আবির আহসান রুদ্র, ঢাকা
দোরগোড়ায় ঈদ। এই ঈদে নিজের কিংবা প্রিয়জনের জন্য সেরা উপহার হতে পারে স্মার্টফোন। বাজারে বাজেটের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এ ফোনগুলো যেমন ক্যামেরায় এগিয়ে, তেমনি বিভিন্ন গেম খেলার জন্যও কম যায় না।
রিয়েলমি সি৩৩
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটি মূলত ৪জি ফোন। রিয়েলমি সি৩৩-এ আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরি। অক্টাকোর প্রসেসর, ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে রিয়েলমির সি সিরিজের এই ফোনে।
শাওমি রেডমি ১০-এ
দাম ১২ হাজার ৯৯৯ টাকা
১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মোবাইল ফোনটির র্যাম ৪ জিবি। আছে ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। ৬ দশমিক ৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের ফোন শাওমির রেডমি ১০-এ। ফোনটির ওজন মাত্র ১৯৪ গ্রাম।
ওয়ালটন প্রিমো এনএক্স৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরির এই স্মার্ট ফোনে রয়েছে তিনটি এআই ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের স্মার্টফোন প্রিমো এনএক্স৬। এতে আছে হেলিও জি৮৫ গেমিং প্রসেসর। অর্থাৎ গেম খেলার জন্য বাজেটের মধ্যে সেরা ফোন এটি। ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের এলআই—পলিমারের ব্যাটারি দেবে দীর্ঘক্ষণ চার্জের নিশ্চয়তা।
স্যামসাং গ্যালাক্সি এ১২
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
এতে আছে ৪৮, ৫, ২ এবং ২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের দ্রুতগতির চার্জিংয়ের ব্যবস্থা আছে ফোনটিতে। স্যামসাংয়ের গ্যালাক্সি এ১২-তে আছে ৬ দশমিক ৫ ইঞ্চির পিএলএস আইপিএস ডিসপ্লে। আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। গ্যালাক্সি এ১২ আছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
ভিভো ওয়াই ১৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
এর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এতে আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবির ইন্টারনাল ফোন মেমোরি। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার লি—প্রো ব্যাটারির সঙ্গে আরও আছে ১০ ওয়াটের চার্জার। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের এ মোবাইল ফোনটিতে রয়েছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
অপো এ১৭
দাম ১৫ হাজার ৯৯০ টাকা
অপোর স্মার্টফোনগুলো মূলত ক্যামেরা জন্য বিখ্যাত। অপো এ১৭-এর ব্যতিক্রম নয়। ফোনটির মূল ডুয়েল ক্যামেরা ৫০ ও ২ মেগাপিক্সেলের। আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের পাশাপাশি রয়েছে কালার ওএস ১২ দশমিক ১। র্যাম ৬৪ জিবি, ইন্টারনাল ফোন মেমোরি ৬৪ জিবি। এ ছাড়া ফোনটিতে থাকছে মিডিয়াটেকের অক্টাকোর প্রসেসর এবং ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারি।
দোরগোড়ায় ঈদ। এই ঈদে নিজের কিংবা প্রিয়জনের জন্য সেরা উপহার হতে পারে স্মার্টফোন। বাজারে বাজেটের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এ ফোনগুলো যেমন ক্যামেরায় এগিয়ে, তেমনি বিভিন্ন গেম খেলার জন্যও কম যায় না।
রিয়েলমি সি৩৩
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটি মূলত ৪জি ফোন। রিয়েলমি সি৩৩-এ আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরি। অক্টাকোর প্রসেসর, ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে রিয়েলমির সি সিরিজের এই ফোনে।
শাওমি রেডমি ১০-এ
দাম ১২ হাজার ৯৯৯ টাকা
১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মোবাইল ফোনটির র্যাম ৪ জিবি। আছে ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। ৬ দশমিক ৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের ফোন শাওমির রেডমি ১০-এ। ফোনটির ওজন মাত্র ১৯৪ গ্রাম।
ওয়ালটন প্রিমো এনএক্স৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরির এই স্মার্ট ফোনে রয়েছে তিনটি এআই ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের স্মার্টফোন প্রিমো এনএক্স৬। এতে আছে হেলিও জি৮৫ গেমিং প্রসেসর। অর্থাৎ গেম খেলার জন্য বাজেটের মধ্যে সেরা ফোন এটি। ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের এলআই—পলিমারের ব্যাটারি দেবে দীর্ঘক্ষণ চার্জের নিশ্চয়তা।
স্যামসাং গ্যালাক্সি এ১২
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
এতে আছে ৪৮, ৫, ২ এবং ২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের দ্রুতগতির চার্জিংয়ের ব্যবস্থা আছে ফোনটিতে। স্যামসাংয়ের গ্যালাক্সি এ১২-তে আছে ৬ দশমিক ৫ ইঞ্চির পিএলএস আইপিএস ডিসপ্লে। আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। গ্যালাক্সি এ১২ আছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
ভিভো ওয়াই ১৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
এর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এতে আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবির ইন্টারনাল ফোন মেমোরি। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার লি—প্রো ব্যাটারির সঙ্গে আরও আছে ১০ ওয়াটের চার্জার। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের এ মোবাইল ফোনটিতে রয়েছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
অপো এ১৭
দাম ১৫ হাজার ৯৯০ টাকা
অপোর স্মার্টফোনগুলো মূলত ক্যামেরা জন্য বিখ্যাত। অপো এ১৭-এর ব্যতিক্রম নয়। ফোনটির মূল ডুয়েল ক্যামেরা ৫০ ও ২ মেগাপিক্সেলের। আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের পাশাপাশি রয়েছে কালার ওএস ১২ দশমিক ১। র্যাম ৬৪ জিবি, ইন্টারনাল ফোন মেমোরি ৬৪ জিবি। এ ছাড়া ফোনটিতে থাকছে মিডিয়াটেকের অক্টাকোর প্রসেসর এবং ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারি।
মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
১ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৪ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৪ ঘণ্টা আগেতথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
৬ ঘণ্টা আগে