Ajker Patrika

অ্যান্ড্রয়েড ১৪-এ ডিলিট করা যাবে প্রি-ইনস্টলড অ্যাপ 

প্রযুক্তি ডেস্ক
অ্যান্ড্রয়েড ১৪-এ ডিলিট করা যাবে প্রি-ইনস্টলড অ্যাপ 

অ্যান্ড্রয়েড ১৪-এর প্রথম ডেভেলপার প্রিভিউ চালু করেছে গুগল। পিক্সেল ৪এ ও অন্যান্য ডিভাইসে এই সংস্করণ ব্যবহার করা যাচ্ছে। নতুন এই সংস্করণে থাকা বিভিন্ন সুবিধার মধ্যে অন্যতম একটি হলো প্রি-ইনস্টলড অ্যাপ মুছে ফেলার সুবিধা। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকটাইমস এর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকে ইনস্টল করে রাখা অ্যাপসের অধিকাংশই অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এসব অ্যাপের কিছু আনইনস্টল করা গেলেও সব অ্যাপ মুছে ফেলা বা আনইনস্টল করা সম্ভব হয় না। তবে অ্যান্ড্রয়েড ১৪-এ ‘অ্যাপস ইনস্টলড ইন দ্য ব্যাকগ্রাউন্ড’ নামের একটি গোপন মেন্যুর মাধ্যমে এই সমস্যাটি সমাধানের সুবিধা আনা হচ্ছে। তবে ভবিষ্যতে সরাসরি এই মেন্যুটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।  

গুগল জানিয়েছে, ডিভাইস উৎপাদনকারী ও তাদের সহযোগীদের কারণে স্মার্টফোনে আগে থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করা থাকে। মোবাইল ফোনে আগে থেকে ইনস্টল থাকা সব অ্যাপ থাকার প্রয়োজন নেই। ব্যবহারকারী চাইলে সেগুলো ডিলিট বা আনইনস্টল করতে পারবেন।

বিগত বছর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলোর নিরাপত্তা আরও বাড়ানোর ঘোষণা দেয় টেক জায়ান্ট গুগল। ফলে, চলতি বছর থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আর গুগলের কোনো অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রি অনুমতি ছাড়া ট্র্যাক করতে পারবে না। এক ব্লগ পোস্টে গুগল এই তথ্য জানায়। 

গুগল তাঁদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ক্রোম ব্রাউজারে ‘ডেটা ট্র্যাকিং’ সীমিত করার পরিকল্পনা করেছিল। ক্রমান্বয়ে অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোতেও ‘ডেটা ট্র্যাকিং’ সীমিত করার পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছিল গুগল। গুগলের এই তথাকথিত ‘স্যান্ডবক্স প্রকল্পের’ লক্ষ্য হল ব্যবহারকারীর ডেটার পরিমাণ কমানো, যাতে বিজ্ঞাপনদাতারা এসব তথ্য কম সংগ্রহ করতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত