অনলাইন ডেস্ক
টেক্সট থেকে ভিডিও তৈরির নতুন মডেল ‘সোরা’ উন্মোচন করল চ্যাটজিপিটি ও ডাল–ই র নির্মাতা কোম্পানি ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এই মডেল টেক্সটের নির্দেশনা অনুযায়ী এক মিনিট দৈর্ঘ্যের ভিডিও তৈরি করে দিতে পারবে। সেই সঙ্গে ভিডিওগুলোতে বিভিন্ন নিখুঁত দৃশ্য ও একাধিক চরিত্র যুক্ত করা যাবে।
মডেলটির ত্রুটি ও সমস্যা খুঁজে বের করতে পরীক্ষা–নিরীক্ষা করেছেন ডেভেলপার বা প্রযুক্তি বিশেষজ্ঞরা। এক ঘোষণায় ওপেনএআই বলেছে, বর্তমানে মডেলটি শুধু নির্দিষ্ট ভিজ্যুয়াল আর্টিস্ট, ডিজাইনার ও চলচ্চিত্র নির্মাতারা ব্যবহার করতে পারবেন। সৃজনশীল পেশাদারদের জন্য মডেলটিকে কীভাবে উন্নত করা যায় সেই সম্পর্কে প্রতিক্রিয়া জানতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি চালু করার পর থেকে ওপেনএআই খুব দ্রুত নতুন নতুন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল নিয়ে হাজির হচ্ছে। ভয়েস ও ইমেজ তৈরির টুল জিপিটি ৪ এবং ডাল–ই ৩ মডেলও নিয়ে আসা হয়েছে।
এআই শিল্পে অনেক বড় প্রভাব ফেলেছে ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই। এর মাধ্যমে বিভিন্ন কোম্পানি ও ডেভেলপাররা নিজস্ব জেনারেটিভ এআই টুল তৈরি করতে পারছে। আর ভিডিও তৈরির ক্ষেত্রে ওপেনএআইয়ের নতুন এই মডেল এআই প্রযুক্তির উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে।
অনলাইনে বিভিন্ন এআই মডেল পাওয়া যায়। তবে এর মধ্য কোনটিই সোরার মতো বাস্তব ও জটিল ভিডিও তৈরি করতে পারবে না বলে দাবি করছে ওপেনএআই।
কম দৈর্ঘ্যের ভিডিও তৈরির জন্য মেটার নিজস্ব টুল রয়েছে এবং গুগলের টেক্সট থেকে ভিডিও তৈরির মডেল এখনো গবেষণা পর্যায়ে রয়েছে।
সোরা উন্মোচনের সময় মডেলটির মাধ্যমে তৈরি কতগুলো ভিডিও প্রকাশ করে ওপেনএআই। একটি ভিডিওতে দেখা যায়, ঊনবিংশ শতকের গোল্ড রাশ যুগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘ঐতিহাসিক’ ফুটেজ। আরেক ভিডিওতে দেখা যায়, একটি এসইউভি মডেলের গাড়ি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় চলছে।
আসল ও এআইভিত্তিক ভিডিওয়ের মধ্যে পার্থক্য বোঝার জন্য ওপেনএআই লেবেল করার টুলও তৈরি করা হবে। অনুপযুক্ত ও ক্ষতিকর কনটেন্ট তৈরির নির্দেশনা বন্ধে দেওয়ার জন্য ডাল–ই এর মতো সুরক্ষা কৌশলও নেওয়া হবে।
ওপেনএআই বলছে, নতুন প্রযুক্তিটির ইতিবাচক ব্যবহার ও উদ্বেগগুলো বোঝার জন্য মডেলটির উন্নয়নে বিশ্বব্যাপী নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং শিল্পীদের জড়িত করা হয়েছে। বাস্তব জগতে এর ব্যবহার থেকে শেখা এবং সময়ের সঙ্গে সঙ্গে নিরাপদ এআই সিস্টেম তৈরি ও উন্মোচনের জন্য বাস্তব জগতে মডেলটি কীভাবে ব্যবহার করা তা জানা গুরুত্বপূর্ণ।
তথ্যসুত্র: ম্যাশাবল
টেক্সট থেকে ভিডিও তৈরির নতুন মডেল ‘সোরা’ উন্মোচন করল চ্যাটজিপিটি ও ডাল–ই র নির্মাতা কোম্পানি ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এই মডেল টেক্সটের নির্দেশনা অনুযায়ী এক মিনিট দৈর্ঘ্যের ভিডিও তৈরি করে দিতে পারবে। সেই সঙ্গে ভিডিওগুলোতে বিভিন্ন নিখুঁত দৃশ্য ও একাধিক চরিত্র যুক্ত করা যাবে।
মডেলটির ত্রুটি ও সমস্যা খুঁজে বের করতে পরীক্ষা–নিরীক্ষা করেছেন ডেভেলপার বা প্রযুক্তি বিশেষজ্ঞরা। এক ঘোষণায় ওপেনএআই বলেছে, বর্তমানে মডেলটি শুধু নির্দিষ্ট ভিজ্যুয়াল আর্টিস্ট, ডিজাইনার ও চলচ্চিত্র নির্মাতারা ব্যবহার করতে পারবেন। সৃজনশীল পেশাদারদের জন্য মডেলটিকে কীভাবে উন্নত করা যায় সেই সম্পর্কে প্রতিক্রিয়া জানতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি চালু করার পর থেকে ওপেনএআই খুব দ্রুত নতুন নতুন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল নিয়ে হাজির হচ্ছে। ভয়েস ও ইমেজ তৈরির টুল জিপিটি ৪ এবং ডাল–ই ৩ মডেলও নিয়ে আসা হয়েছে।
এআই শিল্পে অনেক বড় প্রভাব ফেলেছে ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই। এর মাধ্যমে বিভিন্ন কোম্পানি ও ডেভেলপাররা নিজস্ব জেনারেটিভ এআই টুল তৈরি করতে পারছে। আর ভিডিও তৈরির ক্ষেত্রে ওপেনএআইয়ের নতুন এই মডেল এআই প্রযুক্তির উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে।
অনলাইনে বিভিন্ন এআই মডেল পাওয়া যায়। তবে এর মধ্য কোনটিই সোরার মতো বাস্তব ও জটিল ভিডিও তৈরি করতে পারবে না বলে দাবি করছে ওপেনএআই।
কম দৈর্ঘ্যের ভিডিও তৈরির জন্য মেটার নিজস্ব টুল রয়েছে এবং গুগলের টেক্সট থেকে ভিডিও তৈরির মডেল এখনো গবেষণা পর্যায়ে রয়েছে।
সোরা উন্মোচনের সময় মডেলটির মাধ্যমে তৈরি কতগুলো ভিডিও প্রকাশ করে ওপেনএআই। একটি ভিডিওতে দেখা যায়, ঊনবিংশ শতকের গোল্ড রাশ যুগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘ঐতিহাসিক’ ফুটেজ। আরেক ভিডিওতে দেখা যায়, একটি এসইউভি মডেলের গাড়ি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় চলছে।
আসল ও এআইভিত্তিক ভিডিওয়ের মধ্যে পার্থক্য বোঝার জন্য ওপেনএআই লেবেল করার টুলও তৈরি করা হবে। অনুপযুক্ত ও ক্ষতিকর কনটেন্ট তৈরির নির্দেশনা বন্ধে দেওয়ার জন্য ডাল–ই এর মতো সুরক্ষা কৌশলও নেওয়া হবে।
ওপেনএআই বলছে, নতুন প্রযুক্তিটির ইতিবাচক ব্যবহার ও উদ্বেগগুলো বোঝার জন্য মডেলটির উন্নয়নে বিশ্বব্যাপী নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং শিল্পীদের জড়িত করা হয়েছে। বাস্তব জগতে এর ব্যবহার থেকে শেখা এবং সময়ের সঙ্গে সঙ্গে নিরাপদ এআই সিস্টেম তৈরি ও উন্মোচনের জন্য বাস্তব জগতে মডেলটি কীভাবে ব্যবহার করা তা জানা গুরুত্বপূর্ণ।
তথ্যসুত্র: ম্যাশাবল
যখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৫ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
২০ ঘণ্টা আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে জাপানের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে ওপেনএআই–এর মোট বাজারমূল্য ৩০০ বিলয়ন ডলার হবে। এই আলোচনা সফল হলে, এটি একক ফান্ডিং রাউন্ডে সর্বোচ্চ পরিমাণ অর্থ
১ দিন আগে