Ajker Patrika

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আরেক চীনা টেলিকম জায়ান্ট

প্রযুক্তি ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আরেক চীনা টেলিকম জায়ান্ট

সাম্প্রতিক সময়ে জাতীয় নিরাপত্তা এবং গুপ্তচরবৃত্তির ইস্যুতে বেশ শক্ত অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক প্রযুক্তি ও টেলিকম প্রতিষ্ঠানগুলোর ওপর আরোপ করা হচ্ছে নতুন নতুন নীতিমালা। তবে তাদের বিশেষ নজর এ খাতের চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর। এর মধ্যে টেলিকম ও সেলফোন জায়ান্ট হুয়াওয়ে। যুক্তরাষ্ট্র বারবার বলে আসছে, জাতীয় নিরাপত্তা ইস্যুতে চীনা বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রে ব্যবসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

এবার এ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলো আরেক চীনা টেলিকম জায়ান্ট চায়না ইউনিকম। জাতীয় নিরাপত্তা এবং গুপ্তচরবৃত্তি ইস্যুতে এ প্রতিষ্ঠানটি বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। 

ফেডারেল কমিউনিকেশন কমিশনের বরাত বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চায়না ইউনিকমের আমেরিকান ইউনিট পরিচালনার অনুমোদন প্রত্যাহার করার পক্ষে সর্বসম্মতভাবে ভোট হয়েছে। যুক্তরাষ্ট্রে সব পরিষেবা বন্ধে প্রতিষ্ঠানটিকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। গত অক্টোবরে চীনা টেলিকম হুয়াওয়ের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

ফেডারেল কমিউনিকেশন কমিশনের চেয়ারম্যান জেসিকা রোজেনওয়ারসেল জানান, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো মার্কিন নিরাপত্তার জন্য সত্যিকারের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির বেশ কিছু তথ্য প্রমাণও তাঁদের হাতে আছে বলে জানান জেসিকা। 

অন্যদিকে এ আশঙ্কা অমূলক দাবি করে চায়না ইউনিকম বিবিসিকে বলেছে, গত দুই দশকে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সব আইন ও প্রবিধান মেনেই গ্রাহকদের উন্নত মানের টেলিযোগাযোগ পরিষেবা দিয়ে আসছে ইউনিকম। 

গত নভেম্বরে টেলিকম সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যেটির আওতায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ইস্যুতে এই কোম্পানিগুলোর টেলিকম সরঞ্জাম বিক্রির লাইসেন্স বন্ধ করে দেওয়া হচ্ছে। 

 ২০১৯ সালেও চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম জায়ান্ট চায়না মোবাইলের লাইসেন্স বাতিল করে যুক্তরাষ্ট্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত