Ajker Patrika

১ কোটি পিক্সেল ফোন বিক্রি করেছে গুগল

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ২০: ২৪
১ কোটি পিক্সেল ফোন বিক্রি করেছে গুগল

স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে অন্যান্য কোম্পানির চেয়ে পিছিয়ে ছিল গুগলের পিক্সেল। তারপরও বিশ্বজুড়ে প্রায় ১ কোটির মতো পিক্সেল স্মার্টফোন বিক্রি করেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (আইডিসি) ভাইস প্রেসিডেন্ট ফ্র্যান্সিসকো জেরোনিমো বলেন, ২০১৬ সাল থেকে পিক্সেল নামে নতুন ডিভাইস বিক্রি করছে গুগল। কোম্পানিটি এ পর্যন্ত ৩ কোটি ৭৯ লাখ পিক্সেল ডিভাইস বিক্রি করেছে। 

গত বছর কোম্পানিটি ফোন বিক্রির ৩ কোটি মাইলফলক ছুঁয়েছে, যা পিক্সেল ডিভাইসের ক্ষেত্রে সবচেয়ে ভালো বছর। গুগল পিক্সেল ৭ বাজারে ছাড়ার পর যুক্তরাষ্ট্র ও জাপানের বাজারে এর চাহিদা বেড়ে যায়। 

আইডিসির মতে, যেসময় অ্যান্ড্রয়েড ফোন বিক্রির সংখ্যা কমে গিয়েছিল, সেসময় পিক্সেল ডিভাইসের বিক্রি বেড়ে যায়। 

এ বছরের জুলাইতে গুগলের সবচেয়ে বড় বাজার ছিল জাপান যা অ্যাপলের আইফোনের সঙ্গে পাল্লা দেয়। গুগল পিক্সেল ৮ ও গুগল পিক্সেল ৮ প্রো সবচেয়ে দ্রুত ক্রেতাদের আকর্ষিত করেছে। এআই ভিত্তিক অভিনব ফিচারের সঙ্গে উন্নত ক্যামেরা সেটআপ, নতুন জি৩ চিপসেট ও ৭ বছরের অপারেটিং সিস্টেম আপডেটের বিষয়গুলোর জন্য স্মার্টফোন বিক্রির প্রতিযোগিতায় গুগল পিক্সেল এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। 

গত সপ্তাহে ‘মেড বাই গুগল ২০২৩’ ইভেন্টে গুগল পিক্সেল ৮ ও গুগল পিক্সেল ৮ প্রো ডিভাইস দুটি উন্মোচন করা হয়। এরপর থেকেই ডিভাইসগুলো নিয়ে ক্রেতাদের আগ্রহ বাড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত