Ajker Patrika

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ফ্যাক্ট-চেকিং ফিচার আনছে গুগল বার্ড

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ফ্যাক্ট-চেকিং ফিচার আনছে গুগল বার্ড

চ্যাটবটের বাজারে চ্যাটজিপিটিকে টেক্কা দিতে নতুন ফিচার আনছে গুগল বার্ড। তথ্য যাচাই-বাছাইয়ের পাশাপাশি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে উত্তর দেবে বার্ড। এজন্য নতুন ভার্সনে ফ্যাক্ট-চেকিং ফিচার যুক্ত হচ্ছে বলে গত মঙ্গলবার ঘোষণা দিয়েছে গুগল।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, আগের ভার্সনে বার্ডের নির্দেশনা বোঝা ও কার্যকর করার ক্ষমতা সীমিত ছিল। আপডেটের মাধ্যমে এই সীমিত কার্যক্রমের সম্প্রসারণ করা হয়েছে। 

মাইক্রোসফট সমর্থিত ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির সঙ্গে আধিপত্য বিস্তারের যুদ্ধে রয়েছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। সবচেয়ে দ্রুত বর্ধনশীল চ্যাটবট প্ল্যাটফর্ম চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ ৩০ ওয়েবসাইটের অন্যতম।

ওয়েব ট্রাফিক ও পারফরম্যান্সে বিশেষজ্ঞ সিমিলারওয়েব বলছে, চ্যাটজিপিটির তুলনায় গুগল বার্ড অনেক পিছিয়ে রয়েছে। গত আগস্টে বার্ড ওয়েবসাইটে এক হাজার ৮৩০ লাখ ব্যবহারকারী প্রবেশ করে যা চ্যাটজিপিটির মাত্র ১৩ শতাংশ। 

এআই প্রযুক্তিতে নিজের অবস্থান আরও জোরদার করতে চায় গুগল। গুগলের অন্যান্য পণ্য থেকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য খুঁজে পেতে সাহায্য করবে বার্ডের নতুন এক্সটেনশন। উদাহরণস্বরূপ ব্যবহারকারীরা বার্ডকে গুগল ড্রাইভ ও ডকসে তাদের ফাইলের সন্ধানের নির্দেশনা দিতে পারবে। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে। জিমেইলের ইনবক্সের বিষয়বস্তুর সারসংক্ষেপও বলতে পারবে বার্ড। 
 
গুগল বলছে, ম্যাপ, ইউটিউব, হোটেল ও ফ্লাইটের সময়ের মত তাৎক্ষণিক তথ্য বার্ড দিতে পারে। বার্ড আরও পেশাদার ও দক্ষতার সঙ্গে প্রায় সব ভাষায় চ্যাট করতে পারবে।

আপাতত, বার্ড ব্যবহারকারীরা শুধুমাত্র গুগলের নিজস্ব অ্যাপ থেকে এই ধরনের তথ্য পেতে পারেন। তবে কোম্পানি দাবি করেছে, তাদের পরিষেবাগুলি বহিরাগত ব্যবসার সঙ্গে কাজ করছে। 

সেপ্টেম্বরের ২৭ তারিখে গুগলের ২৫ বছর পূর্ণ হবে। এজন্য প্রযুক্তিগত ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসছে গুগল। 

অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, কোম্পানিটির লক্ষ হচ্ছে ‘বিশ্বের তথ্য সংগঠিত করা ও সর্বজনীন ব্যবহারের উপযোগী করে তোলা। তিনি আরও বলেন, এআইয়ের মাধ্যমে এখন সবকিছু বড় পরিসরে করা যাবে। এটি প্রযুক্তির মৌলিক পরিবর্তন ও মানুষের বুদ্ধিমত্তার পরিচয় দেয়। 

গত কয়েক মাস ধরে জিমেইল, ইউটিউব ও অন্যান্য অপারেটিং সিস্টেমে গুগল এআই প্রযুক্তি যুক্ত করেছে, যা অ্যাপলের আইফোনের সঙ্গে প্রতিযোগিতা করে এমন ডিভাইসগুলিকে শক্তি দেয়। 

জুলাই মাসে আরবি ভাষায় বার্ড চালু করেছে গুগল। এটি আরবি ভাষাভাষীদের সৃজনশীল সম্ভাবনাকে কাজে লাগাতে ও উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। 

কোম্পানিটি সম্প্রতি দোহাতে একটি ক্লাউড সেটআপ ঘোষণা করেছে,  যা বিশ্বব্যাপী ২০০ টিরও বেশি দেশ ও অঞ্চলে একটি গ্লোবাল নেটওয়ার্কের তৈরি করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত