Ajker Patrika

লুকিয়ে কেউ আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ছে কি না জানবেন যেভাবে

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১০: ৫৬
লুকিয়ে কেউ আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ছে কি না জানবেন যেভাবে

ডিজিটাল যুগে মানুষের জীবনের একটি অপরিহার্য অ্যাপ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের নানা প্রান্তে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এই প্ল্যাটফর্ম। অ্যাপটি একই সঙ্গে কয়েকটি ডিভাইসের সঙ্গে যুক্ত হতে পারে। তাই অন্য কোনো ডিভাইসে লগ ইন করে ভুলে গেলে সেই ডিভাইস থেকে অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ওপর লুকিয়ে নজর রাখতে পারে। 

কোন কোন ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন রয়েছে সেটি জানার সুযোগ হোয়াটসঅ্যাপে রয়েছে। সেই সঙ্গে দূরে থেকেই সেসব ডিভাইস থেকে লগ আউট করা যাবে। 

আপনার হোয়াটসঅ্যাপ অন্য ডিভাইসে কেউ ব্যবহার করছে, তা খুব সহজেই জানা যায়। মূল ডিভাইস ব্যবহার করে আপনি এটি করতে পারেন। এখানে মূল ডিভাইস হলো যে ফোন বা ডিভাইস ব্যবহার করে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলেছিলেন। যদি হোয়াটসঅ্যাপ ওয়েব বা হোয়াটসঅ্যাপ ডেস্কটপ ব্যবহার করে থাকেন, তখন আপনার ফোনটি হবে মূল ডিভাইস। 

অ্যান্ড্রয়েড ফোন থেকে 
আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে ব্যবহার হচ্ছে কিনা জানতে হলে, আপনাকে লিংকড ডিভাইস সেকশনে যেতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমেই অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন। অ্যাপের ওপরের ডান দিকে তিন ডট (মেনু) আইকনে ট্যাপ করুন। 
২. মেনু থেকে ‘লিংকড ডিভাইসেস’ অপশনটি নির্বাচন করুন। 
৩. লিংকড ডিভাইসেস পেজে গিয়ে আপনি ‘ডিভাইস স্ট্যাটাস’ অংশে ডিভাইসে লগ ইন এর তথ্য দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে সক্রিয় রয়েছে। সেই সঙ্গে সেসব ডিভাইস থেকে সর্বশেষ কখন অ্যাকাউন্ট চালানো হয়েছে তাও দেখানো হবে। 

যদি কোনো অচেনা ডিভাইস দেখতে পান, তবে আপনি সেটির ওপর ট্যাপ করুন। ফলে একটি পপ আপ দেখাবে। পপ আপ থেকে ‘লগ আউট’ অপশন নির্বাচন করুন। 

আইফোন থেকে 
আইফোনে ‘লিংকড ডিভাইস’ সেকশনটি সেটিংস ট্যাব থেকে দেখা যায়। 
১. আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন। 
২. অ্যাপের নিচের দিকে ডান দিকে থাকা ‘সেটিংস’ আইকোনে ট্যাপ করুন। 
৩, সেটিংস মেনু থেকে ‘লিংকড ডিভাইসেস’ অপশনে ট্যাপ করুন। 
৪. এখানে আপনার অ্যাকাউন্টের সব সক্রিয় হোয়াটসঅ্যাপ সেশন দেখতে পাবেন। 

প্রতিটি সেশনের পাশে ‘লাস্ট অ্যাকটিভ’ উল্লেখ থাকবে। কোন ডিভাইস থেকে সর্বশেষ কখন অ্যাকাউন্টটি সক্রিয় ছিল তা এর মাধ্যমে জানা যাবে। 

যদি কোনো অচেনা ডিভাইস দেখতে পান, তবে সেই ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগ আউট করতে পারবেন। এ জন্য ডিভাইসটি নামের ওপর ট্যাপ করুন ও লগ আউট অপশন নির্বাচন করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত