অনলাইন ডেস্ক
সাম্প্রতিক সময়ে সিলিকন ভ্যালিতে প্রযুক্তি চাকরির বিজ্ঞাপনগুলোতে একটি নতুন শব্দ ঘন ঘন উঠে আসছে, সেটি হলো—‘ভাইব কোডিং’। ভিসা, রেডিট, ডোরড্যাশ, স্নাইকসহ অনেক বড় প্রযুক্তি কোম্পানি এখন এমন প্রকৌশলী খুঁজছে, যাঁরা এআই কোডিং টুল ব্যবহার করে দ্রুত কোড তৈরি করতে পারেন। বিশেষ করে কার্সর ও বোল্টের মতো এআই টুল ব্যবহারে পারদর্শী ব্যক্তি খুঁজছে তারা।
‘ভাইব কোডিং’ বলতে বোঝানো হচ্ছে—এআইকে ব্যবহার করে কোড তৈরি করার দক্ষতা। শুধু দক্ষতা নয়, কিছু কিছু প্রতিষ্ঠানে এটি এখন ‘নন-নেগোশিয়েবল’ বা ‘অপরিহার্য’ দক্ষতা হিসেবে দেখা হচ্ছে। এমনকি ইয়কমবিনেটর-সমর্থিত স্টার্টআপ ডোমু টেকনোলজির মতে, যেকোনো ইঞ্জিনিয়ারের কোডের অন্তত অর্ধেক এখন এআই দিয়ে লেখা হওয়া উচিত।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে, ভাইব কোডিং ব্যবহার করে ইঞ্জিনিয়াররা আগের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ দ্রুত কোড লিখতে পারছেন। মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইনটুইটের প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যালেক্স বালাজ বলছেন, ‘একজন দক্ষ প্রকৌশলী যখন এআই কোডিং টুল ব্যবহার করেন, তখন তার উৎপাদনশীলতা অনেক বেড়ে যায়।’
চাকরিতে ভাইব কোডিং এখন ‘অপরিহার্য’
ভিসার অস্টিন অফিসে সম্প্রতি তিনটি জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যেখানে ভাইব কোডিং জানা অপরিহার্য বলা হয়েছে। রেডিট এমন ইঞ্জিনিয়ার খুঁজছে, যিনি কার্সর ও বোল্টের মতো এআই কোডিং টুলের সঙ্গে একীভূত হয়ে কাজ করতে পারবেন। সেই সঙ্গে এই ইঞ্জিনিয়ার ভাইব কোডিং কমিউনিটির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে মতামত সংগ্রহ করবেন এবং এর ব্যবহার বাড়াতে ভূমিকা রাখবেন।
উডাসিটি, টুবি, এমনকি আমাজনও ভাইব কোডিং টুলের কার্যকারিতা নিয়ে ভাবছে। তবে এখনো গুগল, মাইক্রোসফট বা অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলোর চাকরির বিজ্ঞাপনে সরাসরি ভাইব কোডিংয়ের উল্লেখ পাওয়া যায়নি।
ভাইব কোডিং নিয়ে উচ্ছ্বাস থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, এখনো এটি অভিজ্ঞ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বিকল্প নয়। সাবেক ওয়েমো প্রকৌশলী মোহাম্মদ সানাতকার বলছেন, ‘এআই টুলগুলো মূলত সহজ কাজের জন্য উপযুক্ত। জটিল, প্রোডাকশন-রেডি সিস্টেমে এখনো মানুষের দক্ষতার বিকল্প নেই।’
এ কথা ঠিক, ভাইব কোডিং নতুন যুগের এক বাস্তবতা। যাঁরা প্রযুক্তি খাতে চাকরি খুঁজছেন, তাঁদের জন্য ভাইব কোডিং জানা এখন শুধু বাড়তি যোগ্যতা নয়, অনেক প্রতিষ্ঠানে এটি চাকরির পূর্বশর্ত।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার
সাম্প্রতিক সময়ে সিলিকন ভ্যালিতে প্রযুক্তি চাকরির বিজ্ঞাপনগুলোতে একটি নতুন শব্দ ঘন ঘন উঠে আসছে, সেটি হলো—‘ভাইব কোডিং’। ভিসা, রেডিট, ডোরড্যাশ, স্নাইকসহ অনেক বড় প্রযুক্তি কোম্পানি এখন এমন প্রকৌশলী খুঁজছে, যাঁরা এআই কোডিং টুল ব্যবহার করে দ্রুত কোড তৈরি করতে পারেন। বিশেষ করে কার্সর ও বোল্টের মতো এআই টুল ব্যবহারে পারদর্শী ব্যক্তি খুঁজছে তারা।
‘ভাইব কোডিং’ বলতে বোঝানো হচ্ছে—এআইকে ব্যবহার করে কোড তৈরি করার দক্ষতা। শুধু দক্ষতা নয়, কিছু কিছু প্রতিষ্ঠানে এটি এখন ‘নন-নেগোশিয়েবল’ বা ‘অপরিহার্য’ দক্ষতা হিসেবে দেখা হচ্ছে। এমনকি ইয়কমবিনেটর-সমর্থিত স্টার্টআপ ডোমু টেকনোলজির মতে, যেকোনো ইঞ্জিনিয়ারের কোডের অন্তত অর্ধেক এখন এআই দিয়ে লেখা হওয়া উচিত।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে, ভাইব কোডিং ব্যবহার করে ইঞ্জিনিয়াররা আগের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ দ্রুত কোড লিখতে পারছেন। মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইনটুইটের প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যালেক্স বালাজ বলছেন, ‘একজন দক্ষ প্রকৌশলী যখন এআই কোডিং টুল ব্যবহার করেন, তখন তার উৎপাদনশীলতা অনেক বেড়ে যায়।’
চাকরিতে ভাইব কোডিং এখন ‘অপরিহার্য’
ভিসার অস্টিন অফিসে সম্প্রতি তিনটি জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যেখানে ভাইব কোডিং জানা অপরিহার্য বলা হয়েছে। রেডিট এমন ইঞ্জিনিয়ার খুঁজছে, যিনি কার্সর ও বোল্টের মতো এআই কোডিং টুলের সঙ্গে একীভূত হয়ে কাজ করতে পারবেন। সেই সঙ্গে এই ইঞ্জিনিয়ার ভাইব কোডিং কমিউনিটির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে মতামত সংগ্রহ করবেন এবং এর ব্যবহার বাড়াতে ভূমিকা রাখবেন।
উডাসিটি, টুবি, এমনকি আমাজনও ভাইব কোডিং টুলের কার্যকারিতা নিয়ে ভাবছে। তবে এখনো গুগল, মাইক্রোসফট বা অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলোর চাকরির বিজ্ঞাপনে সরাসরি ভাইব কোডিংয়ের উল্লেখ পাওয়া যায়নি।
ভাইব কোডিং নিয়ে উচ্ছ্বাস থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, এখনো এটি অভিজ্ঞ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বিকল্প নয়। সাবেক ওয়েমো প্রকৌশলী মোহাম্মদ সানাতকার বলছেন, ‘এআই টুলগুলো মূলত সহজ কাজের জন্য উপযুক্ত। জটিল, প্রোডাকশন-রেডি সিস্টেমে এখনো মানুষের দক্ষতার বিকল্প নেই।’
এ কথা ঠিক, ভাইব কোডিং নতুন যুগের এক বাস্তবতা। যাঁরা প্রযুক্তি খাতে চাকরি খুঁজছেন, তাঁদের জন্য ভাইব কোডিং জানা এখন শুধু বাড়তি যোগ্যতা নয়, অনেক প্রতিষ্ঠানে এটি চাকরির পূর্বশর্ত।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার
যুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
২২ মিনিট আগেঅস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করছে চীন। গতকাল শনিবার শাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রস্তাব দেন।
৪ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটা চলতি বছরের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করে দেবে। নতুন আইনকে ‘অকার্যকরযোগ্য’ দাবি করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
৪ ঘণ্টা আগে