এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত প্রসারের কারণে আগামী বছর বিশ্বে বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে বলে মনে করেন টেসলা কোম্পানির প্রতিষ্ঠাতা ও বিলিনিয়র ইলন মাস্ক।
সম্প্রতি এক সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ ও ট্রান্সফরমার সরবরাহে এআইয়ের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তখন স্বয়ক্রিয় বৈদ্যুতিক গাড়ি (ইভি) ও হিউম্যানোয়েড রোবট (মানবিক রোবট) নিয়েও তিনি কথা বলেন।
ইলন মাস্ক বলেন, ‘আমি কোনো প্রযুক্তিকে এত দ্রুত অগ্রসর হতে দেখিনি। এর আগে চিপের ঘাটতি দেখা গিয়েছিল। কিন্তু এআই ও ইভিগুলো এত দ্রুত হারে বিকশিত হচ্ছে যে, পরের বছর বিশ্বব্যাপী বিদ্যুৎখাত ও ট্রান্সফরমারগুলোতে বিদ্যুৎ সরবরাহ সংকটের মুখে পড়বে।’
ভবিষ্যতে টেসলা কোম্পানি কী কী পরিবর্তন নিয়ে আসছে সেটির ইঙ্গিতও এই প্রশ্ন উত্তর পর্বে তুলে ধরেন।
তিনি আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতি ছয় মাসে ১০ গুণ বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে। অবশ্যই এটি চিরকালই এত উচ্চ হারে বৃদ্ধি পাবে না। তাহলে এটি মহাবিশ্বের ভরকে ছাড়িয়ে যাবে। তবে আমি এর (এআই) মতো আগে কিছু দেখেনি। চিপে সংগ্রহের হিড়িক এখন সোনার সংগ্রহের হিড়িকেও চেয়েও বেশি। আমি মনে করি আমরা সত্যিই সম্ভবত সবচেয়ে বড় প্রযুক্তি বিপ্লবের দ্বারপ্রান্তে রয়েছি।’
এআই প্রযুক্তি ও ইলেকট্রনিক যানবাহনের দ্রুত বৃদ্ধির কথা উল্লেখ টেক বিলিয়নেয়ার বলেন, এটি অভূতপূর্ব হারে বৃদ্ধি পাচ্ছে।
তিনি বিগত বছরের নিউরাল নেট চিপগুলির ঘাটতির কথা তুলে করেন। সেই সঙ্গে ভবিষ্যদ্বাণী করেন, পরবর্তী বাধা হবে স্টেপ-ডাউন ট্রান্সফরমারের ভোল্টেজ যা এআই সিস্টেমগুলোতে শক্তি সরবারাহের জন্য প্রয়োজনীয়।
এআই ও বৈদ্যুতিক যানবাহনের (ইভি) ওপর জোর দেন মাস্ক। কারণ উভয় প্রযুক্তিই বৈদ্যুতিক শক্তি ও ভোল্টেজ ট্রান্সফরমারের ওপর ব্যাপকভাবে নির্ভর করে।
আগামী বছরগুলোতে এআই ও ইভির চাহিদা মেটাতে বিদ্যুতের ঘাটতি দেখা যাবে বলে পূর্বাভাস দেন মাস্ক। তিনি সতর্ক করে বলেন, এসব প্রযুক্তি একযোগে বৃদ্ধি বিদ্যমান বৈদ্যুতিক অবকাঠামোকে চাপে ফেলবে।
তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে ক্রমবর্ধমান এআই চিপগুলোর শক্তি দেওয়ার জন্য বিদ্যুতের সরবরাহ অপর্যাপ্ত হয়ে উঠতে পারে। এআই ও ইভির চাহিদা মেটাতে নবায়নযোগ্য শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন ইলন মাস্ক।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত প্রসারের কারণে আগামী বছর বিশ্বে বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে বলে মনে করেন টেসলা কোম্পানির প্রতিষ্ঠাতা ও বিলিনিয়র ইলন মাস্ক।
সম্প্রতি এক সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ ও ট্রান্সফরমার সরবরাহে এআইয়ের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তখন স্বয়ক্রিয় বৈদ্যুতিক গাড়ি (ইভি) ও হিউম্যানোয়েড রোবট (মানবিক রোবট) নিয়েও তিনি কথা বলেন।
ইলন মাস্ক বলেন, ‘আমি কোনো প্রযুক্তিকে এত দ্রুত অগ্রসর হতে দেখিনি। এর আগে চিপের ঘাটতি দেখা গিয়েছিল। কিন্তু এআই ও ইভিগুলো এত দ্রুত হারে বিকশিত হচ্ছে যে, পরের বছর বিশ্বব্যাপী বিদ্যুৎখাত ও ট্রান্সফরমারগুলোতে বিদ্যুৎ সরবরাহ সংকটের মুখে পড়বে।’
ভবিষ্যতে টেসলা কোম্পানি কী কী পরিবর্তন নিয়ে আসছে সেটির ইঙ্গিতও এই প্রশ্ন উত্তর পর্বে তুলে ধরেন।
তিনি আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতি ছয় মাসে ১০ গুণ বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে। অবশ্যই এটি চিরকালই এত উচ্চ হারে বৃদ্ধি পাবে না। তাহলে এটি মহাবিশ্বের ভরকে ছাড়িয়ে যাবে। তবে আমি এর (এআই) মতো আগে কিছু দেখেনি। চিপে সংগ্রহের হিড়িক এখন সোনার সংগ্রহের হিড়িকেও চেয়েও বেশি। আমি মনে করি আমরা সত্যিই সম্ভবত সবচেয়ে বড় প্রযুক্তি বিপ্লবের দ্বারপ্রান্তে রয়েছি।’
এআই প্রযুক্তি ও ইলেকট্রনিক যানবাহনের দ্রুত বৃদ্ধির কথা উল্লেখ টেক বিলিয়নেয়ার বলেন, এটি অভূতপূর্ব হারে বৃদ্ধি পাচ্ছে।
তিনি বিগত বছরের নিউরাল নেট চিপগুলির ঘাটতির কথা তুলে করেন। সেই সঙ্গে ভবিষ্যদ্বাণী করেন, পরবর্তী বাধা হবে স্টেপ-ডাউন ট্রান্সফরমারের ভোল্টেজ যা এআই সিস্টেমগুলোতে শক্তি সরবারাহের জন্য প্রয়োজনীয়।
এআই ও বৈদ্যুতিক যানবাহনের (ইভি) ওপর জোর দেন মাস্ক। কারণ উভয় প্রযুক্তিই বৈদ্যুতিক শক্তি ও ভোল্টেজ ট্রান্সফরমারের ওপর ব্যাপকভাবে নির্ভর করে।
আগামী বছরগুলোতে এআই ও ইভির চাহিদা মেটাতে বিদ্যুতের ঘাটতি দেখা যাবে বলে পূর্বাভাস দেন মাস্ক। তিনি সতর্ক করে বলেন, এসব প্রযুক্তি একযোগে বৃদ্ধি বিদ্যমান বৈদ্যুতিক অবকাঠামোকে চাপে ফেলবে।
তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে ক্রমবর্ধমান এআই চিপগুলোর শক্তি দেওয়ার জন্য বিদ্যুতের সরবরাহ অপর্যাপ্ত হয়ে উঠতে পারে। এআই ও ইভির চাহিদা মেটাতে নবায়নযোগ্য শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন ইলন মাস্ক।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে