প্রযুক্তি ডেস্ক
অ্যান্ড্রয়েডের জন্য নতুন এক ফিচার এনেছে গুগল। ‘অটো-আর্কাইভিং’ নামের ফিচারটি অব্যবহৃত অ্যাপগুলোর ৬০ শতাংশেরও বেশি ডেটা মুছে ফোনের স্টোরেজ খালি রাখবে। ফলে ব্যবহারকারীদের অ্যাপ আনইনস্টলের হার কমবে এবং স্টোরেজের চিন্তা না করে নতুন অ্যাপ সহজেই ইনস্টল করতে পারবেন তাঁরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ডেভেলপারস ব্লগের এক পোস্টে গুগল জানিয়েছে, এই ফিচার কোনো ব্যবহারকারীর ডেটা সরাসরি মুছে দেবে না। এগুলো ব্যবহারকারীর ক্লাউডে সংরক্ষণ করবে।
ফোনের স্টোরেজ কম থাকা অবস্থায় নতুন অ্যাপ ইনস্টলের সময় নতুন এই ফিচার ব্যবহারের অপশন স্ক্রিনে ভেসে উঠবে। চাইলে তখন ফিচারটি চালু করা যাবে। ফিচারটি চালু হলে অব্যবহৃত ডেটা মোছার পাশাপাশি পারমিশন, অস্থায়ী ফাইল ও নোটিফিকেশন বন্ধ থাকবে।
এদিকে দুটি ডেভেলপার প্রিভিউ সংস্করণের পর এবার অ্যান্ড্রয়েড ১৪-এর পরিকল্পিত চারটি সর্বজনীন বেটা সংস্করণের প্রথমটি এনেছে গুগল। আগের সংস্করণগুলোর মতো এই বেটা সংস্করণও যে কেউ ইনস্টল করতে পারবেন। তবে ধারণা করা হচ্ছে, এই সংস্করণ ইনস্টল করতে হলে ‘পিক্সেল ৪এ ৫জি’র মতো সমর্থনযোগ্য ডিভাইস প্রয়োজন হবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আপাতত গুগলের পিক্সেল ফোনগুলোতেই এটি ইনস্টল করা যাবে। নতুন এই সংস্করণ মূলত অ্যাপ নির্মাতাদের কথা বিবেচনা করে আনা হয়েছে। যারা নতুন এই সংস্করণে নিজস্ব অ্যাপের পরীক্ষা করতে চান।
গত ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড ১৪-এর প্রথম ডেভেলপার প্রিভিউ চালু করে গুগল। পিক্সেল ৪-এ ও অন্যান্য ডিভাইসে এই সংস্করণ ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা। নতুন এই সংস্করণে থাকা বিভিন্ন সুবিধার মধ্যে অন্যতম একটি হলো প্রি-ইনস্টলড অ্যাপ মুছে ফেলার সুবিধা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকটাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকে ইনস্টল করে রাখা অ্যাপসের অধিকাংশই অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এসব অ্যাপের কিছু আনইনস্টল করা গেলেও সব অ্যাপ মুছে ফেলা বা আনইনস্টল করা সম্ভব হয় না। তবে অ্যান্ড্রয়েড ১৪-এ ‘অ্যাপস ইনস্টলড ইন দ্য ব্যাকগ্রাউন্ড’ নামের একটি গোপন মেন্যুর মাধ্যমে এই সমস্যা সমাধানের সুবিধা আনা হচ্ছে। তবে ভবিষ্যতে সরাসরি এই মেন্যু পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
গুগল জানিয়েছে, ডিভাইস উৎপাদনকারী ও তাদের সহযোগীদের কারণে স্মার্টফোনে আগে থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করা থাকে। মোবাইল ফোনে আগে থেকে ইনস্টল থাকা সব অ্যাপ থাকার প্রয়োজন নেই। ব্যবহারকারী চাইলে সেগুলো ডিলিট বা আনইনস্টল করতে পারবেন।
অ্যান্ড্রয়েডের জন্য নতুন এক ফিচার এনেছে গুগল। ‘অটো-আর্কাইভিং’ নামের ফিচারটি অব্যবহৃত অ্যাপগুলোর ৬০ শতাংশেরও বেশি ডেটা মুছে ফোনের স্টোরেজ খালি রাখবে। ফলে ব্যবহারকারীদের অ্যাপ আনইনস্টলের হার কমবে এবং স্টোরেজের চিন্তা না করে নতুন অ্যাপ সহজেই ইনস্টল করতে পারবেন তাঁরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ডেভেলপারস ব্লগের এক পোস্টে গুগল জানিয়েছে, এই ফিচার কোনো ব্যবহারকারীর ডেটা সরাসরি মুছে দেবে না। এগুলো ব্যবহারকারীর ক্লাউডে সংরক্ষণ করবে।
ফোনের স্টোরেজ কম থাকা অবস্থায় নতুন অ্যাপ ইনস্টলের সময় নতুন এই ফিচার ব্যবহারের অপশন স্ক্রিনে ভেসে উঠবে। চাইলে তখন ফিচারটি চালু করা যাবে। ফিচারটি চালু হলে অব্যবহৃত ডেটা মোছার পাশাপাশি পারমিশন, অস্থায়ী ফাইল ও নোটিফিকেশন বন্ধ থাকবে।
এদিকে দুটি ডেভেলপার প্রিভিউ সংস্করণের পর এবার অ্যান্ড্রয়েড ১৪-এর পরিকল্পিত চারটি সর্বজনীন বেটা সংস্করণের প্রথমটি এনেছে গুগল। আগের সংস্করণগুলোর মতো এই বেটা সংস্করণও যে কেউ ইনস্টল করতে পারবেন। তবে ধারণা করা হচ্ছে, এই সংস্করণ ইনস্টল করতে হলে ‘পিক্সেল ৪এ ৫জি’র মতো সমর্থনযোগ্য ডিভাইস প্রয়োজন হবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আপাতত গুগলের পিক্সেল ফোনগুলোতেই এটি ইনস্টল করা যাবে। নতুন এই সংস্করণ মূলত অ্যাপ নির্মাতাদের কথা বিবেচনা করে আনা হয়েছে। যারা নতুন এই সংস্করণে নিজস্ব অ্যাপের পরীক্ষা করতে চান।
গত ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড ১৪-এর প্রথম ডেভেলপার প্রিভিউ চালু করে গুগল। পিক্সেল ৪-এ ও অন্যান্য ডিভাইসে এই সংস্করণ ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা। নতুন এই সংস্করণে থাকা বিভিন্ন সুবিধার মধ্যে অন্যতম একটি হলো প্রি-ইনস্টলড অ্যাপ মুছে ফেলার সুবিধা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকটাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকে ইনস্টল করে রাখা অ্যাপসের অধিকাংশই অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এসব অ্যাপের কিছু আনইনস্টল করা গেলেও সব অ্যাপ মুছে ফেলা বা আনইনস্টল করা সম্ভব হয় না। তবে অ্যান্ড্রয়েড ১৪-এ ‘অ্যাপস ইনস্টলড ইন দ্য ব্যাকগ্রাউন্ড’ নামের একটি গোপন মেন্যুর মাধ্যমে এই সমস্যা সমাধানের সুবিধা আনা হচ্ছে। তবে ভবিষ্যতে সরাসরি এই মেন্যু পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
গুগল জানিয়েছে, ডিভাইস উৎপাদনকারী ও তাদের সহযোগীদের কারণে স্মার্টফোনে আগে থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করা থাকে। মোবাইল ফোনে আগে থেকে ইনস্টল থাকা সব অ্যাপ থাকার প্রয়োজন নেই। ব্যবহারকারী চাইলে সেগুলো ডিলিট বা আনইনস্টল করতে পারবেন।
বিশ্বের দ্রুততম ফ্ল্যাশ মেমোরি উদ্ভাবন করে নতুন মাইলফলক স্থাপন করেছেন চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা এমন এক ধরনের নতুন নন-ভোলাটাইল মেমোরি তৈরি করেছেন, যা মাত্র ৪০০ পিকোসেকেন্ডে ডেটা রিড ও রাইট করতে পারে।
১ ঘণ্টা আগেমার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
২ ঘণ্টা আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
২০ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগে