গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের সঙ্গে কথা বলার জন্য জেমিনি লাইভ ফিচার রয়েছে। এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিনা মূল্যে ফিচারটি ব্যবহার করতে পারবেন। এই ফিচারে ট্যাপ করলেই কণ্ঠের মাধ্যমে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা যাবে। আর জেমিনি ভয়েসের মাধ্যমে প্রশ্নের উত্তর দেবে। এর ফলে কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই।
এর আগে জেমিনি অ্যাডভান্সডে শুধু এই ফিচার পাওয়া যেতে। সংস্করণটি গুগল ওয়ানের প্রিমিয়ার প্ল্যান কিনলেই শুধু ব্যবহার করা যেত। এখন জেমিনি লাইভের সাধারণ সংস্করণ বিনা মূল্যে ব্যবহার করা যাবে। আইওএস ডিভাইসে জেমিনি অ্যাপ ব্যবহার করা যায় না। তাই জেমিনি লাইভ ফিচারটি আইফোনের গ্রাহকেরা ব্যবহার করতে পারবে না।
তবে অ্যান্ড্রয়েড অ্যাপের নিচের দিকে মাইক্রোফোন ও ক্যামেরা আইকোনের পাশে নতুন ফিচারটি দেখা যাবে। একটি তরঙ্গের মতো আইকোনে ফিচারটি থাকবে। এই আইকোনের ট্যাপ করেই জেমিনি এআইয়ের সঙ্গে কথা বলা যাবে।
তবে আরেক এআই চ্যাটবট চ্যাটজিপিটির ভয়েস মোডের চেয়ে গুগলের এই ফিচার বেশ আলাদা। চ্যাটজিপিটির ভয়েস মোডটিতে আবেগপূর্ণ কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে।
জেমিনি এর এই ফিচার ব্যবহারকারীর জন্য বেশ উপকারী। বিশেষ করে ব্যবহারকারী রাস্তায় কথা বলার সময়। অন্য কাজ করার সময় টাইপিং না করেই ইমেইলের সারসংক্ষেপ বা একটি আকর্ষণীয় বিষয়ে জানতে পারবেন।
জেমিনি লাইভের ফুল-স্ক্রিন ইন্টারফেসটি একটি ফোন কলের মতো। ব্যবহারকারীরা স্ক্রিনের কেন্দ্রে একটি শব্দ তরঙ্গের মতো প্যাটার্ন দেখতে পাবেন এবং নিচে ‘হোল্ড’ ও ‘এন্ড’ বাটন থাকবে।
জেমিনি লাইভ ফিচার ব্যবহার করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ডিভাইসে জেমিনি অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।
২. জেমিনি অ্যাপটি খুলুন।
৩. স্ক্রিনের নিচের ডানদিকের শব্দ তরঙ্গের মতো আইকোনটি খুঁজুন।
৪. এতে ট্যাপ করুন।
৫. প্রথমবারের ক্ষেত্রে ব্যবহারকারীরা শর্তাবলি মেনু দেখতে পাবেন। এতে অনুমতি দিন।
৬. এখন জেমিনি লাইভ ইন্টারফেস দেখা যাবে।
৭. এআই এর প্রতিক্রিয়া চালু করতে কথা বলা শুরু করুন।
৮. হোল্ড বোতাম ব্যবহার করে আপনি কথা বলার মাঝে জেমিনি থামিয়ে দিতে পারবেন।
জেমিনি কথা শেষ হলে অন্য কিছু জিজ্ঞেস করে বা অন্য কোনো কাজ দিলে এআই আবার কথা বলা শুরু করবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের সঙ্গে কথা বলার জন্য জেমিনি লাইভ ফিচার রয়েছে। এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিনা মূল্যে ফিচারটি ব্যবহার করতে পারবেন। এই ফিচারে ট্যাপ করলেই কণ্ঠের মাধ্যমে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা যাবে। আর জেমিনি ভয়েসের মাধ্যমে প্রশ্নের উত্তর দেবে। এর ফলে কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই।
এর আগে জেমিনি অ্যাডভান্সডে শুধু এই ফিচার পাওয়া যেতে। সংস্করণটি গুগল ওয়ানের প্রিমিয়ার প্ল্যান কিনলেই শুধু ব্যবহার করা যেত। এখন জেমিনি লাইভের সাধারণ সংস্করণ বিনা মূল্যে ব্যবহার করা যাবে। আইওএস ডিভাইসে জেমিনি অ্যাপ ব্যবহার করা যায় না। তাই জেমিনি লাইভ ফিচারটি আইফোনের গ্রাহকেরা ব্যবহার করতে পারবে না।
তবে অ্যান্ড্রয়েড অ্যাপের নিচের দিকে মাইক্রোফোন ও ক্যামেরা আইকোনের পাশে নতুন ফিচারটি দেখা যাবে। একটি তরঙ্গের মতো আইকোনে ফিচারটি থাকবে। এই আইকোনের ট্যাপ করেই জেমিনি এআইয়ের সঙ্গে কথা বলা যাবে।
তবে আরেক এআই চ্যাটবট চ্যাটজিপিটির ভয়েস মোডের চেয়ে গুগলের এই ফিচার বেশ আলাদা। চ্যাটজিপিটির ভয়েস মোডটিতে আবেগপূর্ণ কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে।
জেমিনি এর এই ফিচার ব্যবহারকারীর জন্য বেশ উপকারী। বিশেষ করে ব্যবহারকারী রাস্তায় কথা বলার সময়। অন্য কাজ করার সময় টাইপিং না করেই ইমেইলের সারসংক্ষেপ বা একটি আকর্ষণীয় বিষয়ে জানতে পারবেন।
জেমিনি লাইভের ফুল-স্ক্রিন ইন্টারফেসটি একটি ফোন কলের মতো। ব্যবহারকারীরা স্ক্রিনের কেন্দ্রে একটি শব্দ তরঙ্গের মতো প্যাটার্ন দেখতে পাবেন এবং নিচে ‘হোল্ড’ ও ‘এন্ড’ বাটন থাকবে।
জেমিনি লাইভ ফিচার ব্যবহার করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ডিভাইসে জেমিনি অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।
২. জেমিনি অ্যাপটি খুলুন।
৩. স্ক্রিনের নিচের ডানদিকের শব্দ তরঙ্গের মতো আইকোনটি খুঁজুন।
৪. এতে ট্যাপ করুন।
৫. প্রথমবারের ক্ষেত্রে ব্যবহারকারীরা শর্তাবলি মেনু দেখতে পাবেন। এতে অনুমতি দিন।
৬. এখন জেমিনি লাইভ ইন্টারফেস দেখা যাবে।
৭. এআই এর প্রতিক্রিয়া চালু করতে কথা বলা শুরু করুন।
৮. হোল্ড বোতাম ব্যবহার করে আপনি কথা বলার মাঝে জেমিনি থামিয়ে দিতে পারবেন।
জেমিনি কথা শেষ হলে অন্য কিছু জিজ্ঞেস করে বা অন্য কোনো কাজ দিলে এআই আবার কথা বলা শুরু করবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোরজি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশেই এই সমস্যার প্রভাব দেখা যায়।
৮ মিনিট আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
৪ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
৯ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১০ ঘণ্টা আগে