উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ এর সঙ্গে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোন যুক্ত করার সহজ উপায় হলো মাইক্রোসফটের ‘ফোন লিংক’ অ্যাপ ব্যবহার করা। বেশির ভাগ উইন্ডোজ ১১ কম্পিউটারে এটি ডিফল্টভাবে ইনস্টল থাকে। অ্যাপটি ব্যবহার করে ফোন লিংক করা হলে ফোনের যাবতীয় নোটিফিকেশন, মেসেজ কম্পিউটার স্ক্রিনেই দেখা যায়। এখন উইন্ডোজ ১১ স্টার্ট মেনু থেকে ফোন লিংকের ফিচারগুলো ব্যবহার করার সুযোগ দেবে মাইক্রোসফট।
এক পোস্টে গত শুক্রবার মাইক্রোসফট বলে, উইন্ডোজ ১১ এর স্টার্ট মেনুতে ফোন লিংক অ্যাপ পাওয়া যাবে। এর ফলে ফোনের স্ট্যাটাস, প্রধান প্রধান টুল ও অ্যাপের তালিকা সহজেই কম্পিউটারে দেখতে পারবেন।
বর্তমানে এসব অপশন দেখার জন্য ফোন লিংক অ্যাপ ম্যানুয়ালি চালু করতে হয়। তবে ফিচারটি চালু হলে সহজেই ফোনের টুলগুলো ব্যবহার করতে পারবেন। যেমন: ফোনের কোনো টেক্সট মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য ফোন লিংক অ্যাপ স্টার্ট মেনু থেকে দ্রুত চালু করতে পারবেন।
নতুন সুবিধার জন্য স্টার্ট মেনু থেকেই আপনার ফোনটি দেখতে পারবেন। ফোনে সম্প্রতি কী কী করা হয়েছে অর্থাৎ ‘রিসেন্ট অ্যাকটিভিটিস’ এর তালিকায় স্টার্ট মেনু থেকে দেখা যাবে।
এটি এখন শুধু অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে কাজ করবে। পরবর্তীতে আইফোনের জন্যও এই সুবিধা নিয়ে আসা হবে। ফোন লিংকের ১.২৪০৫২. ১২৪.০ বেটা সংস্করণ ও উইন্ডোজ ১১ এর ইনসাইডার প্রিভিউ বিল্ড ২২৬৩.৩৭৯০ পরীক্ষামূলক সংস্করণে এই ফিচার দেখা গেছে।
ফোন লিংক অ্যাপের নতুন ফিচারগুলো তুলে ধরেছে মাইক্রোসফট। সেগুলো হলো—
১. উইন্ডোজ ১১ এর স্টার্ট মেনু থেকেই ফোনের ব্যাটারি ও কানেক্টিভিটি স্ট্যাটাস দেখা যাবে।
২. ফোনের মেসেজ, কল ও ছবি সরাসরি স্টার্ট মেনু থেকে দেখা যাবে। ফলে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ব্যবহারকারীরা সহজে দেখতে পারবে।
৩. ফোনের সর্বশেষ অ্যাক্টিভিটিগুলো দেখা যাবে।
ফোনে চার্জে দেওয়ার সময় বা ফোন অন্য ঘরে থাকলে এই ফিচার অনেক সাহায্য করবে।
তথ্যসূত্র: নাইনটুফাইভ গুগল
উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ এর সঙ্গে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোন যুক্ত করার সহজ উপায় হলো মাইক্রোসফটের ‘ফোন লিংক’ অ্যাপ ব্যবহার করা। বেশির ভাগ উইন্ডোজ ১১ কম্পিউটারে এটি ডিফল্টভাবে ইনস্টল থাকে। অ্যাপটি ব্যবহার করে ফোন লিংক করা হলে ফোনের যাবতীয় নোটিফিকেশন, মেসেজ কম্পিউটার স্ক্রিনেই দেখা যায়। এখন উইন্ডোজ ১১ স্টার্ট মেনু থেকে ফোন লিংকের ফিচারগুলো ব্যবহার করার সুযোগ দেবে মাইক্রোসফট।
এক পোস্টে গত শুক্রবার মাইক্রোসফট বলে, উইন্ডোজ ১১ এর স্টার্ট মেনুতে ফোন লিংক অ্যাপ পাওয়া যাবে। এর ফলে ফোনের স্ট্যাটাস, প্রধান প্রধান টুল ও অ্যাপের তালিকা সহজেই কম্পিউটারে দেখতে পারবেন।
বর্তমানে এসব অপশন দেখার জন্য ফোন লিংক অ্যাপ ম্যানুয়ালি চালু করতে হয়। তবে ফিচারটি চালু হলে সহজেই ফোনের টুলগুলো ব্যবহার করতে পারবেন। যেমন: ফোনের কোনো টেক্সট মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য ফোন লিংক অ্যাপ স্টার্ট মেনু থেকে দ্রুত চালু করতে পারবেন।
নতুন সুবিধার জন্য স্টার্ট মেনু থেকেই আপনার ফোনটি দেখতে পারবেন। ফোনে সম্প্রতি কী কী করা হয়েছে অর্থাৎ ‘রিসেন্ট অ্যাকটিভিটিস’ এর তালিকায় স্টার্ট মেনু থেকে দেখা যাবে।
এটি এখন শুধু অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে কাজ করবে। পরবর্তীতে আইফোনের জন্যও এই সুবিধা নিয়ে আসা হবে। ফোন লিংকের ১.২৪০৫২. ১২৪.০ বেটা সংস্করণ ও উইন্ডোজ ১১ এর ইনসাইডার প্রিভিউ বিল্ড ২২৬৩.৩৭৯০ পরীক্ষামূলক সংস্করণে এই ফিচার দেখা গেছে।
ফোন লিংক অ্যাপের নতুন ফিচারগুলো তুলে ধরেছে মাইক্রোসফট। সেগুলো হলো—
১. উইন্ডোজ ১১ এর স্টার্ট মেনু থেকেই ফোনের ব্যাটারি ও কানেক্টিভিটি স্ট্যাটাস দেখা যাবে।
২. ফোনের মেসেজ, কল ও ছবি সরাসরি স্টার্ট মেনু থেকে দেখা যাবে। ফলে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ব্যবহারকারীরা সহজে দেখতে পারবে।
৩. ফোনের সর্বশেষ অ্যাক্টিভিটিগুলো দেখা যাবে।
ফোনে চার্জে দেওয়ার সময় বা ফোন অন্য ঘরে থাকলে এই ফিচার অনেক সাহায্য করবে।
তথ্যসূত্র: নাইনটুফাইভ গুগল
ফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
৩ ঘণ্টা আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১১ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
১৯ ঘণ্টা আগেদীর্ঘ সময় ধরে স্মার্টফোনে স্ক্রলিং, গেম খেলা কিংবা ভিডিও দেখার পর হাতের ফোনটি বেশ গরম অনুভূত হয়। বিষয়টা একটু চিন্তার মনে হতে পারে, এর পেছনে একাধিক যৌক্তিক ও প্রযুক্তিগত কারণ।
২০ ঘণ্টা আগে