প্রযুক্তি ডেস্ক
অক্টোবরে বাজারে আসছে প্রযুক্তি জায়ান্ট গুগলের নতুন পিক্সেল স্মার্টফোন ও পরবর্তী প্রজন্মের সফটওয়্যার। এগুলো সামনে রেখেই সম্প্রতি অ্যান্ড্রয়েডের নতুন লোগো প্রকাশ করেছে গুগল। এ ছাড়া উন্নত উইজেট, লুকে পরিবর্তন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক্সেসিবিলিটি টুল এবং গুগল ওয়ালেট ও অ্যান্ড্রয়েড অটোর জন্য বেশ কিছু ফিচারও আনছে প্রতিষ্ঠানটি।
নতুন লোগো
আগে অ্যান্ড্রয়েড লোগোতে সব অক্ষরই ছিল ছোট হাতের। বর্তমানে বড় হাতের ‘এ’ দিয়ে শুরু হচ্ছে অ্যান্ড্রয়েডের বানান। অক্ষরগুলো থাকছে সামান্য বাঁকানো। মূলত অ্যান্ড্রয়েডকে নতুন করে ব্র্যান্ডিং করতে চাইছে গুগল। জীবন্ত ও বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্য রাখতে অ্যান্ড্রয়েড রোবটেও পরিবর্তন আসছে।
এআইয়ের মাধ্যমে তথ্য সরবরাহ
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন সব ধরনের সহযোগিতা পাবেন ‘অ্যাট আ গ্ল্যান্স’ উইজেট থেকে। এ উইজেটটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সরাসরি হোম স্ক্রিনে তথ্য সরবরাহ করে। এই ফিচারের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস, ভ্রমণের তথ্য এবং আসন্ন ইভেন্টসহ বিভিন্ন বিষয়ে রিমাইন্ডার পাওয়া যাবে। সঠিক সময়, সঠিক তথ্য সরবরাহের জন্য অ্যাট আ গ্ল্যান্স উইজেট খুবই কার্যকরী।
গুগল ওয়ালেটে নতুনত্ব
দৈনন্দিন কাজ আরও সহজ করতে থাকছে গুগল ওয়ালেট পাস ফটো ইমপোর্ট। এর মাধ্যমে জিম বা লাইব্রেরি কার্ডের মতো জিনিসগুলো বারকোড বা কিউআর কোড আকারে গুগল ওয়ালেটে ডিজিটালভাবে সংরক্ষণ করা যাবে। এসব টিকিট প্রয়োজনের সময় খুব দ্রুত স্মার্টফোনের গুগল ওয়ালেট থেকে ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড অটো আপডেট
অ্যান্ড্রয়েড অটোতে আসছে বড় ধরনের পরিবর্তন। সিসকো ও জুমের তৈরি যোগাযোগের নতুন অ্যাপ ‘ওয়েবএক্স’ যুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েড অটোর নতুন আপডেটে। এখন থেকে অডিওর মাধ্যমে কনফারেন্স কল শুরু এবং এতে অংশ নেওয়া যাবে। সঙ্গে গাড়ির ডিসপ্লেতে থাকছে মিটিংয়ের সূচি দেখার সুযোগ। গাড়ি চালু থাকা অবস্থায় সক্রিয়ভাবে কল নিয়ন্ত্রণ করা যাবে।
লুকআউটে পরিবর্তন
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজ করতে গুগল লুকআউট ফিচারে পরিবর্তন আনা হচ্ছে। এআই ব্যবহারের মাধ্যমে গ্রুপ চ্যাট, ক্যামেরা অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান কনটেন্টগুলো আরও সহজলভ্য হচ্ছে।
ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে যেকোনো ছবি এবং প্রশ্ন খুঁজে এ-সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারেন। সর্বশেষ লুকআউট আপডেটে বেশ কিছু ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের সব প্রান্তের মানুষের কাছে পৌঁছাতে বর্তমানে জাপানিজ, কোরিয়ান, চায়নিজসহ প্রায় ৩৪টি ভাষা আছে গুগল লুকআউটে।
সূত্র: নিউজ বাইটস অ্যাপ
অক্টোবরে বাজারে আসছে প্রযুক্তি জায়ান্ট গুগলের নতুন পিক্সেল স্মার্টফোন ও পরবর্তী প্রজন্মের সফটওয়্যার। এগুলো সামনে রেখেই সম্প্রতি অ্যান্ড্রয়েডের নতুন লোগো প্রকাশ করেছে গুগল। এ ছাড়া উন্নত উইজেট, লুকে পরিবর্তন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক্সেসিবিলিটি টুল এবং গুগল ওয়ালেট ও অ্যান্ড্রয়েড অটোর জন্য বেশ কিছু ফিচারও আনছে প্রতিষ্ঠানটি।
নতুন লোগো
আগে অ্যান্ড্রয়েড লোগোতে সব অক্ষরই ছিল ছোট হাতের। বর্তমানে বড় হাতের ‘এ’ দিয়ে শুরু হচ্ছে অ্যান্ড্রয়েডের বানান। অক্ষরগুলো থাকছে সামান্য বাঁকানো। মূলত অ্যান্ড্রয়েডকে নতুন করে ব্র্যান্ডিং করতে চাইছে গুগল। জীবন্ত ও বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্য রাখতে অ্যান্ড্রয়েড রোবটেও পরিবর্তন আসছে।
এআইয়ের মাধ্যমে তথ্য সরবরাহ
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন সব ধরনের সহযোগিতা পাবেন ‘অ্যাট আ গ্ল্যান্স’ উইজেট থেকে। এ উইজেটটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সরাসরি হোম স্ক্রিনে তথ্য সরবরাহ করে। এই ফিচারের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস, ভ্রমণের তথ্য এবং আসন্ন ইভেন্টসহ বিভিন্ন বিষয়ে রিমাইন্ডার পাওয়া যাবে। সঠিক সময়, সঠিক তথ্য সরবরাহের জন্য অ্যাট আ গ্ল্যান্স উইজেট খুবই কার্যকরী।
গুগল ওয়ালেটে নতুনত্ব
দৈনন্দিন কাজ আরও সহজ করতে থাকছে গুগল ওয়ালেট পাস ফটো ইমপোর্ট। এর মাধ্যমে জিম বা লাইব্রেরি কার্ডের মতো জিনিসগুলো বারকোড বা কিউআর কোড আকারে গুগল ওয়ালেটে ডিজিটালভাবে সংরক্ষণ করা যাবে। এসব টিকিট প্রয়োজনের সময় খুব দ্রুত স্মার্টফোনের গুগল ওয়ালেট থেকে ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড অটো আপডেট
অ্যান্ড্রয়েড অটোতে আসছে বড় ধরনের পরিবর্তন। সিসকো ও জুমের তৈরি যোগাযোগের নতুন অ্যাপ ‘ওয়েবএক্স’ যুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েড অটোর নতুন আপডেটে। এখন থেকে অডিওর মাধ্যমে কনফারেন্স কল শুরু এবং এতে অংশ নেওয়া যাবে। সঙ্গে গাড়ির ডিসপ্লেতে থাকছে মিটিংয়ের সূচি দেখার সুযোগ। গাড়ি চালু থাকা অবস্থায় সক্রিয়ভাবে কল নিয়ন্ত্রণ করা যাবে।
লুকআউটে পরিবর্তন
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজ করতে গুগল লুকআউট ফিচারে পরিবর্তন আনা হচ্ছে। এআই ব্যবহারের মাধ্যমে গ্রুপ চ্যাট, ক্যামেরা অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান কনটেন্টগুলো আরও সহজলভ্য হচ্ছে।
ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে যেকোনো ছবি এবং প্রশ্ন খুঁজে এ-সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারেন। সর্বশেষ লুকআউট আপডেটে বেশ কিছু ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের সব প্রান্তের মানুষের কাছে পৌঁছাতে বর্তমানে জাপানিজ, কোরিয়ান, চায়নিজসহ প্রায় ৩৪টি ভাষা আছে গুগল লুকআউটে।
সূত্র: নিউজ বাইটস অ্যাপ
ইউটিউব এখন শুধু বিনোদন নয়; তথ্য, শিক্ষা ও আয়ের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন এখানে হাজার হাজার নতুন ভিডিও প্রকাশিত হচ্ছে। এই প্রতিযোগিতার ভিড়ে একজন কনটেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। আর সেই দৃষ্টি আকর্ষণের প্রথম ধাপ হলো, একটি আকর্ষণীয় ও কার্যকর টাইটেল।
৯ মিনিট আগেচ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তাদের প্রতিষ্ঠিত স্টার্টআপ স্পিয়ার এআই প্রথমবারের মতো বাইরের কোনো উৎস থেকে বিনিয়োগ পেয়েছে। কোম্পানিটি সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে সংগৃহীত জটিল ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে থাকে।
১৮ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের ইতিহাসের অন্যতম বড় পুনর্গঠনের পথে হাঁটছে। মার্কিন এই কোম্পানি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খরচ কমাতে এবং কোম্পানিটিকে লাভজনক করতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপ-বু টান এর নেতৃত্বে...
১৮ ঘণ্টা আগে