নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড বাজারে এনেছে দেশের প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার টিভিএস এনটর্ক ১২৫ সিসি রেস এডিশন। টিভিএস রেসিং থেকে অনুপ্রাণিত হয়ে তরুণদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এ স্কুটারে রয়েছে টিভিএস স্টার্মাটক্সোননেক্ট প্রযুক্তি।
স্টিলথ এয়ারক্রাফটের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশনের রেয়ার এবং এলইডি হেডল্যাম্প। স্পোর্টি স্ট্যাব মাফলার, অ্যাগ্রেসিভ হেডল্যাম্প ক্লাস্টার, টেক্সচার্ড ফ্লোর বোর্ডের সঙ্গে ডায়মন্ড-কাট অ্যালোয় হুইল এনটর্ককে একটি স্বতন্ত্র স্টাইল দিয়েছে। এর চেকার্ড ফ্ল্যাগ গ্রাফিকস ও রেস এডিশন থ্রি-ডি লোগো টিভিএস এনটর্ককে রেসিং স্কুটার হিসেবে আরও প্রাণবন্ত করে তুলেছে।
টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশনে রয়েছে নতুন প্রজন্মের টিভিএস রেসিং ইন্সপায়ার্ড সিভিটিআই-আরইভিভি ১২৪.৭৯ সিসি ইঞ্জিন, যা একজন রাইডারকে দেবে বেস্ট ইন ক্লাস পিকআপ, পাওয়ার এবং থ্রোটল। এর আছে একক-সিলিন্ডার, ৪ স্ট্রোক, ৩ ভালভ, এয়ার-কুলড এসওএইচসি ইঞ্জিন। ইঞ্জিনটির অতিরিক্ত ভালব স্কুটারটির কর্মক্ষমতা বাড়িয়ে তোলে বহু মাত্রায়, যা মাত্র ৯ সেকেন্ডেই দেবে শূন্য থেকে ৬০ কিলোমিটার স্পিড।
টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাংলাদেশের প্রথম ও একমাত্র স্কুটার, যেটিতে স্মার্টফোনের ব্লুটুথের সঙ্গে স্কুটারের স্পিডোমিটারকে কানেক্ট করা হয়েছে। এতে ইঞ্জিন টেম্পারেচার ইন্ডিকেটর, হাইস্পিড অ্যালার্টসহ রাইডার ৬০টি ফিচারের সুবিধা উপভোগ করতে পারবেন।
টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশনের এরগনোমিকস রাইডারের আরাম এবং নিরাপত্তার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। স্কুটারটির প্রশস্ত টিউবলেস টায়ারসহ টেলিস্কোপিক সাসপেনশন, ২২০ এমএম রোটো-পেটাল ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং কম টার্নিং রেডিয়াস—সব ধরনের রাস্তায় রাইডারকে দেবে মসৃণভাবে স্কুটার চালানোর অভিজ্ঞতা। এর পাস বাই সুইচ, ডুয়েল সাইড স্টিয়ারিং লক, পার্কিং ব্রেক এবং ইঞ্জিন কিল সুইচের মতো বৈশিষ্ট্যগুলো রাইডারকে স্কুটার চালানোর পরিপূর্ণ অভিজ্ঞতা দেবে। ব্যবহারের সুবিধার্থে, টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশনে রয়েছে এক্সটার্নাল ফুয়েল ফিল, ইউএসবি চার্জার, বিস্তৃত আন্ডার-সিট স্টোরেজ এবং টিভিএস পেটেন্টযুক্ত ‘ইজেড’ সেন্টার স্ট্যান্ডের সুবিধা।
টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশনের দাম ধার্য করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৯০ টাকা। স্কুটারটি টিভিএস অটো বাংলাদেশের সব শোরুম এবং ডিলার পয়েন্টে মেরিন ব্লু, রেড-ব্ল্যাক ও ইয়েলো-ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড বাজারে এনেছে দেশের প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার টিভিএস এনটর্ক ১২৫ সিসি রেস এডিশন। টিভিএস রেসিং থেকে অনুপ্রাণিত হয়ে তরুণদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এ স্কুটারে রয়েছে টিভিএস স্টার্মাটক্সোননেক্ট প্রযুক্তি।
স্টিলথ এয়ারক্রাফটের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশনের রেয়ার এবং এলইডি হেডল্যাম্প। স্পোর্টি স্ট্যাব মাফলার, অ্যাগ্রেসিভ হেডল্যাম্প ক্লাস্টার, টেক্সচার্ড ফ্লোর বোর্ডের সঙ্গে ডায়মন্ড-কাট অ্যালোয় হুইল এনটর্ককে একটি স্বতন্ত্র স্টাইল দিয়েছে। এর চেকার্ড ফ্ল্যাগ গ্রাফিকস ও রেস এডিশন থ্রি-ডি লোগো টিভিএস এনটর্ককে রেসিং স্কুটার হিসেবে আরও প্রাণবন্ত করে তুলেছে।
টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশনে রয়েছে নতুন প্রজন্মের টিভিএস রেসিং ইন্সপায়ার্ড সিভিটিআই-আরইভিভি ১২৪.৭৯ সিসি ইঞ্জিন, যা একজন রাইডারকে দেবে বেস্ট ইন ক্লাস পিকআপ, পাওয়ার এবং থ্রোটল। এর আছে একক-সিলিন্ডার, ৪ স্ট্রোক, ৩ ভালভ, এয়ার-কুলড এসওএইচসি ইঞ্জিন। ইঞ্জিনটির অতিরিক্ত ভালব স্কুটারটির কর্মক্ষমতা বাড়িয়ে তোলে বহু মাত্রায়, যা মাত্র ৯ সেকেন্ডেই দেবে শূন্য থেকে ৬০ কিলোমিটার স্পিড।
টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাংলাদেশের প্রথম ও একমাত্র স্কুটার, যেটিতে স্মার্টফোনের ব্লুটুথের সঙ্গে স্কুটারের স্পিডোমিটারকে কানেক্ট করা হয়েছে। এতে ইঞ্জিন টেম্পারেচার ইন্ডিকেটর, হাইস্পিড অ্যালার্টসহ রাইডার ৬০টি ফিচারের সুবিধা উপভোগ করতে পারবেন।
টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশনের এরগনোমিকস রাইডারের আরাম এবং নিরাপত্তার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। স্কুটারটির প্রশস্ত টিউবলেস টায়ারসহ টেলিস্কোপিক সাসপেনশন, ২২০ এমএম রোটো-পেটাল ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং কম টার্নিং রেডিয়াস—সব ধরনের রাস্তায় রাইডারকে দেবে মসৃণভাবে স্কুটার চালানোর অভিজ্ঞতা। এর পাস বাই সুইচ, ডুয়েল সাইড স্টিয়ারিং লক, পার্কিং ব্রেক এবং ইঞ্জিন কিল সুইচের মতো বৈশিষ্ট্যগুলো রাইডারকে স্কুটার চালানোর পরিপূর্ণ অভিজ্ঞতা দেবে। ব্যবহারের সুবিধার্থে, টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশনে রয়েছে এক্সটার্নাল ফুয়েল ফিল, ইউএসবি চার্জার, বিস্তৃত আন্ডার-সিট স্টোরেজ এবং টিভিএস পেটেন্টযুক্ত ‘ইজেড’ সেন্টার স্ট্যান্ডের সুবিধা।
টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশনের দাম ধার্য করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৯০ টাকা। স্কুটারটি টিভিএস অটো বাংলাদেশের সব শোরুম এবং ডিলার পয়েন্টে মেরিন ব্লু, রেড-ব্ল্যাক ও ইয়েলো-ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।
হোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
৩২ মিনিট আগেযখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৭ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১ দিন আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
১ দিন আগে