Ajker Patrika

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবায় আম্বানির পেছনে পড়লেন মাস্ক ও বেজোস

আপডেট : ১৬ জুন ২০২৪, ১৪: ৫০
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবায় আম্বানির পেছনে পড়লেন মাস্ক ও বেজোস

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবার দৌড়ে ইলন মাস্ক ও জেফ বেজোসকে পেছনে ফেলে দিয়েছেন শীর্ষ ধনী মুকেশ আম্বানি। কারণ স্টারলিংক ও আমাজনের আগেই তাঁর কোম্পানি জিও প্ল্যাটফরম ভারতের মহাকাশ নিয়ন্ত্রণ সংস্থার কাছ থেকে এই সেবা দেওয়ার জন্য অনুমোদন পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমেসর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

মহাকাশভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সেবার জন্য লুক্সেমবার্গের সংস্থা এসইএসের সঙ্গে অংশীদারত্ব করেছে মুকেশ আম্বানি। এই উদ্যোগের নাম অরবিট কানেক্ট। স্থানীয় সূত্রে জানা যায়, ‘অরবিট কানেক্ট ইন্ডিয়া’কে অনুমোদনগুলো দেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো সারা দেশে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করা। 

অনুমোদনটি এমন সময়ে এসেছে, যখন মাস্ক ও বেজোস উভয়ই ভারতের স্যাটেলাইটভিত্তিক যোগাযোগের বাজারে প্রবেশের চেষ্টা করছেন। প্রতিবেদন অনুসারে, এই সেবা প্রদানে অনুমতি দিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টার (ইন-স্পেস)। তবে জিও রিলায়েন্স এখনো উচ্চতর অনুমোদনের জন্য অপেক্ষা করছে। 

ইন স্পেসের চেয়ারম্যান পবন গোয়েংকার মতে, ইনমারস্যাট নামে আরেকটি কোম্পানিও ভারতে স্যাটেলাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। তিনি বলেন, ভারতে যোগযোগ সেবার মূল্য তুলনামূলক কম। তাই সেবার মূল্য কমানোর জন্য বিশ্বের অন্যান্য কোম্পানি বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনে বাধ্য হবে। 

বর্তমানে জিও ফাইবার ও এয়ার ফাইবারের মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা দেয় জিও। এবার স্যাটেলাইটের মাধ্যমে ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা দেবে রিলায়েন্স। তবে আম্বানির কোম্পানির এই ছাড়পত্র পাওয়ায় চাপে পড়লেন ইলন মাস্ক। কারণ ইলন মাস্কের সংস্থা স্টারলিংকও এই সেবা দেয় আর ভারতে এই সেবার চালু করার জন্য গত বছর আবেদন করেন তিনি। কিন্তু এখনো ভারতের সরকার থেকে অনুমোদন পায়নি স্টারলিংক। 

জেফ বেজোসের কোম্পানি আমাজনেরও স্যাটেলাইট ইন্টারনেট সেবা রয়েছে। এই ব্যবসার জন্য আমাজনও ভারতের ওপর নজর দিয়েছিল। তাই স্টারলিংক ও আমাজনের সঙ্গে প্রতিযোগিতা করবে জিও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত