চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
এ বিষয় নিয়ে চীনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েবুতে পোস্ট করে স্মার্টফোন–বিষয়ক এক তথ্য ফাঁসকারী। তার মতে, চলতি বছরে বাজেট ফোনগুলোতেও ৭ হাজার ৫০০ এমএইচএয়ের ব্যাটারি যুক্ত করবে শাওমির সাব ব্র্যান্ড রেডমি। সম্ভবত রেডমি টার্বো ৪ প্রো ফোনে শক্তিশালী ব্যাটারিটি যুক্ত করা হবে।
এমনকি শাওমি ৮ হাজার এমএইচের ব্যাটারি নিয়েও পরীক্ষা–নিরীক্ষা করেছে বলে শোনা যাচ্ছে। কিছু সূত্র অনুযায়ী, ব্যাটারির আকার বেড়ে গেলেও ফোনগুলো দ্রুতই চার্জ হবে। এ বিশালাকার ব্যাটারি চার্জের জন্য ১০০ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টর ব্যবহার করা হতে পারে।
সম্ভবত সিলিকন-কার্বন সংকর উপকরণ ব্যবহারের মাধ্যমে স্মার্টফোন ব্যাটারির ক্ষমতা এতটা বাড়ানো সম্ভব হচ্ছে। সিলিকন-কার্বন কম্পোজিট (এসআইসি) উপকরণ সাধারণত গ্রাফাইটের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে।
সিলিকন, যখন ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি দশ গুণ বেশি আয়ন ধারণ করতে পারে। এ প্রক্রিয়া বৈদ্যুতিক রাসায়নিক শক্তির ঘনত্বে ব্যাপক বৃদ্ধি ঘটায়। এর ফলে, ছোট সাইজে আরও শক্তিশালী ব্যাটারি তৈরি করা সম্ভব হয়। এটি দ্রুত চার্জিংয়ের জন্যও সুবিধা তৈরি করে। এ ছাড়া উপকরণটি প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়।
রেডমিই প্রথম ব্র্যান্ড নয়, যারা এ নতুন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করবে। তবে এটি নতুন রেকর্ড গড়তে প্রস্তুত। ২০২৩ সালে অনার তাদের ম্যাজিক ৫ প্রো ফোনের মাধ্যমে এই ট্রেন্ড শুরু করে। তাদের নতুন ফোন ম্যাজিক ৭ লাইটে ৬ হাজার ৬০০ এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে, রেডমি ম্যাজিক ১০ প্রোতে ৮ হাজার ৮০ এমএইচ ব্যাটারি রয়েছে এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে।
রিয়েলমি জিটি ৭ প্রোও একটি একটি সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করে। একই প্রযুক্তি ওয়ানপ্লাসকে তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপে ৬,০০০ এমএএইচ ব্যাটারি বসানোর সুযোগ দিয়েছে, যার ফলে তারা তার ফাস্ট চার্জিং প্রযুক্তি (ওয়্যারড হোক বা ওয়্যারলেস) হারায়নি। আরেকটি চীনা ব্র্যান্ড ভিভোও তাদের ক্যামেরাকেন্দ্রিক এক্স ২০০ প্রো স্মার্টফোনে সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করেছে।
বিভিন্ন তথ্যানুসারে, এ বছরে অনেক ফোনেই ৮,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আর এই গুরুত্বপূর্ণ উদ্ভাবনের সুবিধা উপভোগ করতে বিপুল পরিমাণ অর্থও খরচ করতে হবে না।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
এ বিষয় নিয়ে চীনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েবুতে পোস্ট করে স্মার্টফোন–বিষয়ক এক তথ্য ফাঁসকারী। তার মতে, চলতি বছরে বাজেট ফোনগুলোতেও ৭ হাজার ৫০০ এমএইচএয়ের ব্যাটারি যুক্ত করবে শাওমির সাব ব্র্যান্ড রেডমি। সম্ভবত রেডমি টার্বো ৪ প্রো ফোনে শক্তিশালী ব্যাটারিটি যুক্ত করা হবে।
এমনকি শাওমি ৮ হাজার এমএইচের ব্যাটারি নিয়েও পরীক্ষা–নিরীক্ষা করেছে বলে শোনা যাচ্ছে। কিছু সূত্র অনুযায়ী, ব্যাটারির আকার বেড়ে গেলেও ফোনগুলো দ্রুতই চার্জ হবে। এ বিশালাকার ব্যাটারি চার্জের জন্য ১০০ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টর ব্যবহার করা হতে পারে।
সম্ভবত সিলিকন-কার্বন সংকর উপকরণ ব্যবহারের মাধ্যমে স্মার্টফোন ব্যাটারির ক্ষমতা এতটা বাড়ানো সম্ভব হচ্ছে। সিলিকন-কার্বন কম্পোজিট (এসআইসি) উপকরণ সাধারণত গ্রাফাইটের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে।
সিলিকন, যখন ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি দশ গুণ বেশি আয়ন ধারণ করতে পারে। এ প্রক্রিয়া বৈদ্যুতিক রাসায়নিক শক্তির ঘনত্বে ব্যাপক বৃদ্ধি ঘটায়। এর ফলে, ছোট সাইজে আরও শক্তিশালী ব্যাটারি তৈরি করা সম্ভব হয়। এটি দ্রুত চার্জিংয়ের জন্যও সুবিধা তৈরি করে। এ ছাড়া উপকরণটি প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়।
রেডমিই প্রথম ব্র্যান্ড নয়, যারা এ নতুন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করবে। তবে এটি নতুন রেকর্ড গড়তে প্রস্তুত। ২০২৩ সালে অনার তাদের ম্যাজিক ৫ প্রো ফোনের মাধ্যমে এই ট্রেন্ড শুরু করে। তাদের নতুন ফোন ম্যাজিক ৭ লাইটে ৬ হাজার ৬০০ এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে, রেডমি ম্যাজিক ১০ প্রোতে ৮ হাজার ৮০ এমএইচ ব্যাটারি রয়েছে এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে।
রিয়েলমি জিটি ৭ প্রোও একটি একটি সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করে। একই প্রযুক্তি ওয়ানপ্লাসকে তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপে ৬,০০০ এমএএইচ ব্যাটারি বসানোর সুযোগ দিয়েছে, যার ফলে তারা তার ফাস্ট চার্জিং প্রযুক্তি (ওয়্যারড হোক বা ওয়্যারলেস) হারায়নি। আরেকটি চীনা ব্র্যান্ড ভিভোও তাদের ক্যামেরাকেন্দ্রিক এক্স ২০০ প্রো স্মার্টফোনে সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করেছে।
বিভিন্ন তথ্যানুসারে, এ বছরে অনেক ফোনেই ৮,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আর এই গুরুত্বপূর্ণ উদ্ভাবনের সুবিধা উপভোগ করতে বিপুল পরিমাণ অর্থও খরচ করতে হবে না।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
অ্যাপটির চুরি হওয়া ছবির মধ্যে ১৩ হাজার সেলফি ও ফটো আইডি রয়েছে, যেগুলো অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য ব্যবহারকারীরা দিয়েছিলেন। এ ছাড়া, পোস্ট, মন্তব্য ও ডাইরেক্ট মেসেজ থেকে সংগৃহীত আরও ৫৯ হাজার ছবি হ্যাকারদের হাতে পড়েছে।
১৮ মিনিট আগেইউটিউব এখন শুধু বিনোদন নয়; তথ্য, শিক্ষা ও আয়ের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন এখানে হাজার হাজার নতুন ভিডিও প্রকাশিত হচ্ছে। এই প্রতিযোগিতার ভিড়ে একজন কনটেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। আর সেই দৃষ্টি আকর্ষণের প্রথম ধাপ হলো, একটি আকর্ষণীয় ও কার্যকর টাইটেল।
১ ঘণ্টা আগেচ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তাদের প্রতিষ্ঠিত স্টার্টআপ স্পিয়ার এআই প্রথমবারের মতো বাইরের কোনো উৎস থেকে বিনিয়োগ পেয়েছে। কোম্পানিটি সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে সংগৃহীত জটিল ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে থাকে।
১৯ ঘণ্টা আগে