Ajker Patrika

বাংলাদেশের ফেসবুক গ্রুপগুলোকে ৩৮ লাখ টাকা অনুদান দেবে মেটা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের ফেসবুক গ্রুপগুলোকে ৩৮ লাখ টাকা অনুদান দেবে মেটা

দেশের ফেসবুক কমিউনিটি গ্রুপগুলোকে বড় অঙ্কের টাকা অনুদান দেবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩৮ লাখ টাকা। কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রামের আওতায় এর আগে বিশ্বের বিভিন্ন দেশের ফেসবুকভিত্তিক বড় বড় কমিউনিটি গ্রুপগুলোকে এমন অনুদান দেওয়া হলেও বাংলাদেশে এবারই প্রথম এমন উদ্যোগ নিয়েছে এই প্রযুক্তি প্রতিষ্ঠান। এছাড়া কমিউনিটি লিডারদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তারা তাদের কাজের ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও যোগাযোগেরও সুযোগ পাবেন। 

আজ বুধবার মেটার সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড কমিউনিটিজের প্রধান সিদ্ধার্থ স্বরূপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধার্থ বলেছেন, ‘দেখে ভালো লাগে যে, বাংলাদেশের মানুষ ফেসবুকে কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছেন। আমরা এসব উদ্ভাবনী বাংলাদেশি গ্রুপগুলোকে আমাদের কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি, আমাদের এই প্রোগ্রাম তাঁদের কমিউনিটিকে আরও ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করবে এবং তাঁদের লক্ষ্য পূরণে সহায়ক হবে।’

বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের আরও ৫টি দেশ সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের কমিউনিটি লিডাররা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এ জন্য থাকতে হবে একটি ফেসবুক গ্রুপ, যা এক বছরের বেশি সময় ধরে চালু আছে এবং সদস্যসংখ্যা হতে হবে ৫,০০০ এর বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত