কুহেলী রহমান
রিয়াদ তার কম্পিউটারের একটা কাজ মমকে দেখাতে চায়। কিন্তু রিয়াদ জানে না কীভাবে কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে হয়। খুব জরুরি প্রয়োজনে কম্পিউটারের কোনো কাজ অন্য একজনকে দেখানোর প্রয়োজন হতে পারে। কিন্তু সে তখন অনেক দূরে। তাহলে উপায়? ভাবনা নেই। এসব জরুরি প্রয়োজন মেটানোর জন্যও রয়েছে উপায়। সেগুলো অনুসরণ করলে দূরত্ব যতই হোক, কাজের ক্ষেত্রে আর সেটা বাধা হয়ে দাঁড়াবে না। আর সে উপায়টি হলো স্ক্রিন শেয়ারিং। এই শেয়ারের মাধ্যমে আপনি আপনার জায়গায় বসেই দূরের বন্ধুর সঙ্গে মুভি দেখা, অফিসের কোনো কাজ সহকর্মীদের দেখানো কিংবা কম্পিউটারের কোনো সমস্যার সমাধান করতে কোনো এক্সপার্টকে দেখাতে পারবেন।
আপনার কম্পিউটারের স্ক্রিন শেয়ারের অনেক মাধ্যম আছে। সেগুলোর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে পারবেন।
স্কাইপ
আপনার কম্পিউটারে যদি স্কাইপ ইনস্টল করা থাকে, তবে আপনি স্কাইপের মাধ্যমে কম্পিউটার এর স্ক্রিন শেয়ার করতে পারবেন। সে ক্ষেত্রে যাঁকে আপনি স্ক্রিন শেয়ার করবেন কনট্যাক্ট লিস্ট থেকে তাঁকে সিলেক্ট করুন। তারপর মেনুবারে যান এবং কল মেনুতে ক্লিক করুন। এতে শেয়ার স্ক্রিন নামের অপশন আসবে। তবে শেয়ার স্ক্রিন অ্যাকটিভ পেতে যাঁকে স্ক্রিন শেয়ার করবেন, তাঁকে অবশ্যই অনলাইনে থাকতে হবে। এবার স্ক্রিন শেয়ারে ক্লিক করুন।
শেয়ার স্ক্রিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কল চলে যাবে সেই মানুষটির কাছে। একটি ডায়াল বক্স আসবে। কলে ক্লিক করার সঙ্গে সঙ্গে অপর প্রান্তে যদি রিসিভ করে, তাহলে ক্লিক স্টার্ট নামে আরেকটি অপশন আসবে। আর তখন আপনার কম্পিউটারের স্ক্রিনটি অপর পক্ষের কাছে শেয়ার হয়ে যাবে। আপনার স্ক্রিনে যা যা ভেসে উঠবে, তা সবই অন্য প্রান্তে দৃশ্যমান হবে। কাজ শেষে শেয়ার স্ক্রিন অপশনটি বন্ধ করার জন্য শুধু স্টপ শেয়ারিংয়ে ক্লিক করুন।
জয়েন ডট মি
আপনার কম্পিউটারে যদি জয়েন ডট মি ইনস্টল করা থাকে, তবে সেটি ওপেন করে স্টার্টের প্লে বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। এবার যাঁকে আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে চান, তাঁকে জয়েন করার জন্য কোড অথবা লিংক সেন্ড করতে পারবেন। অ্যাপটির ইন্টারফেসের ঠিক ওপরের দিকে কোড লিংকে ক্লিক করে লিংক কপি করতে পারবেন। এরপর যাঁকে বা যাঁদের শেয়ার করবেন, তাঁদের কাছে পাঠিয়ে দিতে পারেন। সেন্ড এন ইমেইলে ক্লিক করেও কাজটি করতে পারেন। একসঙ্গে অনেকে জয়েন মি-এর মাধ্যমে জয়েন করতে পারে। ফলে আপনি একাধিক ব্যক্তিকেও আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন এভাবে।
তবে আপনার কম্পিউটারটিতে যদি উইন্ডোজ ১০ থাকে, তবে সহজেই আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। এ জন্য মেনু থেকে সরাসরি সেটিংয়ে গিয়ে প্রজেক্টটিং টু দিস পিসি অপশনে ক্লিক করতে হবে।
রিয়াদ তার কম্পিউটারের একটা কাজ মমকে দেখাতে চায়। কিন্তু রিয়াদ জানে না কীভাবে কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে হয়। খুব জরুরি প্রয়োজনে কম্পিউটারের কোনো কাজ অন্য একজনকে দেখানোর প্রয়োজন হতে পারে। কিন্তু সে তখন অনেক দূরে। তাহলে উপায়? ভাবনা নেই। এসব জরুরি প্রয়োজন মেটানোর জন্যও রয়েছে উপায়। সেগুলো অনুসরণ করলে দূরত্ব যতই হোক, কাজের ক্ষেত্রে আর সেটা বাধা হয়ে দাঁড়াবে না। আর সে উপায়টি হলো স্ক্রিন শেয়ারিং। এই শেয়ারের মাধ্যমে আপনি আপনার জায়গায় বসেই দূরের বন্ধুর সঙ্গে মুভি দেখা, অফিসের কোনো কাজ সহকর্মীদের দেখানো কিংবা কম্পিউটারের কোনো সমস্যার সমাধান করতে কোনো এক্সপার্টকে দেখাতে পারবেন।
আপনার কম্পিউটারের স্ক্রিন শেয়ারের অনেক মাধ্যম আছে। সেগুলোর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে পারবেন।
স্কাইপ
আপনার কম্পিউটারে যদি স্কাইপ ইনস্টল করা থাকে, তবে আপনি স্কাইপের মাধ্যমে কম্পিউটার এর স্ক্রিন শেয়ার করতে পারবেন। সে ক্ষেত্রে যাঁকে আপনি স্ক্রিন শেয়ার করবেন কনট্যাক্ট লিস্ট থেকে তাঁকে সিলেক্ট করুন। তারপর মেনুবারে যান এবং কল মেনুতে ক্লিক করুন। এতে শেয়ার স্ক্রিন নামের অপশন আসবে। তবে শেয়ার স্ক্রিন অ্যাকটিভ পেতে যাঁকে স্ক্রিন শেয়ার করবেন, তাঁকে অবশ্যই অনলাইনে থাকতে হবে। এবার স্ক্রিন শেয়ারে ক্লিক করুন।
শেয়ার স্ক্রিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কল চলে যাবে সেই মানুষটির কাছে। একটি ডায়াল বক্স আসবে। কলে ক্লিক করার সঙ্গে সঙ্গে অপর প্রান্তে যদি রিসিভ করে, তাহলে ক্লিক স্টার্ট নামে আরেকটি অপশন আসবে। আর তখন আপনার কম্পিউটারের স্ক্রিনটি অপর পক্ষের কাছে শেয়ার হয়ে যাবে। আপনার স্ক্রিনে যা যা ভেসে উঠবে, তা সবই অন্য প্রান্তে দৃশ্যমান হবে। কাজ শেষে শেয়ার স্ক্রিন অপশনটি বন্ধ করার জন্য শুধু স্টপ শেয়ারিংয়ে ক্লিক করুন।
জয়েন ডট মি
আপনার কম্পিউটারে যদি জয়েন ডট মি ইনস্টল করা থাকে, তবে সেটি ওপেন করে স্টার্টের প্লে বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। এবার যাঁকে আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে চান, তাঁকে জয়েন করার জন্য কোড অথবা লিংক সেন্ড করতে পারবেন। অ্যাপটির ইন্টারফেসের ঠিক ওপরের দিকে কোড লিংকে ক্লিক করে লিংক কপি করতে পারবেন। এরপর যাঁকে বা যাঁদের শেয়ার করবেন, তাঁদের কাছে পাঠিয়ে দিতে পারেন। সেন্ড এন ইমেইলে ক্লিক করেও কাজটি করতে পারেন। একসঙ্গে অনেকে জয়েন মি-এর মাধ্যমে জয়েন করতে পারে। ফলে আপনি একাধিক ব্যক্তিকেও আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন এভাবে।
তবে আপনার কম্পিউটারটিতে যদি উইন্ডোজ ১০ থাকে, তবে সহজেই আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। এ জন্য মেনু থেকে সরাসরি সেটিংয়ে গিয়ে প্রজেক্টটিং টু দিস পিসি অপশনে ক্লিক করতে হবে।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৮ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৮ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
২১ ঘণ্টা আগে