নাথিং ফোন কোনো ব্র্যান্ডের নাম হতে পারে? হ্যাঁ হতে পারে এবং হয়েছেও। বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ান প্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই তাঁর আগের প্রতিষ্ঠান ছেড়ে শুরু করেছেন নতুন উদ্যোগ। আর তাঁর নতুন উদ্যোগের নাম নাথিং ফোন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ জুন ভারতে নাথিং ফোন তাদের প্রথম ফোন বাজারে ছেড়েছে। দারুণ ডিজাইন ও আউটলুক নিয়ে বাজারে আসছে বলে দাবি প্রতিষ্ঠানটির।
অনেকটা আইফোনের মতো শার্প এজড এই ফোনটি দেখতে স্বচ্ছ। প্রতিষ্ঠানটির দাবি, বাজারে নতুন কিছু আনার দর্শন থেকেই এমন ফোনের এমন নকশা করা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। ফোনটিতে রাখা হয়েছে দুটি ক্যামেরা। এ ছাড়া এর স্বচ্ছ আবরণের কারণে ফোনটির ভেতরে থাকা সব নাট-স্ক্রু দেখা যাবে বাইরে থেকে।
এই ফোনটির একটি দারুণ ফিচার হলো—ফোনটির ব্যাক পার্টে নোটিফিকেশন জানান দিতে রাখা হয়েছে এলইডি লাইট। নাথিং ফোন কর্তৃপক্ষ এই এলইডি লাইটের নাম রেখেছে, গ্লিফ ইন্টারফেস। ফোনটিতে নোটিফিকেশন আসা মাত্র পেছনের এই এলইডি লাইটটি জ্বলে উঠবে। আবার এই ফোনটিকে যখন কোনো ওয়ারলেস চার্জার দিয়ে চার্জ করা হবে তখনো এই এলইডি লাইটটি জ্বলে উঠবে। এ ছাড়া প্রতিবার ছবি তোলার সময়ও এই এলইডি লাইটি জ্বলবে জানানো হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
এ ছাড়া, ফোনটির ব্যাক পার্টের নিচের দিকে রয়েছে আরও একটি ছোট এলইডি লাইট। যখন কোনো ব্যবহারকারী তারযুক্ত চার্জার দিয়ে ফোনটি চার্জ করবেন তখন নিচের ছোট এলইডি লাইটটি জ্বলবে।
নাথিং ফোন কোনো ব্র্যান্ডের নাম হতে পারে? হ্যাঁ হতে পারে এবং হয়েছেও। বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ান প্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই তাঁর আগের প্রতিষ্ঠান ছেড়ে শুরু করেছেন নতুন উদ্যোগ। আর তাঁর নতুন উদ্যোগের নাম নাথিং ফোন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ জুন ভারতে নাথিং ফোন তাদের প্রথম ফোন বাজারে ছেড়েছে। দারুণ ডিজাইন ও আউটলুক নিয়ে বাজারে আসছে বলে দাবি প্রতিষ্ঠানটির।
অনেকটা আইফোনের মতো শার্প এজড এই ফোনটি দেখতে স্বচ্ছ। প্রতিষ্ঠানটির দাবি, বাজারে নতুন কিছু আনার দর্শন থেকেই এমন ফোনের এমন নকশা করা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। ফোনটিতে রাখা হয়েছে দুটি ক্যামেরা। এ ছাড়া এর স্বচ্ছ আবরণের কারণে ফোনটির ভেতরে থাকা সব নাট-স্ক্রু দেখা যাবে বাইরে থেকে।
এই ফোনটির একটি দারুণ ফিচার হলো—ফোনটির ব্যাক পার্টে নোটিফিকেশন জানান দিতে রাখা হয়েছে এলইডি লাইট। নাথিং ফোন কর্তৃপক্ষ এই এলইডি লাইটের নাম রেখেছে, গ্লিফ ইন্টারফেস। ফোনটিতে নোটিফিকেশন আসা মাত্র পেছনের এই এলইডি লাইটটি জ্বলে উঠবে। আবার এই ফোনটিকে যখন কোনো ওয়ারলেস চার্জার দিয়ে চার্জ করা হবে তখনো এই এলইডি লাইটটি জ্বলে উঠবে। এ ছাড়া প্রতিবার ছবি তোলার সময়ও এই এলইডি লাইটি জ্বলবে জানানো হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
এ ছাড়া, ফোনটির ব্যাক পার্টের নিচের দিকে রয়েছে আরও একটি ছোট এলইডি লাইট। যখন কোনো ব্যবহারকারী তারযুক্ত চার্জার দিয়ে ফোনটি চার্জ করবেন তখন নিচের ছোট এলইডি লাইটটি জ্বলবে।
বিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
২ ঘণ্টা আগেটেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের কল পরিষেবার ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাস ও প্রতারণার মতো অপরাধে ব্যবহারকারীদের তথ্য রাশিয়ার আইন-শৃঙ্খলা বাহিনীকে না দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে কনটেন্ট নির্মাণ আর শুধু একক প্রচেষ্টা নয়। একাধিক ক্রিয়েটরের সহযোগিতায় সৃজনশীলতা আরও সমৃদ্ধ হয়। কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে পারস্পরিক সংযোগ ও কাজের সুবিধার্থে ইউটিউব চালু করেছে ‘কোলাবোরেশন ফিচার’।
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
২১ ঘণ্টা আগে