Ajker Patrika

আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ যেখানে আলাদা হচ্ছে

আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ যেখানে আলাদা হচ্ছে

চলতি বছরেই অ্যাপল বাজারে আনার কথা আইফোন ১৪ সিরিজের ফোন। বাজারের সবচেয়ে জনপ্রিয় এই মোবাইল ফোন কোম্পানির নতুন সিরিজ নিয়ে গুঞ্জন থাকবে—এটাই স্বাভাবিক। এবার গুঞ্জনটা একটু বেশিই। কারণ, শোনা যাচ্ছে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো এর মধ্যে থাকবে কিছু উল্লেখযোগ্য পার্থক্য।

প্রযুক্তি সম্পর্কিত সংবাদমাধ্যম টেকরাডার জানাচ্ছে, আইফোন ১৪ সংস্করণের এ দুই মডেলের মূল পার্থক্যটি গড়ে দেবে স্ক্রিন। কারণ, এ দুই মডেলের স্ক্রিন তৈরি করছে আলাদা দুটি কোম্পানি। 

স্মার্টফোনের ডিসপ্লে তৈরির কোম্পানি বিওই এবার আইফোন ১৪-এর ৬ দশমিক ১ ইঞ্চি দৈর্ঘ্যের ডিসপ্লেটি তৈরি করবে। এ কোম্পানি নতুন নয়। চীনা এই প্রতিষ্ঠান হুয়াওয়ে, ভিভোসহ বেশ কিছু জনপ্রিয় মোবাইল ডিভাইস উৎপাদনকারী কোম্পানির ডিসপ্লে তৈরি করেছে। তবে আইফোনের সঙ্গে এর আগে এ প্রতিষ্ঠান কাজ করেনি। আইফোনের ডিসপ্লে তৈরি করে আসছে স্যামসাং ও এলজির মতো কোম্পানি। এবারও তারা আইফোনের ডিসপ্লে তৈরি করবে। তবে আইফোন ১৪-এর ডিসপ্লে তৈরির দায়িত্ব পাচ্ছে বিওই। 

এরই মধ্যে আইফোন ১৪-এ বেশ কিছু বদলের কথা শোনা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি যা শোনা যাচ্ছে, তা হলো—এবারের আইফোনে নচের আকারটি কিছুটা ছোট হবে। আইফোন স্ক্রিনের ওপরের দিকে থাকা অংশটিই নচ, যেখানে ক্যামেরা, সাউন্ডসহ বিভিন্ন জরুরি অংশ যুক্ত থাকে। এই নচের কারণে ডিসপ্লের ওপরের দিকটা অনেকটা ছোট হয়ে আসে। এবার এতে পরিবর্তন আসতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে। 

এবারও আগেরবারের মতোই আইফোন ১৪-এর চারটি মডেল বাজারে আসছে বলে ধারণা করা হচ্ছে। এর একদিকে থাকছে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স; অন্যদিকে থাকছে আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৪ ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৪ ম্যাক্স এবার আইফোন মিনির বদলে আনা হচ্ছে। তবে দামে তুলনামূলক সস্তা হলেও এই মডেলে ব্যবহারকারীরা পাচ্ছেন ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে। 

তবে এই সবই এখনো গুঞ্জন। বরাবরের মতোই নিজেদের নতুন মডেল বাজারে ছাড়ার আগে মুখে কুলুপ এঁটে বসে আছে অ্যাপল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত