মাহিন আলম
ছবি তুলতে ভালোবাসেন অনেকেই। কিন্তু সেই সব ছবি যে বিক্রি করা যায়, সে কথা জানেন না বেশির ভাগ মানুষ। হ্যাঁ, ফটোগ্রাফি এখন আয়ের একটি মাধ্যমও বটে।
শখ যদি রোজগারের মাধ্যম হয়, সেটা হয় ভালো লাগার বিষয়। শখ করে তোলা ছবি বিক্রির অনেক ওয়েবসাইট আছে। এগুলোর মধ্যে অন্যতম অনলাইন স্টক ইমেজ ওয়েবসাইট। এ ধরনের অনেক ওয়েবসাইটের মধ্যে অ্যাডব স্টক একটি নামকরা ওয়েবসাইট। মানুষ এখানে বিভিন্ন ধরনের প্রিমিয়াম ইমেজ কিনতে আসে। এখানে একটি অ্যাকাউন্ট খুলে ছবিগুলো আপলোড করে বিক্রি করার জন্য দিতে পারেন। এ ছাড়া ছবি বিক্রির জন্য বিগ স্টক ফটো, শাটার স্টক, আই স্টক ফটোর মতো ওয়েবসাইটগুলোও বেশ জনপ্রিয়।
প্রযুক্তির এই যুগে একটি মানসম্মত ছবির অনেক চাহিদা। বিভিন্ন প্রতিষ্ঠান, ওয়েবসাইটের মালিক, ব্লগার কিংবা অনলাইন ব্যবসায়ীরা বিজ্ঞাপন, প্যাকেজিং, প্রমোশন, রাইটিং, ব্র্যান্ডিং, ডিজাইন ইত্যাদি কাজে মানসম্মত ও কপিরাইট ফ্রি ছবি খোঁজেন। তাঁরা ছবি তোলার জন্য সময় নষ্ট না করে অনেক সময় বিভিন্ন সাইট থেকে ছবি ও কপিরাইট কিনে নেন। তাই স্টক ইমেজ ওয়েবসাইটে আপনার তোলা মানসম্মত শখের ছবিগুলো যথাযথ মূল্য পেতে পারে।
কীভাবে ছবি আপলোড করবেন
স্টক ইমেজ ওয়েবসাইট থেকে আয় করতে হলে একটি বিশ্বস্ত ওয়েবসাইট বাছাই করতে হবে। আর সেখানে সাইনআপ করে নিতে হবে। স্টক ইমেজ ওয়েবসাইটে সাইনআপ করতে সেল ইমেজ অথবা সাবমিট ইমেজ অপশনে যেতে হবে। এরপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি খুবই সহজ। আপনার আসল নাম, সব সময় ব্যবহার হবে তেমন একটি নাম, একটি ভেরিফায়েড ই-মেইল অ্যাড্রেস ও একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন।
আয়
আপলোড করা ছবির গুণগত মানের ওপর নির্ভর করবে আয়। প্রতিদিন কত ছবি আপলোড করছেন এবং তা কেমন ডাউনলোড হচ্ছে, তার ওপরও আয় নির্ভর করে। অ্যাডব স্টক ছবিপ্রতি ৩৩ শতাংশ কমিশন বা প্রতি ছবির জন্য শতকরা ৩৩ টাকা করে দিয়ে থাকে। অন্যান্য ওয়েবসাইট থেকে প্রতি ছবি ডাউনলোডের জন্য ২৫ থেকে ৩০ সেন্ট পাওয়া যায়। তবে এখানে আয় করার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। বিষয়টি নির্ভর করছে আপনার দক্ষতার ওপর।
ছবি তুলতে ভালোবাসেন অনেকেই। কিন্তু সেই সব ছবি যে বিক্রি করা যায়, সে কথা জানেন না বেশির ভাগ মানুষ। হ্যাঁ, ফটোগ্রাফি এখন আয়ের একটি মাধ্যমও বটে।
শখ যদি রোজগারের মাধ্যম হয়, সেটা হয় ভালো লাগার বিষয়। শখ করে তোলা ছবি বিক্রির অনেক ওয়েবসাইট আছে। এগুলোর মধ্যে অন্যতম অনলাইন স্টক ইমেজ ওয়েবসাইট। এ ধরনের অনেক ওয়েবসাইটের মধ্যে অ্যাডব স্টক একটি নামকরা ওয়েবসাইট। মানুষ এখানে বিভিন্ন ধরনের প্রিমিয়াম ইমেজ কিনতে আসে। এখানে একটি অ্যাকাউন্ট খুলে ছবিগুলো আপলোড করে বিক্রি করার জন্য দিতে পারেন। এ ছাড়া ছবি বিক্রির জন্য বিগ স্টক ফটো, শাটার স্টক, আই স্টক ফটোর মতো ওয়েবসাইটগুলোও বেশ জনপ্রিয়।
প্রযুক্তির এই যুগে একটি মানসম্মত ছবির অনেক চাহিদা। বিভিন্ন প্রতিষ্ঠান, ওয়েবসাইটের মালিক, ব্লগার কিংবা অনলাইন ব্যবসায়ীরা বিজ্ঞাপন, প্যাকেজিং, প্রমোশন, রাইটিং, ব্র্যান্ডিং, ডিজাইন ইত্যাদি কাজে মানসম্মত ও কপিরাইট ফ্রি ছবি খোঁজেন। তাঁরা ছবি তোলার জন্য সময় নষ্ট না করে অনেক সময় বিভিন্ন সাইট থেকে ছবি ও কপিরাইট কিনে নেন। তাই স্টক ইমেজ ওয়েবসাইটে আপনার তোলা মানসম্মত শখের ছবিগুলো যথাযথ মূল্য পেতে পারে।
কীভাবে ছবি আপলোড করবেন
স্টক ইমেজ ওয়েবসাইট থেকে আয় করতে হলে একটি বিশ্বস্ত ওয়েবসাইট বাছাই করতে হবে। আর সেখানে সাইনআপ করে নিতে হবে। স্টক ইমেজ ওয়েবসাইটে সাইনআপ করতে সেল ইমেজ অথবা সাবমিট ইমেজ অপশনে যেতে হবে। এরপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি খুবই সহজ। আপনার আসল নাম, সব সময় ব্যবহার হবে তেমন একটি নাম, একটি ভেরিফায়েড ই-মেইল অ্যাড্রেস ও একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন।
আয়
আপলোড করা ছবির গুণগত মানের ওপর নির্ভর করবে আয়। প্রতিদিন কত ছবি আপলোড করছেন এবং তা কেমন ডাউনলোড হচ্ছে, তার ওপরও আয় নির্ভর করে। অ্যাডব স্টক ছবিপ্রতি ৩৩ শতাংশ কমিশন বা প্রতি ছবির জন্য শতকরা ৩৩ টাকা করে দিয়ে থাকে। অন্যান্য ওয়েবসাইট থেকে প্রতি ছবি ডাউনলোডের জন্য ২৫ থেকে ৩০ সেন্ট পাওয়া যায়। তবে এখানে আয় করার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। বিষয়টি নির্ভর করছে আপনার দক্ষতার ওপর।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
২ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
২ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৪ দিন আগে