ভারতের কেরালা রাজ্যে এক স্কুলে প্রথমবারের মতো ক্লাস নিয়েছে এআই শিক্ষক আইরিস। মেকারল্যাবস এডুটেকের সহযোগিতায় তৈরি আইরিস সম্ভবত ভারতের প্রথম মানবসদৃশ রোবট শিক্ষক। কেরালার তিরুবনন্তপুরমের একটি স্কুলে এ বৈপ্লবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এক দাতব্য সংস্থার উদ্যোগে কেরালার রাজধানীর কেটিসিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ পদক্ষেপ নেওয়া হয়। পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমে স্কুলগুলোকে আরও আগ্রহী করে তুলতে অটল টিঙ্কারিং ল্যাবের (এটিএল) প্রকল্পের অংশ হিসেবে আইরিস তৈরি করা হয়েছে।
গত মাসে প্রথম আইরিস নিয়ে খবর বের হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। বহুভাষী এআই শিক্ষকটির অনেকগুলো দক্ষতার ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছে মেকারল্যাবস। নানা বিষয়ের জটিল প্রশ্নের জবাব দিতে পারে আইরিস।
পারসোনালাইজড ভয়েস অ্যাসিস্ট্যান্স ও মিথস্ক্রিয়ামূলক শিক্ষণ সুবিধার পাশাপাশি গতিশীলতার জন্য এই রোবটের মধ্যে চাকাও দেওয়া আছে।
অভিনব এই উদ্যোগ কেরালার শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। আইরিসের বৈচিত্র্যময় পদ্ধতিতে শেখানোর এবং শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা রয়েছে।
মানবসদৃশ এ রোবটের দীর্ঘমেয়াদি প্রভাব কেমন হবে তা এখনো অজানা। তবে আইরিসের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষাব্যবস্থা কেমন হতে চলেছে, তার এক ঝলক দেখতে পাওয়া যাবে।
ভারতের কেরালা রাজ্যে এক স্কুলে প্রথমবারের মতো ক্লাস নিয়েছে এআই শিক্ষক আইরিস। মেকারল্যাবস এডুটেকের সহযোগিতায় তৈরি আইরিস সম্ভবত ভারতের প্রথম মানবসদৃশ রোবট শিক্ষক। কেরালার তিরুবনন্তপুরমের একটি স্কুলে এ বৈপ্লবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এক দাতব্য সংস্থার উদ্যোগে কেরালার রাজধানীর কেটিসিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ পদক্ষেপ নেওয়া হয়। পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমে স্কুলগুলোকে আরও আগ্রহী করে তুলতে অটল টিঙ্কারিং ল্যাবের (এটিএল) প্রকল্পের অংশ হিসেবে আইরিস তৈরি করা হয়েছে।
গত মাসে প্রথম আইরিস নিয়ে খবর বের হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। বহুভাষী এআই শিক্ষকটির অনেকগুলো দক্ষতার ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছে মেকারল্যাবস। নানা বিষয়ের জটিল প্রশ্নের জবাব দিতে পারে আইরিস।
পারসোনালাইজড ভয়েস অ্যাসিস্ট্যান্স ও মিথস্ক্রিয়ামূলক শিক্ষণ সুবিধার পাশাপাশি গতিশীলতার জন্য এই রোবটের মধ্যে চাকাও দেওয়া আছে।
অভিনব এই উদ্যোগ কেরালার শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। আইরিসের বৈচিত্র্যময় পদ্ধতিতে শেখানোর এবং শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা রয়েছে।
মানবসদৃশ এ রোবটের দীর্ঘমেয়াদি প্রভাব কেমন হবে তা এখনো অজানা। তবে আইরিসের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষাব্যবস্থা কেমন হতে চলেছে, তার এক ঝলক দেখতে পাওয়া যাবে।
যদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১ ঘণ্টা আগেঅ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ১৯–এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট টুল, যা ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে আইফোনের ব্যাটারি লাইফ বা আয়ু বাড়াবে। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন, যা
২ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় ৩ শতাংশ বা প্রায় ৬ হাজার কর্মীকে ছাঁটাই করছে। খরচ নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। আর অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল
৩ ঘণ্টা আগেবর্তমানে ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যবসা, ব্র্যান্ডিং এবং কনটেন্ট প্রচারের অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তাই ফেসবুক পেজ কতজন মানুষের কাছে পৌঁছেছে, কোনো কনটেন্টে দর্শক আগ্রহ প্রকাশ করছে এবং কেন প্রতিক্রিয়া দিচ্ছে—এসব বিশ্লেষণ করা জরুরি হয়ে পড়ে। এই ধরনের তথ্য জানতে সাহায্য করার জ
৫ ঘণ্টা আগে