অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে এক–তৃতীয়াংশ কর্মীর সপ্তাহে মাত্র ৪ দিন কাজ করলেই হবে। ২০৩৩ সালের মধ্যে লাখ লাখ কর্মী সপ্তাহে মাত্র চার দিন কাজ করবে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের শ্রমশক্তি নিয়ে এক জরিপে এ তথ্য উঠে এসেছে বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান অটোনমির প্রতিবেদনের বরাতে প্রতিবেদনে বলা হয়, এআই ব্যবহারের ফলে উৎপাদনশীলতা বাড়বে। সপ্তাহের কর্মঘণ্টা ৪০ থেকে ৩২ ঘণ্টায় নেমে আসবে। বেতন ও কর্মক্ষমতা অপরিবর্তিত রেখে কর্মশক্তির প্রায় ২৮ শতাংশ এই সুবিধা পাবে। অর্থাৎ যুক্তরাজ্যের ৮৮ লাখ মানুষ ও যুক্তরাষ্ট্রের ৩৫০ লাখ মানুষ এই সুবিধা ভোগ করবে।
গবেষণায় বলা হয়, চ্যাটজিপিটির মত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএমস) ব্যবহারের ফলে এই লক্ষ্য অর্জন সম্ভব। অটোনমি বলছে, বেকারত্ব ঠেকাতে এবং শারীরিক ও মানসিক অসুস্থতা কমাতে এই নীতি সহায়তা করবে।
অটোনমির গবেষণা পরিচালক উইল স্ট্রং বলেন, এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহারের ফলে কী ধরনের লাভ হবে বা কত মানুষ চাকরি হারাবে–শুধু এসব বিষয়ের ওপর ফোকাস করে অনেক গবেষণা হচ্ছে। তবে অটোনমির গবেষণার ফলাফল বলেছে, কোনো প্রযুক্তির যখন পূর্ণ বিকাশ হয় এবং একে সঠিকভাবে কাজে লাগানো যায়, তখন শুধু কাজের মানই উন্নত হয় না, বরং কর্ম ও জীবন ভারসাম্যপূর্ণ হয়।
গবেষণায় দেখা যায়, এলএলএম প্রযুক্তি অন্তর্ভুক্ত করার মাধ্যমে গ্রেট ব্রিটেনের কর্মশক্তির ৮৮ শতাংশ অর্থাৎ ২৮০ লাখ কর্মীর কর্মঘণ্টা কমপক্ষে ১০ শতাংশ কমে যাবে।
অটোনমির মতে, এআই ব্যবহারের ফলে সিটি অব লন্ডন, এলমব্রিজ ও ওকিংহাম শহরে আগামী দশকে ৩৮ শতাংশ বা তার বেশি সংখ্যক কর্মীদের কর্মঘণ্টা কমে যাবে।
একইধরনের গবেষণা যুক্তরাষ্ট্রের কর্মশক্তি নিয়েও করেছে অটোনমি। এতে বলা হয়, ২০৩৩ সালের মধ্য যুক্তরাষ্ট্রের ৩৫০ লাখ কর্মী সপ্তাহে চার দিন কাজ করবে। আর কর্মশক্তির ৭১ শতাংশ অর্থাৎ ১ হাজার ২৮০ লাখ কর্মীর কর্মঘণ্টা প্রায় ১০ শতাংশ কমে যাবে। ম্যাসাচুসেটস, উটাহ এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যে এলএলএম ব্যবহারের ফলে কর্মশক্তির প্রায় এক চতুর্থাংশ কর্মী সপ্তাহে শুধু চার দিন কাজ করবে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সপ্তাহে ৩২ ঘণ্টা কাজের জন্য একটি বিল উত্থাপন করেন কংগ্রেসম্যান মার্ক টাকানো। তিনি বলেন, ‘এআই ও অটোমেশনের কারণে কর্মশক্তিতে একটি মৌলিক পরিবর্তন এসেছে। সরকারি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যেকোনো শিল্প বা দক্ষতার স্তর নির্বিশেষে সব কর্মী এর সুফল ভোগ করতে পারবে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সরকারি এবং বেসরকারি-খাতের নিয়োগকর্তাদের ‘কর্মক্ষেত্রে এআই প্রযুক্তি গ্রহণ করে এই সেক্টরে বিশ্বনেতা হওয়ার সুযোগের’ সদ্ব্যবহার করার আহ্বান জানায় অটোনমি। এর মাধ্যমে লাখ লাখ কর্মীর জীবন উন্নত হবে। এজন্য নীতিনির্ধারকদের পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে কোম্পানি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে এক–তৃতীয়াংশ কর্মীর সপ্তাহে মাত্র ৪ দিন কাজ করলেই হবে। ২০৩৩ সালের মধ্যে লাখ লাখ কর্মী সপ্তাহে মাত্র চার দিন কাজ করবে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের শ্রমশক্তি নিয়ে এক জরিপে এ তথ্য উঠে এসেছে বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান অটোনমির প্রতিবেদনের বরাতে প্রতিবেদনে বলা হয়, এআই ব্যবহারের ফলে উৎপাদনশীলতা বাড়বে। সপ্তাহের কর্মঘণ্টা ৪০ থেকে ৩২ ঘণ্টায় নেমে আসবে। বেতন ও কর্মক্ষমতা অপরিবর্তিত রেখে কর্মশক্তির প্রায় ২৮ শতাংশ এই সুবিধা পাবে। অর্থাৎ যুক্তরাজ্যের ৮৮ লাখ মানুষ ও যুক্তরাষ্ট্রের ৩৫০ লাখ মানুষ এই সুবিধা ভোগ করবে।
গবেষণায় বলা হয়, চ্যাটজিপিটির মত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএমস) ব্যবহারের ফলে এই লক্ষ্য অর্জন সম্ভব। অটোনমি বলছে, বেকারত্ব ঠেকাতে এবং শারীরিক ও মানসিক অসুস্থতা কমাতে এই নীতি সহায়তা করবে।
অটোনমির গবেষণা পরিচালক উইল স্ট্রং বলেন, এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহারের ফলে কী ধরনের লাভ হবে বা কত মানুষ চাকরি হারাবে–শুধু এসব বিষয়ের ওপর ফোকাস করে অনেক গবেষণা হচ্ছে। তবে অটোনমির গবেষণার ফলাফল বলেছে, কোনো প্রযুক্তির যখন পূর্ণ বিকাশ হয় এবং একে সঠিকভাবে কাজে লাগানো যায়, তখন শুধু কাজের মানই উন্নত হয় না, বরং কর্ম ও জীবন ভারসাম্যপূর্ণ হয়।
গবেষণায় দেখা যায়, এলএলএম প্রযুক্তি অন্তর্ভুক্ত করার মাধ্যমে গ্রেট ব্রিটেনের কর্মশক্তির ৮৮ শতাংশ অর্থাৎ ২৮০ লাখ কর্মীর কর্মঘণ্টা কমপক্ষে ১০ শতাংশ কমে যাবে।
অটোনমির মতে, এআই ব্যবহারের ফলে সিটি অব লন্ডন, এলমব্রিজ ও ওকিংহাম শহরে আগামী দশকে ৩৮ শতাংশ বা তার বেশি সংখ্যক কর্মীদের কর্মঘণ্টা কমে যাবে।
একইধরনের গবেষণা যুক্তরাষ্ট্রের কর্মশক্তি নিয়েও করেছে অটোনমি। এতে বলা হয়, ২০৩৩ সালের মধ্য যুক্তরাষ্ট্রের ৩৫০ লাখ কর্মী সপ্তাহে চার দিন কাজ করবে। আর কর্মশক্তির ৭১ শতাংশ অর্থাৎ ১ হাজার ২৮০ লাখ কর্মীর কর্মঘণ্টা প্রায় ১০ শতাংশ কমে যাবে। ম্যাসাচুসেটস, উটাহ এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যে এলএলএম ব্যবহারের ফলে কর্মশক্তির প্রায় এক চতুর্থাংশ কর্মী সপ্তাহে শুধু চার দিন কাজ করবে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সপ্তাহে ৩২ ঘণ্টা কাজের জন্য একটি বিল উত্থাপন করেন কংগ্রেসম্যান মার্ক টাকানো। তিনি বলেন, ‘এআই ও অটোমেশনের কারণে কর্মশক্তিতে একটি মৌলিক পরিবর্তন এসেছে। সরকারি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যেকোনো শিল্প বা দক্ষতার স্তর নির্বিশেষে সব কর্মী এর সুফল ভোগ করতে পারবে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সরকারি এবং বেসরকারি-খাতের নিয়োগকর্তাদের ‘কর্মক্ষেত্রে এআই প্রযুক্তি গ্রহণ করে এই সেক্টরে বিশ্বনেতা হওয়ার সুযোগের’ সদ্ব্যবহার করার আহ্বান জানায় অটোনমি। এর মাধ্যমে লাখ লাখ কর্মীর জীবন উন্নত হবে। এজন্য নীতিনির্ধারকদের পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে কোম্পানি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সম্প্রতি একটি নতুন আইন প্রণয়ন করেছে যুক্তরাজ্য সরকার। এই আইন অনুসারে, এআই টুল ব্যবহার করে শিশু যৌন নিপীড়নে ছবি তৈরি করাকে অপরাধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে। এই ধরনের অপরাধের বিরুদ্ধে আইন প্রণয়নের ক্ষেত্রে এটি বিশ্বের প্রথম দেশ।
২২ মিনিট আগেইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার অপরাধীরা বিশ্বাসযোগ্য কলার আইডি ব্যবহার করে নিজেকে গুগল সাপোর্টের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে। এ ক্ষেত্রে তারা প্রথমে জিমেইল ব্যবহারকারী জানায় যে, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং তারা সেটি পুনরুদ্ধার করতে সহায়তা করছে।
১৪ ঘণ্টা আগেস্মার্টফোন ব্র্যান্ড অপো এবার বাংলাদেশের বাজারে আনছে রেনো ১৩ সিরিজ। শিগগিরই দেশে উন্মোচন হতে যাচ্ছে এ সিরিজের স্মার্টফোন। প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের অভিজ্ঞতাই বদলে দিতে পারে! বাটারফ্লাই শ্যাডো এবং লুম
১৯ ঘণ্টা আগেইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
২ দিন আগে