Ajker Patrika

ওভেনের যত্নআত্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওভেনের যত্নআত্তি

প্রতিদিনের রান্নাবান্নার ঝামেলা দূর করে সময় বাঁচাতে সাহায্য করে ওভেন। আর এটি ভালো রাখতে নিতে হবে যত্নআত্তি।

  • ওভেনে রান্নার সময় ধাতব বাসনপত্র ব্যবহার করা যায় না। তাই ওভেনপ্রুফ বাসনপত্র ব্যবহার করতে হবে।
  • কখনো কিছু পুড়ে গেলে বা কোনো খাবার পড়ে গেলে ওভেনের ভেতর পরিষ্কার করে নিতে হবে। দেখতে হবে পানি বা তরল ক্লিনার যেন টাচপ্যাডে বা

মেশিনের ভেতর ঢুকে না যায়

  • খালি ওভেন চালাবেন না। মাইক্রোওয়েভ শোষণ করার জন্য কোনো খাবার বা তরল না থাকলে ওভেনটির ক্ষতি হতে পারে।
  • ব্যবহারের কিছুক্ষণ আগে ওভেনটি চালু করে নিতে হবে। খেয়াল রাখতে হবে, পাত্র ও খাবার যেন এর ভেতরের ধাতব দেয়ালে লেগে না যায়।
  • খাবার বের করার জন্য ওভেনের দরজা খোলার আগে টাইমার বা অপারেশন বন্ধ করে নিতে হবে।
  • ওভেন এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করে।
  • সব সময় মাইক্রোওয়েভকে একটি বৈদ্যুতিক চার্জ প্রটেক্টরে প্লাগইন রাখতে হবে। এটি ব্যবহার করা না হলে প্লাগ খুলে রাখতে হবে।
  • ছয় মাস পরপর ওয়েভের ফিল্টার পরিবর্তন করা উচিত। নিয়মিত ফিল্টার পরিষ্কার করলে দীর্ঘদিন ওভেন ব্যবহার করা যাবে কোনো ঝামেলা ছাড়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...