প্রশ্নের উত্তর পড়ে শোনানোর জন্য চ্যাটজিপিটিতে ‘রিড অ্যালাউড’ নামের নতুন ফিচার যুক্ত করল ওপেনএআই। চ্যাটবটটির কাছে কোনো কিছু জানতে চাওয়া হলে কৃত্রিম কণ্ঠে উচ্চস্বরে উত্তর পড়ে শোনাবে চ্যাটজিপিটি। এই ফিচারের বেশি সুবিধা পাবে দৃষ্টিশক্তিহীন ব্যক্তিরা।
২০২৩ সালে সেপ্টেম্বরে উন্মোচন করা ভয়েস ফিচার থেকে রিড অ্যালাউড ভিন্নভাবে কাজ করবে। এআই মডেলের মাল্টিমোডাল ক্ষমতা ব্যবহার করবে এই নতুন ফিচার। মাল্টিমোডাল ক্ষমতার মাধ্যমে টেক্সট, ছবি ও ভয়েসের মতো কনটেন্ট এআই মডেলে ইনপুট করা যায়।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের ওপেনএআইয়ের মূল অ্যাকাউন্ট থেকে চ্যাটজিপিটির নতুন ফিচারটি নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। কোম্পানিটি বলছে, চ্যাটজিপিটি এখন উত্তর পড়ে শোনাতে পারবে।
চ্যাটজিপিটির আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপসহ ওয়েব সংস্করণেও ফিচারটি ব্যবহার করা যাবে। রিড অ্যালাউড চ্যাটজিপিটি প্লাস ৪.০ সংস্করণ ও চ্যাটজিপিটি ৩.৫ সংস্করণেও ব্যবহার করা যাবে। এই ফিচার ব্যবহারের জন্য চ্যাটের মেসেজকে ট্যাপ করে ধরে রাখার পর ‘রিড অ্যালাউড’ অপশনে ট্যাপ করতে হবে।
রিড অ্যালাউড ফিচারটি ৩৭টি ভাষায় চ্যাট পড়ে শোনাতে পারবে। তবে স্বয়ংক্রিয়ভাবে ভাষা চিহ্নিত করার জন্য টেক্সটের ভাষাকেই ব্যবহার করবে। অর্থাৎ ইংরেজি টেক্সটে কোনো উত্তর তৈরি করে দিলে সেই ভাষায় জোরে জোরে টেক্সট পড়ে শোনাবে চ্যাটজিপিটি।
এই ফিচার ভয়েস চ্যাট ফিচারের মতো হলেও এটি ভিন্ন টেক্সট–টু–স্পিচ ফাংশন ব্যবহার করে। ভয়েস চ্যাটে শুধু ভয়েসের মাধ্যমে প্রশ্ন করা যায় ও উত্তর দেওয়া হয়। কথোপকথন শেষ না হওয়া পর্যন্ত কোনো টেক্সটভিত্তিক উত্তর দেখা যায় না। অপরদিকে রিড অ্যালাউড ফিচারে চ্যাটিং টেক্সটের মাধ্যমে হয়ে থাকে এবং চ্যাটের টেক্সট কৃত্রিম ভয়েসে শুনতে চান না কি তা ব্যবহারকারীরাই নির্ধারণ করতে পারবে। ব্যস্ততার সময় ফোনের দিকে না তাকিয়ে উত্তর জানার জন্য ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবে।
নতুন নতুন বেশ কয়েকটি ফিচার নিয়ে আসার জন্য ওপেনএআই কাজ করছে। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েডের চ্যাটজিপিটি অ্যাপের জন্য একটি নতুন হোম স্ক্রিন উইজেট আনবে কোম্পানিটি। টেক্সটভিত্তিক মেসেজ পাঠানো, ছবি আপলোড, কণ্ঠের মাধ্যমে জিজ্ঞাসা বা ভয়েস চ্যাটের মতো বিভিন্ন কাজ এই উইজেটের শর্টকাটগুলোর মাধ্যমে করা যাবে।
প্রশ্নের উত্তর পড়ে শোনানোর জন্য চ্যাটজিপিটিতে ‘রিড অ্যালাউড’ নামের নতুন ফিচার যুক্ত করল ওপেনএআই। চ্যাটবটটির কাছে কোনো কিছু জানতে চাওয়া হলে কৃত্রিম কণ্ঠে উচ্চস্বরে উত্তর পড়ে শোনাবে চ্যাটজিপিটি। এই ফিচারের বেশি সুবিধা পাবে দৃষ্টিশক্তিহীন ব্যক্তিরা।
২০২৩ সালে সেপ্টেম্বরে উন্মোচন করা ভয়েস ফিচার থেকে রিড অ্যালাউড ভিন্নভাবে কাজ করবে। এআই মডেলের মাল্টিমোডাল ক্ষমতা ব্যবহার করবে এই নতুন ফিচার। মাল্টিমোডাল ক্ষমতার মাধ্যমে টেক্সট, ছবি ও ভয়েসের মতো কনটেন্ট এআই মডেলে ইনপুট করা যায়।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের ওপেনএআইয়ের মূল অ্যাকাউন্ট থেকে চ্যাটজিপিটির নতুন ফিচারটি নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। কোম্পানিটি বলছে, চ্যাটজিপিটি এখন উত্তর পড়ে শোনাতে পারবে।
চ্যাটজিপিটির আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপসহ ওয়েব সংস্করণেও ফিচারটি ব্যবহার করা যাবে। রিড অ্যালাউড চ্যাটজিপিটি প্লাস ৪.০ সংস্করণ ও চ্যাটজিপিটি ৩.৫ সংস্করণেও ব্যবহার করা যাবে। এই ফিচার ব্যবহারের জন্য চ্যাটের মেসেজকে ট্যাপ করে ধরে রাখার পর ‘রিড অ্যালাউড’ অপশনে ট্যাপ করতে হবে।
রিড অ্যালাউড ফিচারটি ৩৭টি ভাষায় চ্যাট পড়ে শোনাতে পারবে। তবে স্বয়ংক্রিয়ভাবে ভাষা চিহ্নিত করার জন্য টেক্সটের ভাষাকেই ব্যবহার করবে। অর্থাৎ ইংরেজি টেক্সটে কোনো উত্তর তৈরি করে দিলে সেই ভাষায় জোরে জোরে টেক্সট পড়ে শোনাবে চ্যাটজিপিটি।
এই ফিচার ভয়েস চ্যাট ফিচারের মতো হলেও এটি ভিন্ন টেক্সট–টু–স্পিচ ফাংশন ব্যবহার করে। ভয়েস চ্যাটে শুধু ভয়েসের মাধ্যমে প্রশ্ন করা যায় ও উত্তর দেওয়া হয়। কথোপকথন শেষ না হওয়া পর্যন্ত কোনো টেক্সটভিত্তিক উত্তর দেখা যায় না। অপরদিকে রিড অ্যালাউড ফিচারে চ্যাটিং টেক্সটের মাধ্যমে হয়ে থাকে এবং চ্যাটের টেক্সট কৃত্রিম ভয়েসে শুনতে চান না কি তা ব্যবহারকারীরাই নির্ধারণ করতে পারবে। ব্যস্ততার সময় ফোনের দিকে না তাকিয়ে উত্তর জানার জন্য ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবে।
নতুন নতুন বেশ কয়েকটি ফিচার নিয়ে আসার জন্য ওপেনএআই কাজ করছে। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েডের চ্যাটজিপিটি অ্যাপের জন্য একটি নতুন হোম স্ক্রিন উইজেট আনবে কোম্পানিটি। টেক্সটভিত্তিক মেসেজ পাঠানো, ছবি আপলোড, কণ্ঠের মাধ্যমে জিজ্ঞাসা বা ভয়েস চ্যাটের মতো বিভিন্ন কাজ এই উইজেটের শর্টকাটগুলোর মাধ্যমে করা যাবে।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে