Ajker Patrika

টিকটকের বিরুদ্ধে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন করার অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র

আপডেট : ১৯ জুন ২০২৪, ১২: ৩৫
টিকটকের বিরুদ্ধে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন করার অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র

শিশুদের গোপনীয়তা সম্ভাব্য লঙ্ঘনের জন্য টিকটক ও এর চীনের মূল কোম্পানি বাইটড্যান্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। মার্কিন বিচার বিভাগে (ডিওজে) এই অভিযোগ দাখিল করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

এক বিবৃতিতে টিকটকের মুখপাত্র বলছেন, এই সিদ্ধান্ত হতাশাজনক। 

এ বছরের শুরুতে পাস হওয়া টিকটক নিষিদ্ধের আইনের সঙ্গে নতুন অভিযোগটি সম্পর্কিত নয়। আইন অনুযায়ী, বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের টিকটকের অংশীদারত্ব বিক্রির জন্য ৯ মাস থেকে এক বছর সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাইটড্যান্স থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে না পারলে অ্যাপটিকে যুক্তরাষ্ট্র থেকে বন্ধ করে দেওয়া হবে। 

এফটিসি বলছে, ডিওজের কাছে কোনো অভিযোগ করলে সংস্থাটি সাধারণত কোনো ঘোষণা দেয় না। তবে জনস্বার্থে এবার ঘোষণা করার প্রয়োজনীয়তা দেখতে পেয়েছে সংস্থাটি। 

এই অভিযোগের প্রতিক্রিয়ায় টিকটকের মুখপাত্র বলেন, ‘কোম্পানিটি সংস্থাটির অভিযোগের সঙ্গে একমত নয় এবং এর উদ্বেগগুলো সমাধান করার জন্য এক বছরেরও বেশি সময় ধরে এফটিসির সঙ্গে কাজ করছে টিকটক। সংস্থাটি যুক্তিসংগত সমাধানে কাজ চালিয়ে যাওয়ার পরিবর্তে একের পর এক মামলা দায়ের করছে বলে আমরা হতাশ।’ 

এফটিসির ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের মুখোমুখি ক্রমবর্ধমান চাপকে যোগ করে। 

গত এপ্রিলে টিকটক নিষিদ্ধের বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন। 

অর্থাৎ, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর ২০২৫ সালে প্রথম দিকে টিকটক নিষিদ্ধ হতে পারে। 
চীন সরকারের সঙ্গে টিকটক ব্যবহারকারীদের ডেটা শেয়ার করতে পারে এমন উদ্বেগ থেকেই আইনটি চালু করা হয়েছিল। তবে এই দাবি অস্বীকার করেছে টিকটক। 

গত মে মাসে টিকটক এই আইনের বিরুদ্ধে মামলা করে। মামলার অভিযোগে টিকটক বলে, এ আইন কোম্পানি ও এর ১৭ কোটি (যুক্তরাষ্ট্রের) ব্যবহারকারীর বাকস্বাধীনতা হরণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত