অনলাইন ডেস্ক
অনেক দিন ব্যবহারের পর আইফোনের গতি কমে যেতে পারে। অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ও অতি দ্রুতগতির ইন্টারনেটের এই ফোন যদি দ্রুত কাজ না করে, তাহলে অনুভূতি কেমন বিরক্তিকর হতে পারে তা বোধ হয় বলার দরকার নেই। এই ভোগান্তি দূর করার বেশ কয়েকটি উপায় আছে। একটি উপায় হলো র্যামের কিছু ডেটা খালি করা।
আইফোনে কোনো অ্যাপ খোলা হলে তার ডেটা র্যামে (র্যান্ডম অ্যাকসেস মেমোরি) লোড হয় এবং সহজে তা ব্যবহার করা যায়। তবে ফোনে একবারে অনেকগুলো অ্যাপ খোলা থাকলে র্যাম ফুরিয়ে যেতে পারে এবং আইফোন ধীরগতির হয়ে যায়।
কিন্তু সরাসরি আইফোনের র্যাম পুরোপুরি খালি করার কোনো উপায় নেই। কিছু মেমোরি খালি করার জন্য সফট রিসেট বা ম্যানুয়াল রিস্টার্ট দেওয়া যায়। ব্যাকগ্রাউন্ডে চালু থাকা সব অ্যাপ বন্ধ করে দেবে সফট রিসেট। আর ম্যানুয়াল রিস্টার্টে আইফোন বন্ধ হয়ে আবার চালু হয়।
কখন আইফোনের র্যাম খালি করবেন
অ্যাপ বারবার ক্র্যাশ করলে বা আইফোন চলতে চলতে ধীরগতির হয়ে গেলে র্যাম খালি করতে হবে। এ ধরনের সমস্যা না হলে শুধু শুধু র্যাম খালি করার দরকার নেই।
বেশির ভাগ ক্ষেত্রেই আইফোন নিজেই কিছু র্যাম খালি করবে, ব্যবহারকারীকে হস্তক্ষেপ করতে হবে না। ম্যানুয়ালি র্যাম খালি করতে হলে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। কিছু মেমোরি খালি করলে আইফোনের কর্মক্ষমতা উন্নত হবে।
সফট রিসেট যেভাবে দেবেন
১. সাইড বাটন ও ভলিউম বাটন টিপুন এবং ধরে রাখুন।
২. যখন ‘স্লাইড টু পাওয়ার অফ স্লাইডার’ বার্তাটি স্ক্রিনে দেখানো হবে তখন বোতামগুলো ছেড়ে দিন।
৩. আইফোন রিস্টার্ট না হওয়া পর্যন্ত আবার সাইড বাটন টিপুন ও ধরে রাখুন।
ম্যানুয়াল রিস্টার্ট যেভাবে দেবেন
১. আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করুন ।
২. জেনারেল থেকে নিচে স্ক্রল করে শাটডাউন বাটনটি খুঁজে বের করুন এবং ট্যাপ করে শাটডাউন করুন।
৩. আইফোন বন্ধ করতে স্ক্রিনের ‘স্লাইড টু পাওয়ার অফ’ অপশনটি ড্র্যাগ করুন।
৪. আইফোন সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করুন। অ্যাপল লোগো না দেখানো পর্যন্ত সাইড বাটন টিপুন ও ধরে রাখুন।
আইফোনের গতি বাড়াতে আরও যা করা যায়
১. যে অ্যাপগুলো অব্যবহৃত রয়েছে, তা আনইনস্টল করুন।
২. একসঙ্গে অনেক অ্যাপ খোলা থেকে বিরত থাকুন।
৩. নিয়মিত আইফোন রিস্টার্ট করুন।
৪. যদি এসব পদক্ষেপ নেওয়ার পরও আইফোনের সমস্যা হয়, তাহলে অ্যাপল বা অন্য কোনো ভালো সার্ভিস সেন্টারে ফোনটি নিয়ে যেতে হবে।
সূত্র: গ্যাজেটস নাও
অনেক দিন ব্যবহারের পর আইফোনের গতি কমে যেতে পারে। অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ও অতি দ্রুতগতির ইন্টারনেটের এই ফোন যদি দ্রুত কাজ না করে, তাহলে অনুভূতি কেমন বিরক্তিকর হতে পারে তা বোধ হয় বলার দরকার নেই। এই ভোগান্তি দূর করার বেশ কয়েকটি উপায় আছে। একটি উপায় হলো র্যামের কিছু ডেটা খালি করা।
আইফোনে কোনো অ্যাপ খোলা হলে তার ডেটা র্যামে (র্যান্ডম অ্যাকসেস মেমোরি) লোড হয় এবং সহজে তা ব্যবহার করা যায়। তবে ফোনে একবারে অনেকগুলো অ্যাপ খোলা থাকলে র্যাম ফুরিয়ে যেতে পারে এবং আইফোন ধীরগতির হয়ে যায়।
কিন্তু সরাসরি আইফোনের র্যাম পুরোপুরি খালি করার কোনো উপায় নেই। কিছু মেমোরি খালি করার জন্য সফট রিসেট বা ম্যানুয়াল রিস্টার্ট দেওয়া যায়। ব্যাকগ্রাউন্ডে চালু থাকা সব অ্যাপ বন্ধ করে দেবে সফট রিসেট। আর ম্যানুয়াল রিস্টার্টে আইফোন বন্ধ হয়ে আবার চালু হয়।
কখন আইফোনের র্যাম খালি করবেন
অ্যাপ বারবার ক্র্যাশ করলে বা আইফোন চলতে চলতে ধীরগতির হয়ে গেলে র্যাম খালি করতে হবে। এ ধরনের সমস্যা না হলে শুধু শুধু র্যাম খালি করার দরকার নেই।
বেশির ভাগ ক্ষেত্রেই আইফোন নিজেই কিছু র্যাম খালি করবে, ব্যবহারকারীকে হস্তক্ষেপ করতে হবে না। ম্যানুয়ালি র্যাম খালি করতে হলে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। কিছু মেমোরি খালি করলে আইফোনের কর্মক্ষমতা উন্নত হবে।
সফট রিসেট যেভাবে দেবেন
১. সাইড বাটন ও ভলিউম বাটন টিপুন এবং ধরে রাখুন।
২. যখন ‘স্লাইড টু পাওয়ার অফ স্লাইডার’ বার্তাটি স্ক্রিনে দেখানো হবে তখন বোতামগুলো ছেড়ে দিন।
৩. আইফোন রিস্টার্ট না হওয়া পর্যন্ত আবার সাইড বাটন টিপুন ও ধরে রাখুন।
ম্যানুয়াল রিস্টার্ট যেভাবে দেবেন
১. আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করুন ।
২. জেনারেল থেকে নিচে স্ক্রল করে শাটডাউন বাটনটি খুঁজে বের করুন এবং ট্যাপ করে শাটডাউন করুন।
৩. আইফোন বন্ধ করতে স্ক্রিনের ‘স্লাইড টু পাওয়ার অফ’ অপশনটি ড্র্যাগ করুন।
৪. আইফোন সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করুন। অ্যাপল লোগো না দেখানো পর্যন্ত সাইড বাটন টিপুন ও ধরে রাখুন।
আইফোনের গতি বাড়াতে আরও যা করা যায়
১. যে অ্যাপগুলো অব্যবহৃত রয়েছে, তা আনইনস্টল করুন।
২. একসঙ্গে অনেক অ্যাপ খোলা থেকে বিরত থাকুন।
৩. নিয়মিত আইফোন রিস্টার্ট করুন।
৪. যদি এসব পদক্ষেপ নেওয়ার পরও আইফোনের সমস্যা হয়, তাহলে অ্যাপল বা অন্য কোনো ভালো সার্ভিস সেন্টারে ফোনটি নিয়ে যেতে হবে।
সূত্র: গ্যাজেটস নাও
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১৩ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১৪ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১৪ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
১৭ ঘণ্টা আগে