ফিচার ডেস্ক
বেশ কিছুদিন আগের কথা; অনলাইনে কিছু খুঁজতে সহায়ক ছিল গুগল। বলা যায়, গুগল ছাড়া চিন্তা করা যেত না। ২০২২ সালে ঘটনায় নতুন মোড় নিয়ে এল মার্কিন এআই প্রতিষ্ঠান ওপেনএআই। তাদের চ্যাটবট চ্যাটজিপিটি সাড়া ফেলল। শুধু খোঁজার কাজ নয়, আপনার যা প্রয়োজন, সেটি তৈরি করতে পারবে এই প্রযুক্তি। ধরুন, আপনার প্রয়োজন একটি মেইল লেখা বা কোনো একটি কাজ নিয়ে পরিকল্পনা করা। সবকিছুর সমাধান দিতে পারে চ্যাটজিপিটি।
যে গুগল এত দিন অনলাইন দুনিয়ায় রাজত্ব করে যাচ্ছে, তার কী হবে? এমন প্রভাবশালী প্রযুক্তিপ্রতিষ্ঠানের তো বসে থাকার কথা নয়। ঠিক এক বছর পর, ২০২৩ সালে গুগল নিয়ে এল তাদের এআই চ্যাটবট জেমিনি। তবে এখনো এটি চ্যাটজিপিটির চেয়ে পিছিয়ে। এই প্রতিযোগিতার মোড় আবারও ঘুরতে পারে ২০২৫ সালে।
গুগল এরই মধ্যে বেশ কয়েকটি উন্নত প্রযুক্তি যোগ করেছে জেমিনিতে। সেখানেই শেষ নয়, আরও উন্নত করা হচ্ছে এই চ্যাটবট। এর মধ্যে আছে জেমিনির সঙ্গে সরাসরি কথা বলা। কোনো ধরনের টাইপ করার ঝামেলা ছাড়া জেমিনির সঙ্গে কথা বলা যাবে। আর এই চ্যাটবট সরাসরি উত্তর দিতে প্রস্তুত থাকবে। এ ছাড়া টেক্সট ও ভিডিওর মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবে।
এসব সুবিধা ছাড়া ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী আরও প্রাসঙ্গিক পরামর্শ দিতে পারবে জেমিনি।
এই চ্যাটবটে কিছু আপলোড করে সংশোধন চাইলে সেটি ব্যবহারকারীর পছন্দের ওপর ভিত্তি করে দেবে। এর বাইরে একাধিক কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে জেমিনির কাঁধে; যেমন রিমাইন্ডার সেট করা, হোম ডিভাইস নিয়ন্ত্রণ ইত্যাদি।
এত আপডেট এলেও গুগল সেগুলোর কিছুই বিনা মূল্যে দেবে না। আপাতত শুধু জেমিনি অ্যাডভান্স গ্রাহকেরা এসব সুবিধা নিতে পারবেন।
অন্যদিকে জেমিনি অ্যাপ ব্যবহার নিয়ে অপেক্ষায় ছিলেন আইফোন ব্যবহারকারীরা। তাঁদের জন্য সুখবর, সম্প্রতি অ্যাপ স্টোরে যুক্ত হয়েছে এই অ্যাপ।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
বেশ কিছুদিন আগের কথা; অনলাইনে কিছু খুঁজতে সহায়ক ছিল গুগল। বলা যায়, গুগল ছাড়া চিন্তা করা যেত না। ২০২২ সালে ঘটনায় নতুন মোড় নিয়ে এল মার্কিন এআই প্রতিষ্ঠান ওপেনএআই। তাদের চ্যাটবট চ্যাটজিপিটি সাড়া ফেলল। শুধু খোঁজার কাজ নয়, আপনার যা প্রয়োজন, সেটি তৈরি করতে পারবে এই প্রযুক্তি। ধরুন, আপনার প্রয়োজন একটি মেইল লেখা বা কোনো একটি কাজ নিয়ে পরিকল্পনা করা। সবকিছুর সমাধান দিতে পারে চ্যাটজিপিটি।
যে গুগল এত দিন অনলাইন দুনিয়ায় রাজত্ব করে যাচ্ছে, তার কী হবে? এমন প্রভাবশালী প্রযুক্তিপ্রতিষ্ঠানের তো বসে থাকার কথা নয়। ঠিক এক বছর পর, ২০২৩ সালে গুগল নিয়ে এল তাদের এআই চ্যাটবট জেমিনি। তবে এখনো এটি চ্যাটজিপিটির চেয়ে পিছিয়ে। এই প্রতিযোগিতার মোড় আবারও ঘুরতে পারে ২০২৫ সালে।
গুগল এরই মধ্যে বেশ কয়েকটি উন্নত প্রযুক্তি যোগ করেছে জেমিনিতে। সেখানেই শেষ নয়, আরও উন্নত করা হচ্ছে এই চ্যাটবট। এর মধ্যে আছে জেমিনির সঙ্গে সরাসরি কথা বলা। কোনো ধরনের টাইপ করার ঝামেলা ছাড়া জেমিনির সঙ্গে কথা বলা যাবে। আর এই চ্যাটবট সরাসরি উত্তর দিতে প্রস্তুত থাকবে। এ ছাড়া টেক্সট ও ভিডিওর মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবে।
এসব সুবিধা ছাড়া ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী আরও প্রাসঙ্গিক পরামর্শ দিতে পারবে জেমিনি।
এই চ্যাটবটে কিছু আপলোড করে সংশোধন চাইলে সেটি ব্যবহারকারীর পছন্দের ওপর ভিত্তি করে দেবে। এর বাইরে একাধিক কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে জেমিনির কাঁধে; যেমন রিমাইন্ডার সেট করা, হোম ডিভাইস নিয়ন্ত্রণ ইত্যাদি।
এত আপডেট এলেও গুগল সেগুলোর কিছুই বিনা মূল্যে দেবে না। আপাতত শুধু জেমিনি অ্যাডভান্স গ্রাহকেরা এসব সুবিধা নিতে পারবেন।
অন্যদিকে জেমিনি অ্যাপ ব্যবহার নিয়ে অপেক্ষায় ছিলেন আইফোন ব্যবহারকারীরা। তাঁদের জন্য সুখবর, সম্প্রতি অ্যাপ স্টোরে যুক্ত হয়েছে এই অ্যাপ।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
বিভিন্ন সাহায্য সংস্থা ও স্বাস্থ্যবিষয়ক এনজিওর প্রচারণায় বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। দারিদ্র্য ও যৌন সহিংসতার এসব ছবি ‘দারিদ্র্য পর্নো’র (প্রোভার্টি পর্নো) নতুন যুগ বলে সতর্ক করেছেন সুইজারল্যান্ডভিত্তিক এথিক্যাল ইমেজ প্রচারকারী সংস্থা....
২ ঘণ্টা আগেআমাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)-এর অবকাঠামোগত সমস্যার কারণে বিশ্বজুড়ে বহু জনপ্রিয় ওয়েবসাইট এবং অ্যাপস পরিষেবা ব্যাহত হচ্ছে। আমাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগ এডব্লিউএস-এর এই বিভ্রাটের কারণে ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত অসংখ্য প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে।
৫ ঘণ্টা আগেডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগে