Ajker Patrika

সাইবার হুমকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির পরামর্শ সার্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ২১: ৪০
সাইবার হুমকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির পরামর্শ সার্টের

সাইবার হুমকি মোকাবিলায় সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। ঝুঁকিপূর্ণ হুমকি চিহ্নিত করতে উদ্যোগ নেওয়ারও পরামর্শ দিয়েছে তারা। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সাইবার স্পেসের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে গুরুত্বপূর্ণ থ্রেট ইনটেলিজেন্স-সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করে থাকে বিজিডি ই-গভ সার্ট। এরই ধারাবাহিকতায় সার্ট সাম্প্রতিককালে তথ্য পরিকাঠামোর জন্য ঝুঁকিপূর্ণ কিছু দুর্বলতা চিহ্নিত করেছে। এরূপ ঝুঁকিপূর্ণ দুর্বলতাগুলো ডিজিটাল অবকাঠামো হতে দূরীকরণের মাধ্যমে সম্ভাব্য সাইবার আক্রমণ প্রতিহত করা যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সাইবার নিরাপত্তা বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে সার্ট। এর মধ্যে রয়েছে—সম্ভাব্য দুর্বলতার চিহ্নিতকরণে অগ্রাধিকার দেওয়া, সচেতনতা বৃদ্ধির জন্য সব ব্যবহারকারীকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া, সন্দেহজনক গতিবিধি উদ্‌ঘাটনের জন্য বিগত ছয় মাসের নেটওয়ার্ক কমিউনিকেশনস লগ পর্যবেক্ষণ করা, সব সিস্টেমে নিয়মিত ভিএপিটি (Vulnerability Assessment and Penetration Testing পরিচালনা করা, ডিজিটাল অবকাঠামোতে সন্দেহজনক কার্যকলাপ বা দুর্বলতা পরিলক্ষিত হলে [email protected] ই-মেইলের মাধ্যমে বিজিডি ই-গভ সার্টকে অবহিত করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত