নাথিং ফোন কোনো ব্র্যান্ডের নাম হতে পারে? হ্যাঁ হতে পারে এবং হয়েছেও। বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ান প্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই তাঁর আগের প্রতিষ্ঠান ছেড়ে শুরু করেছেন নতুন উদ্যোগ। আর তাঁর নতুন উদ্যোগের নাম নাথিং ফোন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ জুন ভারতে নাথিং ফোন তাদের প্রথম ফোন বাজারে ছেড়েছে। দারুণ ডিজাইন ও আউটলুক নিয়ে বাজারে আসছে বলে দাবি প্রতিষ্ঠানটির।
অনেকটা আইফোনের মতো শার্প এজড এই ফোনটি দেখতে স্বচ্ছ। প্রতিষ্ঠানটির দাবি, বাজারে নতুন কিছু আনার দর্শন থেকেই এমন ফোনের এমন নকশা করা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। ফোনটিতে রাখা হয়েছে দুটি ক্যামেরা। এ ছাড়া এর স্বচ্ছ আবরণের কারণে ফোনটির ভেতরে থাকা সব নাট-স্ক্রু দেখা যাবে বাইরে থেকে।
এই ফোনটির একটি দারুণ ফিচার হলো—ফোনটির ব্যাক পার্টে নোটিফিকেশন জানান দিতে রাখা হয়েছে এলইডি লাইট। নাথিং ফোন কর্তৃপক্ষ এই এলইডি লাইটের নাম রেখেছে, গ্লিফ ইন্টারফেস। ফোনটিতে নোটিফিকেশন আসা মাত্র পেছনের এই এলইডি লাইটটি জ্বলে উঠবে। আবার এই ফোনটিকে যখন কোনো ওয়ারলেস চার্জার দিয়ে চার্জ করা হবে তখনো এই এলইডি লাইটটি জ্বলে উঠবে। এ ছাড়া প্রতিবার ছবি তোলার সময়ও এই এলইডি লাইটি জ্বলবে জানানো হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
এ ছাড়া, ফোনটির ব্যাক পার্টের নিচের দিকে রয়েছে আরও একটি ছোট এলইডি লাইট। যখন কোনো ব্যবহারকারী তারযুক্ত চার্জার দিয়ে ফোনটি চার্জ করবেন তখন নিচের ছোট এলইডি লাইটটি জ্বলবে।
নাথিং ফোন কোনো ব্র্যান্ডের নাম হতে পারে? হ্যাঁ হতে পারে এবং হয়েছেও। বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ান প্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই তাঁর আগের প্রতিষ্ঠান ছেড়ে শুরু করেছেন নতুন উদ্যোগ। আর তাঁর নতুন উদ্যোগের নাম নাথিং ফোন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ জুন ভারতে নাথিং ফোন তাদের প্রথম ফোন বাজারে ছেড়েছে। দারুণ ডিজাইন ও আউটলুক নিয়ে বাজারে আসছে বলে দাবি প্রতিষ্ঠানটির।
অনেকটা আইফোনের মতো শার্প এজড এই ফোনটি দেখতে স্বচ্ছ। প্রতিষ্ঠানটির দাবি, বাজারে নতুন কিছু আনার দর্শন থেকেই এমন ফোনের এমন নকশা করা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। ফোনটিতে রাখা হয়েছে দুটি ক্যামেরা। এ ছাড়া এর স্বচ্ছ আবরণের কারণে ফোনটির ভেতরে থাকা সব নাট-স্ক্রু দেখা যাবে বাইরে থেকে।
এই ফোনটির একটি দারুণ ফিচার হলো—ফোনটির ব্যাক পার্টে নোটিফিকেশন জানান দিতে রাখা হয়েছে এলইডি লাইট। নাথিং ফোন কর্তৃপক্ষ এই এলইডি লাইটের নাম রেখেছে, গ্লিফ ইন্টারফেস। ফোনটিতে নোটিফিকেশন আসা মাত্র পেছনের এই এলইডি লাইটটি জ্বলে উঠবে। আবার এই ফোনটিকে যখন কোনো ওয়ারলেস চার্জার দিয়ে চার্জ করা হবে তখনো এই এলইডি লাইটটি জ্বলে উঠবে। এ ছাড়া প্রতিবার ছবি তোলার সময়ও এই এলইডি লাইটি জ্বলবে জানানো হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
এ ছাড়া, ফোনটির ব্যাক পার্টের নিচের দিকে রয়েছে আরও একটি ছোট এলইডি লাইট। যখন কোনো ব্যবহারকারী তারযুক্ত চার্জার দিয়ে ফোনটি চার্জ করবেন তখন নিচের ছোট এলইডি লাইটটি জ্বলবে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
২১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
২ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
২ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৩ দিন আগে