই চুক্তির অংশ হিসেবে কোরউইভ ওপেনএআইকে কিছু শেয়ার দেবে। তবে এই শেয়ারগুলো কোরউইভ তাদের আইপিইও বা প্রাথমিক গণপ্রস্তাবের সময় ইস্যু (বিক্রি) করবে। অর্থাৎ কোম্পানির শেয়ারবাজারে আসার (প্রথমবার জনসাধারণের কাছে বিক্রি হওয়ার) সময় ওপেনএআইকে ৩৫০ মিলিয়ন ডলার মূল্যের শেয়ার দেওয়া হবে।
কোরউইভ বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ। এটি কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের আগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ এটি তাদের শেয়ার বিক্রির প্রস্তুতির জন্য শক্তিশালী এক ভিত্তি তৈরি করবে।
ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেন, ‘কোরউইভ ওপেনএআইয়ের অবকাঠামো পোর্টফোলিওতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা মাইক্রোসফট, ওরাকলসহ আমাদের বাণিজ্যিক চুক্তিগুলোর সঙ্গে সম্পর্কিত।
এই চুক্তি কোরউইভের জন্য একটি বড় সুবিধা এনে দিচ্ছে। কারণ, বর্তমানে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশেষ করে ডেটা সেন্টার ও উচ্চ ক্ষমতাসম্পন্ন সার্ভারগুলোর জন্য।
কোরউইভের গ্রাহকদের মধ্যে মেটা, আইবিএম ও মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো অন্তর্ভুক্ত। ২০২৪ সালে ১ দশমিক ৯২ বিলিয়ন বা ১৯২ কোটি ডলার আয় করেছে কোরউইভ। ২০২৩ সালে কোম্পানিটির আয় ছিল ২২৮ দশমিক ৯ মিলিয়ন বা ২২ কোটি ৮০ লাখ ডলার। তবে তাদের নিট ক্ষতি বেড়ে দাঁড়িয়েছে ৮৬৩ দশমিক ৪ মিলিয়ন বা ৮৬ কোটি ৩৪ লাখ ডলার, যা ২০২৩ সালে ছিল ৫৯৩ দশমিক ৭ মিলিয়ন বা ৫৯ কোটি ৩৭ লাখ ডলার।
কোরউইভ ১২টি অর্থায়ন রাউন্ডে ১৪ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ৪৫০ কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করেছে এবং গত বছর তারা ইতিহাসের অন্যতম বৃহত্তম প্রাইভেট ডেটা ফিন্যান্সিং রাউন্ডে ৭ বিলিয়ন বা ৭০০ কোটি ডলার সংগ্রহ করেছে, যা ব্ল্যাকস্টোন এবং ম্যাগনেটারের মতো বৃহৎ অ্যাসেট ম্যানেজারদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
কোরউইভ তার শেয়ার প্রযুক্তি, ইন্টারনেটের শেয়ারবাজার নাসডাক স্টকের ‘সিআরডব্লিউভি’ টিকারে লেনদেন করবে এবং এই আইপিও প্রক্রিয়ার প্রধান দায়িত্বে থাকবে মরগ্যান স্ট্যানলি, জেপি মরগান চেজ, ও গোল্ডম্যান স্যাকস।
তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে যাচ্ছে। গতকাল সোমবার মার্কিন শেয়ারবাজার ‘নাসডাক’-এর বড় ধরনের দরপতন হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সাতটি সবচেয়ে মূল্যবান প্রযুক্তি কোম্পানিগুলো মোট ৭৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে, যা ২০২২ সালের পর সবচেয়ে বড় পতন।
১৬ ঘণ্টা আগেমানুষের মতোই মানসিক চাপ ও উদ্বেগের লক্ষণ দেখায় ওপেনএআইয়ের চ্যাটজিপিটি। বিশেষত যখন এটি বিপজ্জনক বা বিভ্রান্তিকর তথ্যের সম্মুখীন হয়। নতুন এক গবেষণায় এই এআই চ্যাটবট সম্পর্কে এসব তথ্য জানা যায়।
১৭ ঘণ্টা আগেআসন্ন আইফোন ১৭ প্রো ম্যাক্সের বেশ কিছু ফিচার ফাঁস হয়েছে। প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে এসব ফিচার। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে ফোনটি স্মার্টফোনের দুনিয়ায় নতুন এক বিপ্লব সৃষ্টি করতে পারে। আইফোন ১৭ প্রো ম্যাক্স ছাড়াও আইফোন ১৭ ‘এয়ার’ নামক...
১৭ ঘণ্টা আগেদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির দুই ইলেকট্রিক বাইক এনেছে জনপ্রিয় ব্র্যান্ড ‘রিভো। ‘এ ১০’ এবং ‘এ ১২’ নামের মডেলগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় যথাক্রমে ৩৫ ও ৪৭ কিলোমিটার। উভয় বাইক–ই দৃষ্টিনন্দন, টেকসই। সেই সঙ্গে রয়েছে-অসাধারণ ব্যাটারি পারফরম্যান্স।
১৯ ঘণ্টা আগে