পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে স্টারলিংক। এবার কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ও কল করার সুবিধা চালু করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা চালুর জন্য বিভিন্ন দেশের মোবাইল অপারেটরগুলোর সঙ্গে আলোচনাও শুরু করেছে স্টারলিংক।
স্টারলিংকের তথ্যমতে, স্টারলিংকের স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি কল করা যাবে। এর ফলে প্রত্যন্ত ও নেটওয়ার্কবিহীন এলাকা থেকেও মোবাইল ফোনে স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি কল করার সুযোগ মিলবে। এই উদ্যোগ বাস্তবায়নে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর সহযোগিতা করবে। নতুন এই উদ্যোগের আওতায় স্যাটেলাইট প্রযুক্তি ও বিদ্যমান মোবাইল নেটওয়ার্ক একীভূত করা হবে।
নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে নেটওয়ার্কের পরিধি বাড়াতে দীর্ঘদিন ধরেই কাজ করছে স্টারলিংক। আর তাই স্টারলিংকের মাধ্যমে দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহার করা যায়।
টুইকটাউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে ৫০ থেকে ৬০ এমবিপিএস গতি পাওয়া গেলেও স্টারলিংকের ব্রডব্যান্ডের সেবায় ২৫০ থেকে ৩৫০ এমবিপিএস গতি পাওয়া যায়।
স্পেসএক্স দাবি করছে, স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ও কল করার জন্য নতুন কোনো যন্ত্রের প্রয়োজন হবে না। এর ফলে জরুরি পরিস্থিতি, গ্রামীণ এলাকা বা যোগাযোগহীন অঞ্চলগুলোয় ভ্রমণের সময় ব্যবহারকারীরা স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি কল করতে পারবেন। এই উদ্ভাবন বিশ্বব্যাপী ডিজিটাল বৈষম্য দূর করতে ও যোগাযোগব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টারলিংক কয়েক বছর ধরেই বাংলাদেশের বাজারে এই সেবা নিয়ে ঢোকার চেষ্টা করে আসছে। সম্প্রতি তাদের একটি দল ঢাকায় এসে বিনিয়োগ বোর্ডের সাথে বৈঠক করে গেছে।
পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে স্টারলিংক। এবার কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ও কল করার সুবিধা চালু করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা চালুর জন্য বিভিন্ন দেশের মোবাইল অপারেটরগুলোর সঙ্গে আলোচনাও শুরু করেছে স্টারলিংক।
স্টারলিংকের তথ্যমতে, স্টারলিংকের স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি কল করা যাবে। এর ফলে প্রত্যন্ত ও নেটওয়ার্কবিহীন এলাকা থেকেও মোবাইল ফোনে স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি কল করার সুযোগ মিলবে। এই উদ্যোগ বাস্তবায়নে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর সহযোগিতা করবে। নতুন এই উদ্যোগের আওতায় স্যাটেলাইট প্রযুক্তি ও বিদ্যমান মোবাইল নেটওয়ার্ক একীভূত করা হবে।
নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে নেটওয়ার্কের পরিধি বাড়াতে দীর্ঘদিন ধরেই কাজ করছে স্টারলিংক। আর তাই স্টারলিংকের মাধ্যমে দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহার করা যায়।
টুইকটাউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে ৫০ থেকে ৬০ এমবিপিএস গতি পাওয়া গেলেও স্টারলিংকের ব্রডব্যান্ডের সেবায় ২৫০ থেকে ৩৫০ এমবিপিএস গতি পাওয়া যায়।
স্পেসএক্স দাবি করছে, স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ও কল করার জন্য নতুন কোনো যন্ত্রের প্রয়োজন হবে না। এর ফলে জরুরি পরিস্থিতি, গ্রামীণ এলাকা বা যোগাযোগহীন অঞ্চলগুলোয় ভ্রমণের সময় ব্যবহারকারীরা স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি কল করতে পারবেন। এই উদ্ভাবন বিশ্বব্যাপী ডিজিটাল বৈষম্য দূর করতে ও যোগাযোগব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টারলিংক কয়েক বছর ধরেই বাংলাদেশের বাজারে এই সেবা নিয়ে ঢোকার চেষ্টা করে আসছে। সম্প্রতি তাদের একটি দল ঢাকায় এসে বিনিয়োগ বোর্ডের সাথে বৈঠক করে গেছে।
গুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
৪ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
১২ ঘণ্টা আগেদীর্ঘ সময় ধরে স্মার্টফোনে স্ক্রলিং, গেম খেলা কিংবা ভিডিও দেখার পর হাতের ফোনটি বেশ গরম অনুভূত হয়। বিষয়টা একটু চিন্তার মনে হতে পারে, এর পেছনে একাধিক যৌক্তিক ও প্রযুক্তিগত কারণ।
১৪ ঘণ্টা আগেবিজ্ঞাপন জালিয়াতি রোধে গত বছর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। ২০২৪ সালে ৩ কোটি ৯২ লাখ বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট স্থগিত করেছে কোম্পানিটি, যা আগের বছরের তুলনায় তিন গুণেরও বেশি। নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অ্যাকাউন্টগুলো সনাক্ত করেছে এই টেক...
১৫ ঘণ্টা আগে