Ajker Patrika

ফোনে পানি ঢুকলে যা করবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফোনে পানি ঢুকলে যা করবেন

আজকাল স্মার্টফোন ব্যবহার করে প্রায় সবাই। অসতর্ক থাকলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এসব দুর্ঘটনার মধ্যে একটি হলো ফোন পানিতে পড়ে যাওয়া বা বৃষ্টিতে ভিজে যাওয়া। যে কারণেই হোক না কেন, পানিতে ভিজে গেলে ফোনটি পুনরায় ব্যবহারের সময় পড়তে হয় নানা বিড়ম্বনায়। এ কারণে হতে পারে ফোনের নানা রকম অভ্যন্তরীণ ক্ষতি, ডিসপ্লে এবং টাচস্ক্রিন অকেজো হওয়ার মতো কোনো সমস্যা। কখনো ফোনটি চালু না হওয়ারও আশঙ্কা থাকে। এসব দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক কিছু কাজ বাঁচিয়ে দিতে পারে প্রিয় ফোনটি।

ফোনের সুইচ বন্ধ করতে হবে
ফোনে পানি ঢুকলে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। সেটা না করে যত দ্রুত সম্ভব পানিতে ডুবে যাওয়া বা বৃষ্টির পানিতে ভেজা ফোনটি শুকনো কাপড়ে মুছে নিয়ে পাওয়ার সুইচটি বন্ধ করে দিন। এতে ক্ষতির পরিমাণ কম হবে। এরপর কেস খুলে ফেলতে হবে। তারপর কভার, সিম, ব্যাটারি, মেমোরি কার্ড খুলে ফেলতে হবে এবং এগুলো টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। 

আলতো করে ডিভাইস ঝাঁকান
এ সময় ডিভাইসটি আলতো করে ঝাঁকান। একইভাবে হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট ইত্যাদিতে আটকে থাকা পানি বের করার চেষ্টা করুন। ফ্যানের নিচে রেখে বাতাসে ভালো করে শুকিয়ে নিন।

চাল বা এয়ার টাইট পাত্রে রেখে দিন
শুকনো মুড়ি বা চালের ভেতর ফোন রেখে দিলেও ভেজা ভাব দূর হবে। আরেকটি বিকল্প হলো, কিছু সিলিকা জেলসহ ফোনটিকে একটি এয়ার টাইট পাত্রে রাখা। এটিও ভেজা ভাব দূর হতে সহায়তা করে। ভেজা ভাব চলে যাওয়ার পরও ৪৮ ঘণ্টার আগে ফোনটি ব্যবহার না করাই ভালো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত