প্রযুক্তি ডেস্ক
পাঁচ বছর আগে ডিজিটাল অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে ‘মাইজিপি’। গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬ সালের আগস্ট মাসে মাইজিপি ১.০-এর প্রাথমিক পর্যায়ের উন্মোচন করা হয়। ২০১৭ সালে ফ্লেক্সিপ্ল্যান ও অন্যান্য অত্যাধুনিক টেলকো ফিচার নিয়ে ‘মাইজিপি ২.০’ উন্মোচন করে গ্রামীণফোন। ২০১৮ সালের নভেম্বর মাসে উন্মোচন করা হয় ‘মাইজিপি ৩.০ ’।
মাইজিপি’র হালনাগাদ সংস্করণ, ‘মাইজিপি ৪.০’ -এ রয়েছে ইনফিনিটি স্ক্রল ফিচার। এর ফলে, খেলা দেখা ও বিনোদনমূলক সেবা গ্রহণ আরও সহজ হয়েছে। গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস ইন্টারেকশন ৯৮ শতাংশ সম্পন্ন হচ্ছে ‘মাইজিপি’র মাধ্যমে।
যাত্রা শুরু থেকে ‘মাইজিপি’ র ১১০টি ভার্সন অবমুক্ত করা হয়। অ্যাপটির মাধ্যমে উপকৃত হয়েছেন তিন কোটি ২০ লাখের বেশি গ্রামীণফোন গ্রাহক।
এ অ্যাপের মাধ্যমে মোবাইল সংযোগের সেলফ-সার্ভিসগুলো ব্যবহার করাসহ এর বিনোদন ও লাইফস্টাইল নানা সল্যুশন ব্যবহার করে জীবনকে করেছেন সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে পারছেন গ্রাহকরা। সবার জন্য তথ্য জানা ও প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা উন্মোচন করার পাশাপাশি ডিজিটাল স্বাক্ষরতা বৃদ্ধিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে ‘মাইজিপি’।
এ বিষয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, ‘মাইজিপি’ গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ অ্যাপ। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা একটি স্পর্শের মাধ্যমেই গ্রামীণফোনের প্রায় সকল সেবা ব্যবহার করতে পারছেন। সহজে ও দ্রুতগতিতে আরও বেশি পার্সোনালাইজড অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে অ্যাপটি অনেকদূর এগিয়ে গিয়েছে। এছাড়াও, গ্রামীণফোনের আকর্ষণীয় সব ডিল ও অফার এবং উদ্ভাবনী গ্রাহক-বান্ধব ফিচার রয়েছে ‘মাইজিপি’ অ্যাপে, যেটা আর অন্য কোথাও পাওয়া যায় না। বিগত পাঁচ বছরে ‘মাইজিপি’ অন্যতম বৃহৎ ডিজিটাল ডিস্ট্রিবিউশন অ্যাপে পরিণত হয়েছে। এটি গ্রাহকদের সুযোগ করে দিয়েছে গ্রামীণফোনের নানা সেবা গ্রহণের পাশাপাশি সংবাদ, শিক্ষা, লাইভ স্পোর্টসের মতো নানা প্রয়োজনীয় সেবা গ্রহণে।
পাঁচ বছর আগে ডিজিটাল অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে ‘মাইজিপি’। গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬ সালের আগস্ট মাসে মাইজিপি ১.০-এর প্রাথমিক পর্যায়ের উন্মোচন করা হয়। ২০১৭ সালে ফ্লেক্সিপ্ল্যান ও অন্যান্য অত্যাধুনিক টেলকো ফিচার নিয়ে ‘মাইজিপি ২.০’ উন্মোচন করে গ্রামীণফোন। ২০১৮ সালের নভেম্বর মাসে উন্মোচন করা হয় ‘মাইজিপি ৩.০ ’।
মাইজিপি’র হালনাগাদ সংস্করণ, ‘মাইজিপি ৪.০’ -এ রয়েছে ইনফিনিটি স্ক্রল ফিচার। এর ফলে, খেলা দেখা ও বিনোদনমূলক সেবা গ্রহণ আরও সহজ হয়েছে। গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস ইন্টারেকশন ৯৮ শতাংশ সম্পন্ন হচ্ছে ‘মাইজিপি’র মাধ্যমে।
যাত্রা শুরু থেকে ‘মাইজিপি’ র ১১০টি ভার্সন অবমুক্ত করা হয়। অ্যাপটির মাধ্যমে উপকৃত হয়েছেন তিন কোটি ২০ লাখের বেশি গ্রামীণফোন গ্রাহক।
এ অ্যাপের মাধ্যমে মোবাইল সংযোগের সেলফ-সার্ভিসগুলো ব্যবহার করাসহ এর বিনোদন ও লাইফস্টাইল নানা সল্যুশন ব্যবহার করে জীবনকে করেছেন সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে পারছেন গ্রাহকরা। সবার জন্য তথ্য জানা ও প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা উন্মোচন করার পাশাপাশি ডিজিটাল স্বাক্ষরতা বৃদ্ধিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে ‘মাইজিপি’।
এ বিষয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, ‘মাইজিপি’ গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ অ্যাপ। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা একটি স্পর্শের মাধ্যমেই গ্রামীণফোনের প্রায় সকল সেবা ব্যবহার করতে পারছেন। সহজে ও দ্রুতগতিতে আরও বেশি পার্সোনালাইজড অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে অ্যাপটি অনেকদূর এগিয়ে গিয়েছে। এছাড়াও, গ্রামীণফোনের আকর্ষণীয় সব ডিল ও অফার এবং উদ্ভাবনী গ্রাহক-বান্ধব ফিচার রয়েছে ‘মাইজিপি’ অ্যাপে, যেটা আর অন্য কোথাও পাওয়া যায় না। বিগত পাঁচ বছরে ‘মাইজিপি’ অন্যতম বৃহৎ ডিজিটাল ডিস্ট্রিবিউশন অ্যাপে পরিণত হয়েছে। এটি গ্রাহকদের সুযোগ করে দিয়েছে গ্রামীণফোনের নানা সেবা গ্রহণের পাশাপাশি সংবাদ, শিক্ষা, লাইভ স্পোর্টসের মতো নানা প্রয়োজনীয় সেবা গ্রহণে।
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
৬ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১১ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
১৫ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১৬ ঘণ্টা আগে