সামাজিক যোগাযোগমাধ্যমের অফিশিয়াল অ্যাকাউন্টগুলোতে নতুন একটি টিজার প্রকাশ করেছে রয়্যাল অ্যানফিল্ড। এই টিজারের মাধ্যমে মোটরসাইকেল নির্মাতা সংস্থাটি ঘোষণা করেছে দিয়েছে, আগামী ৪ নভেম্বর তারা তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেলের পর্দা উন্মোচন করবে।
মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, রয়্যাল অ্যানফিল্ড এমন এক দিনে তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল নিয়ে আসছে, যার পরদিনই আন্তর্জাতিক মোটরসাইকেল প্রদর্শনী বিষয়ক সম্মেলন ইআইসিএমএ-২০২৪ শুরু হবে। তাই নিশ্চিতভাবেই ইআইসিএমএ সম্মেলনে মোটরসাইকেলটির প্রদর্শনী করা হবে।
এর আগে গত জুলাইয়ে রয়্যাল অ্যানফিল্ডের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেলের ডিজাইন পেটেন্ট ফাঁস হয়ে যাওয়ার খবর দিয়েছিল এনডিটিভি। ফাঁস হওয়া ডিজাইনের পেটেন্ট অনুযায়ী, আধুনিক ক্ল্যাসিক এই মোটরসাইকেলটি হবে অনেকটা ববার-স্টাইলের রেট্রো বাইকের মতো।
পেটেন্ট ইমেজ থেকেই ধারণা করা হচ্ছে, ফুয়েল ট্যাংকের মতো ফ্রেমটি ওপরে উঠে গেছে। এর মধ্যে কিছু স্টোরেজ স্পেস থাকতে পারে। দ্বিতীয়ত, মোটরসাইকেলটির ব্যাটারি প্যাক এবং মোটর একসঙ্গে বলে মনে হয়েছে। ছবিটিতে দেখা গেছে, মোটরসাইকেলটিতে শুধুমাত্র চালকের আসনই আছে। তবে পেছনের অংশে গার্ড যুক্ত করার নকশা দেখা গেছে। এর মানে হলো—ওই মোটরসাইকেলে চাইলে একটি পিলিয়ন সিটও ব্যবহার করা যাবে।
মোটরসাইকেলটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো—এটিতে একটি গার্ডার ফর্ক ব্যবহার করতে দেখা গেছে। এ ধরনের গার্ডার কাঁটা ১০০ বছরেরও বেশি সময় আগে মোটরসাইকেলে ব্যবহৃত হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, সাসপেন্সনের জন্য মোটরসাইকেলটির পেছনের অংশে একটি অ্যালুমিনিয়াম সুইংআর্ম থাকার সম্ভাবনা রয়েছে এবং সুন্দরভাবে লুকানো একটি মনোশকও রয়েছে। তবে মোটরসাইকেলের টায়ারগুলোকে পাতলা বলে মনে হয়েছে। এমনটা হতে পারে যেন চাকাটি আরও জোরে এবং কম শক্তি ব্যবহার করেই ঘুরতে পারে।
এনডিটিভির প্রতিবেদনে সবগুলো বর্ণনাকেই অনুমান হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃত পণ্যটি পেটেন্ট ইমেজ থেকে ভিন্নও হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক থেকে দেড় বছরের মধ্যে Electrik 01 নামের ওই মোটরসাইকেলটি উৎপাদন শুরু হতে পারে এবং ২০২৬ সালের শুরুর দিকে এটিকে বাজারে আসতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমের অফিশিয়াল অ্যাকাউন্টগুলোতে নতুন একটি টিজার প্রকাশ করেছে রয়্যাল অ্যানফিল্ড। এই টিজারের মাধ্যমে মোটরসাইকেল নির্মাতা সংস্থাটি ঘোষণা করেছে দিয়েছে, আগামী ৪ নভেম্বর তারা তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেলের পর্দা উন্মোচন করবে।
মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, রয়্যাল অ্যানফিল্ড এমন এক দিনে তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল নিয়ে আসছে, যার পরদিনই আন্তর্জাতিক মোটরসাইকেল প্রদর্শনী বিষয়ক সম্মেলন ইআইসিএমএ-২০২৪ শুরু হবে। তাই নিশ্চিতভাবেই ইআইসিএমএ সম্মেলনে মোটরসাইকেলটির প্রদর্শনী করা হবে।
এর আগে গত জুলাইয়ে রয়্যাল অ্যানফিল্ডের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেলের ডিজাইন পেটেন্ট ফাঁস হয়ে যাওয়ার খবর দিয়েছিল এনডিটিভি। ফাঁস হওয়া ডিজাইনের পেটেন্ট অনুযায়ী, আধুনিক ক্ল্যাসিক এই মোটরসাইকেলটি হবে অনেকটা ববার-স্টাইলের রেট্রো বাইকের মতো।
পেটেন্ট ইমেজ থেকেই ধারণা করা হচ্ছে, ফুয়েল ট্যাংকের মতো ফ্রেমটি ওপরে উঠে গেছে। এর মধ্যে কিছু স্টোরেজ স্পেস থাকতে পারে। দ্বিতীয়ত, মোটরসাইকেলটির ব্যাটারি প্যাক এবং মোটর একসঙ্গে বলে মনে হয়েছে। ছবিটিতে দেখা গেছে, মোটরসাইকেলটিতে শুধুমাত্র চালকের আসনই আছে। তবে পেছনের অংশে গার্ড যুক্ত করার নকশা দেখা গেছে। এর মানে হলো—ওই মোটরসাইকেলে চাইলে একটি পিলিয়ন সিটও ব্যবহার করা যাবে।
মোটরসাইকেলটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো—এটিতে একটি গার্ডার ফর্ক ব্যবহার করতে দেখা গেছে। এ ধরনের গার্ডার কাঁটা ১০০ বছরেরও বেশি সময় আগে মোটরসাইকেলে ব্যবহৃত হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, সাসপেন্সনের জন্য মোটরসাইকেলটির পেছনের অংশে একটি অ্যালুমিনিয়াম সুইংআর্ম থাকার সম্ভাবনা রয়েছে এবং সুন্দরভাবে লুকানো একটি মনোশকও রয়েছে। তবে মোটরসাইকেলের টায়ারগুলোকে পাতলা বলে মনে হয়েছে। এমনটা হতে পারে যেন চাকাটি আরও জোরে এবং কম শক্তি ব্যবহার করেই ঘুরতে পারে।
এনডিটিভির প্রতিবেদনে সবগুলো বর্ণনাকেই অনুমান হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃত পণ্যটি পেটেন্ট ইমেজ থেকে ভিন্নও হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক থেকে দেড় বছরের মধ্যে Electrik 01 নামের ওই মোটরসাইকেলটি উৎপাদন শুরু হতে পারে এবং ২০২৬ সালের শুরুর দিকে এটিকে বাজারে আসতে পারে।
মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১৪ ঘণ্টা আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১৫ ঘণ্টা আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
২ দিন আগে