ফিচার ডেস্ক
কথা ছিল, আট দিন থাকবেন। কিন্তু ৫ জুন রওনা দিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছানোর পর দুই মাসেও ফেরা হয়নি তাঁদের। ধারণা করা হচ্ছে, উদ্ধারকারী মহাকাশযানটি তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনতে সক্ষম হবে না। আটকে পড়া দুই বিজ্ঞানী হলেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাঁদের উদ্ধারকারী মহাকাশযান স্টারলাইনার এখনো কক্ষপথে বিচ্ছিন্ন অবস্থায় আছে।
নাসার একটি মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, স্টারলাইনারের একাধিক থ্রাস্টারে সমস্যা হয়েছে এবং এর প্রপালশন সিস্টেমে ফুটো ছিল। ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা সত্ত্বেও প্রকৌশলীরা সমস্যার পেছনের কারণ বুঝতে পারেননি। এদিকে কক্ষপথে পরীক্ষা করে দেখা গেছে, মহাকাশযানের থ্রাস্টারগুলো এখন ভালো পারফরম্যান্স করছে, যা আরও বিভ্রান্তি বাড়িয়েছে। তাই যতক্ষণ না প্রকৌশলীদের প্রপালশন সিস্টেমের ওপরে আস্থাসূচক মনোভাব আসবে, ততক্ষণ পর্যন্ত এই দুই বিজ্ঞানী পৃথিবীর মাটিতে ফিরে আসতে পারবেন না।
যদি স্টারলাইনার তাদের ফিরিয়ে আনতে ব্যর্থ হয়, তাহলে নাসা মাত্র দুই নভোচারীর সঙ্গে একটি চার সিটের স্পেসএক্স ক্রু ড্রাগন মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছে। নাসার স্পেস অপারেশনের পরিচালক কেন বোওয়ারসক্স স্বীকার করেছেন, ‘দুই সপ্তাহের মধ্যে যেভাবে বিষয়গুলো এগিয়েছে, তার ওপর ভিত্তি করেই স্টারলাইনারের ফিরে আসার সম্ভাবনা কিছুটা বেড়েছে।’
সূত্র: বিবিসি
কথা ছিল, আট দিন থাকবেন। কিন্তু ৫ জুন রওনা দিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছানোর পর দুই মাসেও ফেরা হয়নি তাঁদের। ধারণা করা হচ্ছে, উদ্ধারকারী মহাকাশযানটি তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনতে সক্ষম হবে না। আটকে পড়া দুই বিজ্ঞানী হলেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাঁদের উদ্ধারকারী মহাকাশযান স্টারলাইনার এখনো কক্ষপথে বিচ্ছিন্ন অবস্থায় আছে।
নাসার একটি মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, স্টারলাইনারের একাধিক থ্রাস্টারে সমস্যা হয়েছে এবং এর প্রপালশন সিস্টেমে ফুটো ছিল। ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা সত্ত্বেও প্রকৌশলীরা সমস্যার পেছনের কারণ বুঝতে পারেননি। এদিকে কক্ষপথে পরীক্ষা করে দেখা গেছে, মহাকাশযানের থ্রাস্টারগুলো এখন ভালো পারফরম্যান্স করছে, যা আরও বিভ্রান্তি বাড়িয়েছে। তাই যতক্ষণ না প্রকৌশলীদের প্রপালশন সিস্টেমের ওপরে আস্থাসূচক মনোভাব আসবে, ততক্ষণ পর্যন্ত এই দুই বিজ্ঞানী পৃথিবীর মাটিতে ফিরে আসতে পারবেন না।
যদি স্টারলাইনার তাদের ফিরিয়ে আনতে ব্যর্থ হয়, তাহলে নাসা মাত্র দুই নভোচারীর সঙ্গে একটি চার সিটের স্পেসএক্স ক্রু ড্রাগন মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছে। নাসার স্পেস অপারেশনের পরিচালক কেন বোওয়ারসক্স স্বীকার করেছেন, ‘দুই সপ্তাহের মধ্যে যেভাবে বিষয়গুলো এগিয়েছে, তার ওপর ভিত্তি করেই স্টারলাইনারের ফিরে আসার সম্ভাবনা কিছুটা বেড়েছে।’
সূত্র: বিবিসি
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২০ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে