ওপেনএআইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিজনিং মডেলগুলো তৈরি করতে শুরু করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এসব মডেল ডেভেলপারদের কাছে বিক্রির উদ্যোগও নিতে পারে কোম্পানিটি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ‘দ্য ইনফরমেশন’ এসব তথ্য জানিয়েছে।
ওপেনএআইয়ের বড় সহযোগী মাইক্রোসফট। এখন তারা এক্সএআই, মেটা ও ডিপসিকের মতো কিছু অন্য কোম্পানির তৈরি এআই মডেলও পরীক্ষা করছে। এগুলো মাইক্রোসফটের কোপাইলটে ওপেনএআইয়ের প্রযুক্তির বদলে ব্যবহৃত হতে পারে।
প্রথম দিকে ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নিজেদের প্রযুক্তিতে শক্তিশালী অবস্থান তৈরি করলেও এখন মূলত ওপেনেআইয়ের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে মাইক্রোসফট।
২০২৩ সালে মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট উন্মোচন করে কোম্পানিটি। তখন এর প্রধান আকর্ষণ ছিল যে, এটি ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেল ব্যবহার করছিল। তবে এখন মাইক্রোসফট চায় নিজের তৈরি মডেলগুলো এতে যুক্ত করতে, যা খরচ কমাতে সাহায্য করবে।
মাইক্রোসফটের এআই ডিভিশন ‘এমএআই’ নামের একটি মডেলের প্রশিক্ষণ শেষ করেছে। এই ডিভিশনের দলনেতা মুস্তাফা সুলেমান। ওপেনএআই ও অ্যানথ্রপিকের শীর্ষ মডেলগুলোর মতো কর্মদক্ষতা দেখিয়েছে এসব মডেল। এই মডেলগুলোর মধ্যে ‘চেইন অব থট’ কৌশল টেকনিক ব্যবহার করা হচ্ছে, যা জটিল সমস্যা সমাধানে মধ্যবর্তী যুক্তি প্রদানের মাধ্যমে উত্তর তৈরি করে। এটি ওপেনএআইয়ের রিজনিং মডেলের প্রতিযোগী হতে পারে।
দ্য ইনফরমেশন জানিয়েছে, সুলেমানের দল ইতিমধ্যে এমএআই মডেলগুলো ব্যবহার করার পরীক্ষা শুরু করেছে, যা পূর্বে তৈরি ‘ফি’ মডেলগুলোর তুলনায় অনেক বড়।
মাইক্রোসফট এখন পর্যন্ত ওপেনএআইয়ে প্রায় ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তার এআই পরিকল্পনাগুলোর ঝুঁকি কমানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে একটি হলো ডিপমাইন্ড এবং ইনফ্লেকশন কোম্পানির সহপ্রতিষ্ঠাতা মুস্তাফা সুলেমানকে নিয়োগ দেওয়া, যাতে তিনি মাইক্রোসফটের এআই উদ্যোগের নেতৃত্ব দিতে পারেন।
এ ছাড়া জানা গেছে, ওপেনএআই তাদের রিজনিং মডেল ও১ সম্পর্কে মাইক্রোসফটের প্রযুক্তিগত তথ্য দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এর ফলে দুই কোম্পানির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
তা ছাড়া, মাইক্রোসফটের টিম এখন এমএআই মডেলগুলোকে কোপাইলটে ওপেনএআইয়ের মডেলের বদলে ব্যবহার করার পরীক্ষা চালাচ্ছে। পরবর্তীতে এই এমএআই মডেলগুলো ডেভেলপারদের জন্য এপিআই আকারে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যাতে তারা তাদের নিজস্ব অ্যাপে মডেলগুলো ব্যবহার করতে পারে।
তবে মাইক্রোসফট ও ওপেনএআই এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ওপেনএআইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিজনিং মডেলগুলো তৈরি করতে শুরু করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এসব মডেল ডেভেলপারদের কাছে বিক্রির উদ্যোগও নিতে পারে কোম্পানিটি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ‘দ্য ইনফরমেশন’ এসব তথ্য জানিয়েছে।
ওপেনএআইয়ের বড় সহযোগী মাইক্রোসফট। এখন তারা এক্সএআই, মেটা ও ডিপসিকের মতো কিছু অন্য কোম্পানির তৈরি এআই মডেলও পরীক্ষা করছে। এগুলো মাইক্রোসফটের কোপাইলটে ওপেনএআইয়ের প্রযুক্তির বদলে ব্যবহৃত হতে পারে।
প্রথম দিকে ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নিজেদের প্রযুক্তিতে শক্তিশালী অবস্থান তৈরি করলেও এখন মূলত ওপেনেআইয়ের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে মাইক্রোসফট।
২০২৩ সালে মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট উন্মোচন করে কোম্পানিটি। তখন এর প্রধান আকর্ষণ ছিল যে, এটি ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেল ব্যবহার করছিল। তবে এখন মাইক্রোসফট চায় নিজের তৈরি মডেলগুলো এতে যুক্ত করতে, যা খরচ কমাতে সাহায্য করবে।
মাইক্রোসফটের এআই ডিভিশন ‘এমএআই’ নামের একটি মডেলের প্রশিক্ষণ শেষ করেছে। এই ডিভিশনের দলনেতা মুস্তাফা সুলেমান। ওপেনএআই ও অ্যানথ্রপিকের শীর্ষ মডেলগুলোর মতো কর্মদক্ষতা দেখিয়েছে এসব মডেল। এই মডেলগুলোর মধ্যে ‘চেইন অব থট’ কৌশল টেকনিক ব্যবহার করা হচ্ছে, যা জটিল সমস্যা সমাধানে মধ্যবর্তী যুক্তি প্রদানের মাধ্যমে উত্তর তৈরি করে। এটি ওপেনএআইয়ের রিজনিং মডেলের প্রতিযোগী হতে পারে।
দ্য ইনফরমেশন জানিয়েছে, সুলেমানের দল ইতিমধ্যে এমএআই মডেলগুলো ব্যবহার করার পরীক্ষা শুরু করেছে, যা পূর্বে তৈরি ‘ফি’ মডেলগুলোর তুলনায় অনেক বড়।
মাইক্রোসফট এখন পর্যন্ত ওপেনএআইয়ে প্রায় ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তার এআই পরিকল্পনাগুলোর ঝুঁকি কমানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে একটি হলো ডিপমাইন্ড এবং ইনফ্লেকশন কোম্পানির সহপ্রতিষ্ঠাতা মুস্তাফা সুলেমানকে নিয়োগ দেওয়া, যাতে তিনি মাইক্রোসফটের এআই উদ্যোগের নেতৃত্ব দিতে পারেন।
এ ছাড়া জানা গেছে, ওপেনএআই তাদের রিজনিং মডেল ও১ সম্পর্কে মাইক্রোসফটের প্রযুক্তিগত তথ্য দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এর ফলে দুই কোম্পানির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
তা ছাড়া, মাইক্রোসফটের টিম এখন এমএআই মডেলগুলোকে কোপাইলটে ওপেনএআইয়ের মডেলের বদলে ব্যবহার করার পরীক্ষা চালাচ্ছে। পরবর্তীতে এই এমএআই মডেলগুলো ডেভেলপারদের জন্য এপিআই আকারে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যাতে তারা তাদের নিজস্ব অ্যাপে মডেলগুলো ব্যবহার করতে পারে।
তবে মাইক্রোসফট ও ওপেনএআই এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৯ ঘণ্টা আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১০ ঘণ্টা আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
২ দিন আগে