মাহিন আলম
ছবি তুলতে ভালোবাসেন অনেকেই। কিন্তু সেই সব ছবি যে বিক্রি করা যায়, সে কথা জানেন না বেশির ভাগ মানুষ। হ্যাঁ, ফটোগ্রাফি এখন আয়ের একটি মাধ্যমও বটে।
শখ যদি রোজগারের মাধ্যম হয়, সেটা হয় ভালো লাগার বিষয়। শখ করে তোলা ছবি বিক্রির অনেক ওয়েবসাইট আছে। এগুলোর মধ্যে অন্যতম অনলাইন স্টক ইমেজ ওয়েবসাইট। এ ধরনের অনেক ওয়েবসাইটের মধ্যে অ্যাডব স্টক একটি নামকরা ওয়েবসাইট। মানুষ এখানে বিভিন্ন ধরনের প্রিমিয়াম ইমেজ কিনতে আসে। এখানে একটি অ্যাকাউন্ট খুলে ছবিগুলো আপলোড করে বিক্রি করার জন্য দিতে পারেন। এ ছাড়া ছবি বিক্রির জন্য বিগ স্টক ফটো, শাটার স্টক, আই স্টক ফটোর মতো ওয়েবসাইটগুলোও বেশ জনপ্রিয়।
প্রযুক্তির এই যুগে একটি মানসম্মত ছবির অনেক চাহিদা। বিভিন্ন প্রতিষ্ঠান, ওয়েবসাইটের মালিক, ব্লগার কিংবা অনলাইন ব্যবসায়ীরা বিজ্ঞাপন, প্যাকেজিং, প্রমোশন, রাইটিং, ব্র্যান্ডিং, ডিজাইন ইত্যাদি কাজে মানসম্মত ও কপিরাইট ফ্রি ছবি খোঁজেন। তাঁরা ছবি তোলার জন্য সময় নষ্ট না করে অনেক সময় বিভিন্ন সাইট থেকে ছবি ও কপিরাইট কিনে নেন। তাই স্টক ইমেজ ওয়েবসাইটে আপনার তোলা মানসম্মত শখের ছবিগুলো যথাযথ মূল্য পেতে পারে।
কীভাবে ছবি আপলোড করবেন
স্টক ইমেজ ওয়েবসাইট থেকে আয় করতে হলে একটি বিশ্বস্ত ওয়েবসাইট বাছাই করতে হবে। আর সেখানে সাইনআপ করে নিতে হবে। স্টক ইমেজ ওয়েবসাইটে সাইনআপ করতে সেল ইমেজ অথবা সাবমিট ইমেজ অপশনে যেতে হবে। এরপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি খুবই সহজ। আপনার আসল নাম, সব সময় ব্যবহার হবে তেমন একটি নাম, একটি ভেরিফায়েড ই-মেইল অ্যাড্রেস ও একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন।
আয়
আপলোড করা ছবির গুণগত মানের ওপর নির্ভর করবে আয়। প্রতিদিন কত ছবি আপলোড করছেন এবং তা কেমন ডাউনলোড হচ্ছে, তার ওপরও আয় নির্ভর করে। অ্যাডব স্টক ছবিপ্রতি ৩৩ শতাংশ কমিশন বা প্রতি ছবির জন্য শতকরা ৩৩ টাকা করে দিয়ে থাকে। অন্যান্য ওয়েবসাইট থেকে প্রতি ছবি ডাউনলোডের জন্য ২৫ থেকে ৩০ সেন্ট পাওয়া যায়। তবে এখানে আয় করার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। বিষয়টি নির্ভর করছে আপনার দক্ষতার ওপর।
ছবি তুলতে ভালোবাসেন অনেকেই। কিন্তু সেই সব ছবি যে বিক্রি করা যায়, সে কথা জানেন না বেশির ভাগ মানুষ। হ্যাঁ, ফটোগ্রাফি এখন আয়ের একটি মাধ্যমও বটে।
শখ যদি রোজগারের মাধ্যম হয়, সেটা হয় ভালো লাগার বিষয়। শখ করে তোলা ছবি বিক্রির অনেক ওয়েবসাইট আছে। এগুলোর মধ্যে অন্যতম অনলাইন স্টক ইমেজ ওয়েবসাইট। এ ধরনের অনেক ওয়েবসাইটের মধ্যে অ্যাডব স্টক একটি নামকরা ওয়েবসাইট। মানুষ এখানে বিভিন্ন ধরনের প্রিমিয়াম ইমেজ কিনতে আসে। এখানে একটি অ্যাকাউন্ট খুলে ছবিগুলো আপলোড করে বিক্রি করার জন্য দিতে পারেন। এ ছাড়া ছবি বিক্রির জন্য বিগ স্টক ফটো, শাটার স্টক, আই স্টক ফটোর মতো ওয়েবসাইটগুলোও বেশ জনপ্রিয়।
প্রযুক্তির এই যুগে একটি মানসম্মত ছবির অনেক চাহিদা। বিভিন্ন প্রতিষ্ঠান, ওয়েবসাইটের মালিক, ব্লগার কিংবা অনলাইন ব্যবসায়ীরা বিজ্ঞাপন, প্যাকেজিং, প্রমোশন, রাইটিং, ব্র্যান্ডিং, ডিজাইন ইত্যাদি কাজে মানসম্মত ও কপিরাইট ফ্রি ছবি খোঁজেন। তাঁরা ছবি তোলার জন্য সময় নষ্ট না করে অনেক সময় বিভিন্ন সাইট থেকে ছবি ও কপিরাইট কিনে নেন। তাই স্টক ইমেজ ওয়েবসাইটে আপনার তোলা মানসম্মত শখের ছবিগুলো যথাযথ মূল্য পেতে পারে।
কীভাবে ছবি আপলোড করবেন
স্টক ইমেজ ওয়েবসাইট থেকে আয় করতে হলে একটি বিশ্বস্ত ওয়েবসাইট বাছাই করতে হবে। আর সেখানে সাইনআপ করে নিতে হবে। স্টক ইমেজ ওয়েবসাইটে সাইনআপ করতে সেল ইমেজ অথবা সাবমিট ইমেজ অপশনে যেতে হবে। এরপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি খুবই সহজ। আপনার আসল নাম, সব সময় ব্যবহার হবে তেমন একটি নাম, একটি ভেরিফায়েড ই-মেইল অ্যাড্রেস ও একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন।
আয়
আপলোড করা ছবির গুণগত মানের ওপর নির্ভর করবে আয়। প্রতিদিন কত ছবি আপলোড করছেন এবং তা কেমন ডাউনলোড হচ্ছে, তার ওপরও আয় নির্ভর করে। অ্যাডব স্টক ছবিপ্রতি ৩৩ শতাংশ কমিশন বা প্রতি ছবির জন্য শতকরা ৩৩ টাকা করে দিয়ে থাকে। অন্যান্য ওয়েবসাইট থেকে প্রতি ছবি ডাউনলোডের জন্য ২৫ থেকে ৩০ সেন্ট পাওয়া যায়। তবে এখানে আয় করার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। বিষয়টি নির্ভর করছে আপনার দক্ষতার ওপর।
রিয়েলমি আবারও নতুন চমক নিয়ে আসছে। রিয়েলমি ‘সি ৭৫’ লাইনআপের আরও আধুনিক একটি ডিভাইস রিয়েলমি ‘সি ৭৫ এক্স’ দেশের বাজারে আসছে শিগগির।
১২ ঘণ্টা আগেবৈশ্বিক উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল প্রতীক্ষিত নোট ৫০ সিরিজ। এই সিরিজে তিনটি মডেল—নোট ৫০, নোট ৫০ প্রো এবং নোট ৫০ প্রো প্লাস—বিশেষভাবে তরুণ প্রজন্মের জন্য ডিজাইন করা হয়েছে।
১৫ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া হিসেবে প্রযুক্তি বিশ্বে একসময় একচ্ছত্র আধিপত্য ছিল ফেসবুকের। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর প্রাসঙ্গিকতা কমছে বলেই মনে করছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তবে ২০২২ সালে ফেসবুকের ব্যবহার বাড়াতে তিনি এক ‘উদ্ভট’ ধারণা দিয়েছিলেন—সবার বন্ধুতালিকা মুছে ফেলা!
১৫ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজের গ্রাফিকস কার্ড বাজারে আনার ঘোষণা দিয়েছে এনভিডিয়া। এই সিরিজে তিনটি আলাদা মডেল আসছে, যার মধ্যে আরটিএক্স ৫০৬০ টিআই-এর ১৬ জিবি ও ৮ জিবি সংস্করণ আজ থেকেই বিক্রি করা হবে। অন্যদিকে তুলনামূলক সস্তা আরটিএক্স ৫০৬০ (নন-টিআই) মডেলটি আগামী মে মাসে বাজারে আসবে
১৭ ঘণ্টা আগে