অনলাইন ডেস্ক
জেনারেটিভ এআই টুল (জিএআই) ব্যবহার করে হ্যাকাররা সাইবার হামলা করছে বলে দাবি করছে মাইক্রোসফট ও ওপেনএআই। রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের সঙ্গে এসব হ্যাকিং গ্রুপের সম্পর্ক খুঁজে পাওয়া গেছে।
জেনারেটিভ এআই টুল হলো- এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল। টুলগুলোর নতুন তথ্য তৈরি করার ক্ষমতা রয়েছে। তবে মাইক্রোসফট বলছে, কোড ডিবাগিং (কোনো প্রোগ্রামের ত্রুটি খুঁজে বের করা), কোনো গবেষণা সম্পর্কিত তথ্য খুঁজতে, সামাজিক প্রকৌশলের কৌশল উন্নয়ন, ফিশিং ইমেইলের খসড়া তৈরি ও টেক্সট অনুবাদের জন্য ওপেনএআইয়ের টুলগুলো ব্যবহার করছে হ্যাকাররা।
এন্ডগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, বিষয়টি জানার পর হ্যাকিং গ্রুপের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে ওপেনএআই।
রাশিয়ার হ্যাকিং গ্রুপ ফরেস্ট ব্লিজার্ডও (ফ্যান্সি বিয়ার বা এপিটি ১২ নামে বেশি পরিচিত) ওপেনএআই প্ল্যাটফর্ম ব্যবহার করে।
মাইক্রোসফট বলেছে, হ্যাকাররা স্যাটেলাইট কমিউনিকেশন প্রোটোকল বা স্যাটেলাইট নেটওয়ার্ক, রেডার ইমেজিং টেকনোলজি ও স্ক্রিপ্ট তৈরির জন্য ওপেনএআইয়ের টুল ব্যবহার করে।
সাইবার নিরাপত্তার অংশ হিসেবে মাইক্রোসফট উত্তর কোরিয়ার ৩০০টি হ্যাকিং গ্রুপকে পর্যবেক্ষণ করছে। এর মধ্যে ১৬০টি সরকার সমর্থিত গ্রুপ রয়েছে। ওপেনএআইকে এই তথ্য দেওয়ার পর প্ল্যাটফর্ম থেকে অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হয়।
ওপেনএআই বলছে, প্ল্যাটফর্মের ত্রুটিগুলো চিহ্নিত করতে ও সংশোধন করতে বিনিয়োগ করছে কোম্পানিটি। ওপেনএআইয়ের কর্মীরা হ্যাকারদের কৌশলগুলো বোঝার জন্য নিজস্ব মডেল তৈরি করে। আর মডেলগুলো ওপেনএআইয়ের টুলগুলোর সঙ্গে কীভাবে কাজ করে, তা পরীক্ষা করে দেখেন ওপেনএআইয়ের কর্মীরা। এর মাধ্যমে অবৈধ ব্যবহারকারীদের শনাক্ত করা যায়। অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে বা চ্যাটজিপিটিতে হ্যাকারদের প্রবেশাধিকার বন্ধ করে চ্যাটিজিপিটির সুরক্ষিত নিশ্চিত করছে বলে ওপেনএআই জানিয়েছে।
জেনারেটিভ এআই টুল (জিএআই) ব্যবহার করে হ্যাকাররা সাইবার হামলা করছে বলে দাবি করছে মাইক্রোসফট ও ওপেনএআই। রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের সঙ্গে এসব হ্যাকিং গ্রুপের সম্পর্ক খুঁজে পাওয়া গেছে।
জেনারেটিভ এআই টুল হলো- এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল। টুলগুলোর নতুন তথ্য তৈরি করার ক্ষমতা রয়েছে। তবে মাইক্রোসফট বলছে, কোড ডিবাগিং (কোনো প্রোগ্রামের ত্রুটি খুঁজে বের করা), কোনো গবেষণা সম্পর্কিত তথ্য খুঁজতে, সামাজিক প্রকৌশলের কৌশল উন্নয়ন, ফিশিং ইমেইলের খসড়া তৈরি ও টেক্সট অনুবাদের জন্য ওপেনএআইয়ের টুলগুলো ব্যবহার করছে হ্যাকাররা।
এন্ডগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, বিষয়টি জানার পর হ্যাকিং গ্রুপের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে ওপেনএআই।
রাশিয়ার হ্যাকিং গ্রুপ ফরেস্ট ব্লিজার্ডও (ফ্যান্সি বিয়ার বা এপিটি ১২ নামে বেশি পরিচিত) ওপেনএআই প্ল্যাটফর্ম ব্যবহার করে।
মাইক্রোসফট বলেছে, হ্যাকাররা স্যাটেলাইট কমিউনিকেশন প্রোটোকল বা স্যাটেলাইট নেটওয়ার্ক, রেডার ইমেজিং টেকনোলজি ও স্ক্রিপ্ট তৈরির জন্য ওপেনএআইয়ের টুল ব্যবহার করে।
সাইবার নিরাপত্তার অংশ হিসেবে মাইক্রোসফট উত্তর কোরিয়ার ৩০০টি হ্যাকিং গ্রুপকে পর্যবেক্ষণ করছে। এর মধ্যে ১৬০টি সরকার সমর্থিত গ্রুপ রয়েছে। ওপেনএআইকে এই তথ্য দেওয়ার পর প্ল্যাটফর্ম থেকে অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হয়।
ওপেনএআই বলছে, প্ল্যাটফর্মের ত্রুটিগুলো চিহ্নিত করতে ও সংশোধন করতে বিনিয়োগ করছে কোম্পানিটি। ওপেনএআইয়ের কর্মীরা হ্যাকারদের কৌশলগুলো বোঝার জন্য নিজস্ব মডেল তৈরি করে। আর মডেলগুলো ওপেনএআইয়ের টুলগুলোর সঙ্গে কীভাবে কাজ করে, তা পরীক্ষা করে দেখেন ওপেনএআইয়ের কর্মীরা। এর মাধ্যমে অবৈধ ব্যবহারকারীদের শনাক্ত করা যায়। অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে বা চ্যাটজিপিটিতে হ্যাকারদের প্রবেশাধিকার বন্ধ করে চ্যাটিজিপিটির সুরক্ষিত নিশ্চিত করছে বলে ওপেনএআই জানিয়েছে।
যখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৫ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
২০ ঘণ্টা আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে জাপানের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে ওপেনএআই–এর মোট বাজারমূল্য ৩০০ বিলয়ন ডলার হবে। এই আলোচনা সফল হলে, এটি একক ফান্ডিং রাউন্ডে সর্বোচ্চ পরিমাণ অর্থ
১ দিন আগে