কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সম্প্রতি একটি নতুন আইন প্রণয়ন করেছে যুক্তরাজ্য সরকার। এই আইন অনুসারে, এআই টুল ব্যবহার করে শিশু যৌন নিপীড়নের ছবি তৈরিকে অপরাধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে। এই ধরনের অপরাধের বিরুদ্ধে আইন প্রণয়নের ক্ষেত্রে এটি বিশ্বের প্রথম দেশ।
বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলসে শিশুদের আপত্তিকর ছবি ধারণ, রাখা বা শেয়ার করা অপরাধ। তবে নতুন আইনে এআই প্রযুক্তি ব্যবহার করে বাস্তব শিশুর ছবি নিউডিফাই বা নগ্নভাবে তৈরি করাকেও অপরাধ হিসেবে গণ্য হবে।
ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন বলছে, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ, অনলাইনে অপরাধীরা এআই টুলস ব্যবহার করে শিশু নির্যাতন-সংক্রান্ত কনটেন্ট তৈরি করছেন। ২০২৪ সালে এ ধরনের ছবির সংখ্যা প্রায় পাঁচ গুণ বেড়ে গেছে।
ইংল্যান্ডের অভ্যন্তরীণ মন্ত্রী ইয়ভেট কুপার বলেন, ‘আমরা জানি, অনলাইনে অসুস্থ অপরাধীরা যেসব কাজ করে, তা তাদের বাস্তবে ভয়ানক নির্যাতন করার দিকে নিয়ে যায়। তাই অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই শিশুশিক্ষার নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।’
এ ছাড়া এমনও অভিযোগ পাওয়া গেছে, এআই ব্যবহার করে তাদের পরিচয় গোপন করে শিশুদের ব্ল্যাকমেল করে মিথ্যা ছবি দিয়ে তাদের আরও নির্যাতন অপরাধীরা।
নতুন আইনে, শিশু নির্যাতনের ছবি তৈরির জন্য এআই টুল তৈরি, এই ধরনের ছবি রাখা বা শেয়ার করা অপরাধ হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে এআই ‘পেডোফাইল ম্যানুয়াল’ নামে এআই সম্পর্কিত বইগুলোর মালিকানা নিষিদ্ধ করা হবে, যা এসব প্রযুক্তির ব্যবহার শেখায়।
এ ছাড়া যেসব ওয়েবসাইটে যেখানে শিশুদের প্রতি যৌন নিপীড়নের ছবি বা ভিডিও ছড়ানো হয়, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সরকার পুলিশকে ডিজিটাল ডিভাইস খুলে পরীক্ষা করার অনুমতি দেবে। এসব ব্যবস্থা ক্রাইম অ্যান্ড পলিসিং বিলের মধ্যে থাকবে। পরবর্তীকালে এগুলো পার্লামেন্টে আলোচনা করা হবে।
এই মাসে যুক্তরাজ্য সরকার ঘোষণা করেছে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং শেয়ার করা যৌন বিষয়ক ‘ডিপফেক’ (ভুয়া) ভিডিও, ছবি বা অডিও অপরাধ হিসেবে গণ্য করবে।
তথ্যসূত্র: সিএনএন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সম্প্রতি একটি নতুন আইন প্রণয়ন করেছে যুক্তরাজ্য সরকার। এই আইন অনুসারে, এআই টুল ব্যবহার করে শিশু যৌন নিপীড়নের ছবি তৈরিকে অপরাধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে। এই ধরনের অপরাধের বিরুদ্ধে আইন প্রণয়নের ক্ষেত্রে এটি বিশ্বের প্রথম দেশ।
বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলসে শিশুদের আপত্তিকর ছবি ধারণ, রাখা বা শেয়ার করা অপরাধ। তবে নতুন আইনে এআই প্রযুক্তি ব্যবহার করে বাস্তব শিশুর ছবি নিউডিফাই বা নগ্নভাবে তৈরি করাকেও অপরাধ হিসেবে গণ্য হবে।
ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন বলছে, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ, অনলাইনে অপরাধীরা এআই টুলস ব্যবহার করে শিশু নির্যাতন-সংক্রান্ত কনটেন্ট তৈরি করছেন। ২০২৪ সালে এ ধরনের ছবির সংখ্যা প্রায় পাঁচ গুণ বেড়ে গেছে।
ইংল্যান্ডের অভ্যন্তরীণ মন্ত্রী ইয়ভেট কুপার বলেন, ‘আমরা জানি, অনলাইনে অসুস্থ অপরাধীরা যেসব কাজ করে, তা তাদের বাস্তবে ভয়ানক নির্যাতন করার দিকে নিয়ে যায়। তাই অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই শিশুশিক্ষার নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।’
এ ছাড়া এমনও অভিযোগ পাওয়া গেছে, এআই ব্যবহার করে তাদের পরিচয় গোপন করে শিশুদের ব্ল্যাকমেল করে মিথ্যা ছবি দিয়ে তাদের আরও নির্যাতন অপরাধীরা।
নতুন আইনে, শিশু নির্যাতনের ছবি তৈরির জন্য এআই টুল তৈরি, এই ধরনের ছবি রাখা বা শেয়ার করা অপরাধ হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে এআই ‘পেডোফাইল ম্যানুয়াল’ নামে এআই সম্পর্কিত বইগুলোর মালিকানা নিষিদ্ধ করা হবে, যা এসব প্রযুক্তির ব্যবহার শেখায়।
এ ছাড়া যেসব ওয়েবসাইটে যেখানে শিশুদের প্রতি যৌন নিপীড়নের ছবি বা ভিডিও ছড়ানো হয়, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সরকার পুলিশকে ডিজিটাল ডিভাইস খুলে পরীক্ষা করার অনুমতি দেবে। এসব ব্যবস্থা ক্রাইম অ্যান্ড পলিসিং বিলের মধ্যে থাকবে। পরবর্তীকালে এগুলো পার্লামেন্টে আলোচনা করা হবে।
এই মাসে যুক্তরাজ্য সরকার ঘোষণা করেছে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং শেয়ার করা যৌন বিষয়ক ‘ডিপফেক’ (ভুয়া) ভিডিও, ছবি বা অডিও অপরাধ হিসেবে গণ্য করবে।
তথ্যসূত্র: সিএনএন
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২১ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে