অনলাইন ডেস্ক
জিমেইল নিশ্চিত করেছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার অপরাধীরা হ্যাকিং চালাচ্ছে এবং তারা ইতিমধ্যে তাদের আড়াই শ কোটি ব্যবহারকারীকে সতর্ক করেছে।
রোববার ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার অপরাধীরা বিশ্বাসযোগ্য কলার আইডি ব্যবহার করে নিজেকে গুগল সাপোর্টের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে। এ ক্ষেত্রে তারা প্রথমে জিমেইল ব্যবহারকারী জানায় যে, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং তারা সেটি পুনরুদ্ধার করতে সহায়তা করছে। পরে তথাকথিত সেই ‘সাপোর্ট এজেন্ট’ ব্যবহারকারীর জিমেইল অ্যাকাউন্টে একটি ইমেইল পাঠায়। এই ইমেইলটিকে আসল বলেই মনে হয়। ইমেইলটির মাধ্যমে ব্যবহারকারীকে একটি রিকভারি কোড পাঠানো হয়, যা প্রতারণার মূল কৌশল।
জানা গেছে, ‘হ্যাক ক্লাব’-এর প্রতিষ্ঠাতা জ্যাক লাট্টা প্রথমে এই প্রতারণা বুঝতে পারেন। ফোর্বসকে তিনি বলেন, ‘ওনার কণ্ঠস্বর একেবারে প্রকৃত ইঞ্জিনিয়ারের মতো শোনাচ্ছিল। সংযোগ খুব পরিষ্কার ছিল, আর তার উচ্চারণও ছিল আমেরিকানদের মতো।’
সাইবার অপরাধীরা এই কৌশল ব্যবহার করে ব্যবহারকারীদের লগইন তথ্য হাতিয়ে নিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ স্পেনসার স্টারকি জানিয়েছেন, ‘হ্যাকারেরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল বের করছে। প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করতে হবে এবং প্রতিটি সাইবার হুমকির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ওয়াই কম্বিনেটর-এর প্রতিষ্ঠাতা গ্যারি ট্যান এক্স মাধ্যমে এই বিষয়ে একটি সতর্কবার্তা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘প্রতারকেরা বলে, আপনি জীবিত আছেন কি না তারা চেক করছে এবং কোনো আত্মীয় আপনার নামে ভুলভাবে মৃত্যু সনদ দাখিল করেছে কি না। এটি খুবই কৌশলী প্রতারণা, যাতে আপনি পাসওয়ার্ড পুনরুদ্ধারের অনুমতি দিয়ে ফেলেন।’
একই ধরনের অভিজ্ঞতা হয়েছিল মাইক্রোসফট সলিউশন কনসালটেন্ট স্যাম মিত্রোভিচের। তিনি এক ব্লগ পোস্টে লিখেছিলেন, ‘প্রথমে আমি একটি গুগল অ্যাকাউন্ট রিকভারি নোটিফিকেশন পাই। এক ঘণ্টা পর একটি ফোন কল আসে।’
প্রথমবার তিনি কলটি উপেক্ষা করেছিলেন স্যাম। কিন্তু দ্বিতীয়বার কল করলে তিনি এটি রিসিভ করেন। তিনি বলেন, ‘একটি আমেরিকান কণ্ঠস্বর ছিল, খুবই ভদ্র এবং পেশাদার শোনাচ্ছিল। তবে ফোন নম্বরটি ছিল অস্ট্রেলিয়ার।’
প্রতারক ব্যক্তি জানায়, স্যামের অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম হয়েছে এবং এটি জার্মানি থেকে লগইন করা হয়েছে কিনা জানতে চায়। এই পর্যায়ে স্যাম জানান, তিনি জার্মানিতে নেই। তবে কল করা ব্যক্তি তাঁকে জানান তাঁর মেইলটি এক সপ্তাহ ধরে কেউ ব্যবহার করছে।
বিষয়টি প্রথমে স্যাম বিশ্বাস করলেও পরে তিনি দেখতে পান, ফলো-আপ ইমেইলটির ঠিকানা সন্দেহজনক। তখন তিনি উত্তর দেওয়া বন্ধ করে দেন।
উদ্ভূত পরিস্থিতিতে ফোর্বসের একটি প্রতিবেদনে জিমেইল ব্যবহারকারীদের জন্য সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, কোনো অচেনা কল পেলে ধৈর্য ধরুন ও কল কেটে দিন। গুগল কখনোই সরাসরি কল করে না, তাই গুগল সাপোর্ট থেকে আসা ফোন কলকে বিশ্বাস করবেন না। জিমেইলের ‘রিসেন্ট অ্যাকটিভিটি অপশন থেকে অ্যাকাউন্ট লগইনের তথ্য চেক করুন। ফোন নম্বর যাচাই করার জন্য গুগল সার্চ ব্যবহার করুন। রিসেট কোড বা অন্য কোনো তথ্য শেয়ার করবেন না।
আরও বলা হয়েছে—আপনার জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে দুই স্তরের নিরাপত্তা চালু আছে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং অজানা লিংকে ক্লিক না করা জরুরি।
জিমেইল নিশ্চিত করেছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার অপরাধীরা হ্যাকিং চালাচ্ছে এবং তারা ইতিমধ্যে তাদের আড়াই শ কোটি ব্যবহারকারীকে সতর্ক করেছে।
রোববার ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার অপরাধীরা বিশ্বাসযোগ্য কলার আইডি ব্যবহার করে নিজেকে গুগল সাপোর্টের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে। এ ক্ষেত্রে তারা প্রথমে জিমেইল ব্যবহারকারী জানায় যে, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং তারা সেটি পুনরুদ্ধার করতে সহায়তা করছে। পরে তথাকথিত সেই ‘সাপোর্ট এজেন্ট’ ব্যবহারকারীর জিমেইল অ্যাকাউন্টে একটি ইমেইল পাঠায়। এই ইমেইলটিকে আসল বলেই মনে হয়। ইমেইলটির মাধ্যমে ব্যবহারকারীকে একটি রিকভারি কোড পাঠানো হয়, যা প্রতারণার মূল কৌশল।
জানা গেছে, ‘হ্যাক ক্লাব’-এর প্রতিষ্ঠাতা জ্যাক লাট্টা প্রথমে এই প্রতারণা বুঝতে পারেন। ফোর্বসকে তিনি বলেন, ‘ওনার কণ্ঠস্বর একেবারে প্রকৃত ইঞ্জিনিয়ারের মতো শোনাচ্ছিল। সংযোগ খুব পরিষ্কার ছিল, আর তার উচ্চারণও ছিল আমেরিকানদের মতো।’
সাইবার অপরাধীরা এই কৌশল ব্যবহার করে ব্যবহারকারীদের লগইন তথ্য হাতিয়ে নিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ স্পেনসার স্টারকি জানিয়েছেন, ‘হ্যাকারেরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল বের করছে। প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করতে হবে এবং প্রতিটি সাইবার হুমকির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ওয়াই কম্বিনেটর-এর প্রতিষ্ঠাতা গ্যারি ট্যান এক্স মাধ্যমে এই বিষয়ে একটি সতর্কবার্তা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘প্রতারকেরা বলে, আপনি জীবিত আছেন কি না তারা চেক করছে এবং কোনো আত্মীয় আপনার নামে ভুলভাবে মৃত্যু সনদ দাখিল করেছে কি না। এটি খুবই কৌশলী প্রতারণা, যাতে আপনি পাসওয়ার্ড পুনরুদ্ধারের অনুমতি দিয়ে ফেলেন।’
একই ধরনের অভিজ্ঞতা হয়েছিল মাইক্রোসফট সলিউশন কনসালটেন্ট স্যাম মিত্রোভিচের। তিনি এক ব্লগ পোস্টে লিখেছিলেন, ‘প্রথমে আমি একটি গুগল অ্যাকাউন্ট রিকভারি নোটিফিকেশন পাই। এক ঘণ্টা পর একটি ফোন কল আসে।’
প্রথমবার তিনি কলটি উপেক্ষা করেছিলেন স্যাম। কিন্তু দ্বিতীয়বার কল করলে তিনি এটি রিসিভ করেন। তিনি বলেন, ‘একটি আমেরিকান কণ্ঠস্বর ছিল, খুবই ভদ্র এবং পেশাদার শোনাচ্ছিল। তবে ফোন নম্বরটি ছিল অস্ট্রেলিয়ার।’
প্রতারক ব্যক্তি জানায়, স্যামের অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম হয়েছে এবং এটি জার্মানি থেকে লগইন করা হয়েছে কিনা জানতে চায়। এই পর্যায়ে স্যাম জানান, তিনি জার্মানিতে নেই। তবে কল করা ব্যক্তি তাঁকে জানান তাঁর মেইলটি এক সপ্তাহ ধরে কেউ ব্যবহার করছে।
বিষয়টি প্রথমে স্যাম বিশ্বাস করলেও পরে তিনি দেখতে পান, ফলো-আপ ইমেইলটির ঠিকানা সন্দেহজনক। তখন তিনি উত্তর দেওয়া বন্ধ করে দেন।
উদ্ভূত পরিস্থিতিতে ফোর্বসের একটি প্রতিবেদনে জিমেইল ব্যবহারকারীদের জন্য সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, কোনো অচেনা কল পেলে ধৈর্য ধরুন ও কল কেটে দিন। গুগল কখনোই সরাসরি কল করে না, তাই গুগল সাপোর্ট থেকে আসা ফোন কলকে বিশ্বাস করবেন না। জিমেইলের ‘রিসেন্ট অ্যাকটিভিটি অপশন থেকে অ্যাকাউন্ট লগইনের তথ্য চেক করুন। ফোন নম্বর যাচাই করার জন্য গুগল সার্চ ব্যবহার করুন। রিসেট কোড বা অন্য কোনো তথ্য শেয়ার করবেন না।
আরও বলা হয়েছে—আপনার জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে দুই স্তরের নিরাপত্তা চালু আছে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং অজানা লিংকে ক্লিক না করা জরুরি।
স্মার্টফোন ব্র্যান্ড অপো এবার বাংলাদেশের বাজারে আনছে রেনো ১৩ সিরিজ। শিগগিরই দেশে উন্মোচন হতে যাচ্ছে এ সিরিজের স্মার্টফোন। প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের অভিজ্ঞতাই বদলে দিতে পারে! বাটারফ্লাই শ্যাডো এবং লুম
৮ ঘণ্টা আগেইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১ দিন আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১ দিন আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১ দিন আগে