অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামের সঙ্গে প্রতিযোগিতা আরও কঠিন করতে নতুন ফটোজ অ্যাপ নিয়ে আসতে পারে টিকটক। কম দৈর্ঘ্যের ভিডিও ফিচারের নকল করে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ হিসেবে সম্প্রতি টিকটককে ছাড়িয়ে গেছে ইনস্টাগ্রাম। শর্টস ও রিলস ফিচারের মাধ্যমে টিকটকের ব্যবহাকারীদের আকৃষ্ট করা চেষ্টা করছে ইউটিউব ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম। আর তাই নতুন ফটোজ অ্যাপ নিয়ে এসে ইনস্টাগ্রামের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে টিকটক।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যএসপিঅ্যান্ড্রয়েডের প্রতিবেদনে অ্যাসেম্বলডিবাগ বলে, টিকটকের সর্বশেষ এপিকেতে (৩৩.৮. ৪ সংস্করণ) কিছু কোডের স্ট্রিং (স্ট্রিং হল এক ধরনের টেক্সট ডেটা যা প্রোগ্রামিংয়ে ব্যবহৃত হয়) থেকে টিকটিক ফটোজ নামের নতুন এক অ্যাপের বিষয়ে জানা যায়। স্ট্রিংগুলো থেকে জানা যায় নতুন অ্যাপটির সঙ্গে টিকটকের প্রধান অ্যাপের সংযোগ থাকবে।
এক স্ট্রিংয়ে বলা হয়, ‘যারা ফটো পোস্টগুলো উপভোগ করে এমন সমমনা ব্যক্তিদের কাছে পৌঁছান’। অর্থাৎ এই বার্তার মাধ্যমে বোঝা যায়, টিকটক ফটোজ থেকে ছবি ডাউনলোড করার লিংক থাকবে। অন্যান্য স্ট্রিংয়ে লেখা আছে, ‘টিকটক ফটোজে ছবি শেয়ার করুন” ও ‘টিকটক ফটোজে ছবি সিংক করুন’। কোডের এসব স্ট্রিং থেকে বোঝা যায় টিকটক ফটোজ অ্যাপের সঙ্গে টিকটিক প্ল্যাটফর্মের ছবি শেয়ার করা যাবে।
এই অ্যাপের হোম স্ক্রিনের বিভিন্ন ফরম্যাটও অ্যাসেম্বলডিবাগ তুলে ধরে। নতুন অ্যাপের ইন্টারফেসে একই ধরনের রঙ ব্যবহার করা হয়েছে। তবে টিকটকের লোগোতে মিউজিক নোটটি বাদ দিয়ে ‘পি’ বর্ণটি ব্যবহার করা হয়েছে।
যদিও ব্যবহারকারীরা ইতিমধ্যেই বিদ্যমান টিকটক অ্যাপে ছবি শেয়ার করতে পারে। তবে অ্যাপটিতে ভিডিও ও ছবির একই সঙ্গে থাকায় একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এজন্য টিকটকের নতুন ফটোজ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
ইনস্টাগ্রামের সঙ্গে প্রতিযোগিতা আরও কঠিন করতে নতুন ফটোজ অ্যাপ নিয়ে আসতে পারে টিকটক। কম দৈর্ঘ্যের ভিডিও ফিচারের নকল করে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ হিসেবে সম্প্রতি টিকটককে ছাড়িয়ে গেছে ইনস্টাগ্রাম। শর্টস ও রিলস ফিচারের মাধ্যমে টিকটকের ব্যবহাকারীদের আকৃষ্ট করা চেষ্টা করছে ইউটিউব ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম। আর তাই নতুন ফটোজ অ্যাপ নিয়ে এসে ইনস্টাগ্রামের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে টিকটক।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যএসপিঅ্যান্ড্রয়েডের প্রতিবেদনে অ্যাসেম্বলডিবাগ বলে, টিকটকের সর্বশেষ এপিকেতে (৩৩.৮. ৪ সংস্করণ) কিছু কোডের স্ট্রিং (স্ট্রিং হল এক ধরনের টেক্সট ডেটা যা প্রোগ্রামিংয়ে ব্যবহৃত হয়) থেকে টিকটিক ফটোজ নামের নতুন এক অ্যাপের বিষয়ে জানা যায়। স্ট্রিংগুলো থেকে জানা যায় নতুন অ্যাপটির সঙ্গে টিকটকের প্রধান অ্যাপের সংযোগ থাকবে।
এক স্ট্রিংয়ে বলা হয়, ‘যারা ফটো পোস্টগুলো উপভোগ করে এমন সমমনা ব্যক্তিদের কাছে পৌঁছান’। অর্থাৎ এই বার্তার মাধ্যমে বোঝা যায়, টিকটক ফটোজ থেকে ছবি ডাউনলোড করার লিংক থাকবে। অন্যান্য স্ট্রিংয়ে লেখা আছে, ‘টিকটক ফটোজে ছবি শেয়ার করুন” ও ‘টিকটক ফটোজে ছবি সিংক করুন’। কোডের এসব স্ট্রিং থেকে বোঝা যায় টিকটক ফটোজ অ্যাপের সঙ্গে টিকটিক প্ল্যাটফর্মের ছবি শেয়ার করা যাবে।
এই অ্যাপের হোম স্ক্রিনের বিভিন্ন ফরম্যাটও অ্যাসেম্বলডিবাগ তুলে ধরে। নতুন অ্যাপের ইন্টারফেসে একই ধরনের রঙ ব্যবহার করা হয়েছে। তবে টিকটকের লোগোতে মিউজিক নোটটি বাদ দিয়ে ‘পি’ বর্ণটি ব্যবহার করা হয়েছে।
যদিও ব্যবহারকারীরা ইতিমধ্যেই বিদ্যমান টিকটক অ্যাপে ছবি শেয়ার করতে পারে। তবে অ্যাপটিতে ভিডিও ও ছবির একই সঙ্গে থাকায় একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এজন্য টিকটকের নতুন ফটোজ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
যখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৬ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
২১ ঘণ্টা আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে জাপানের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে ওপেনএআই–এর মোট বাজারমূল্য ৩০০ বিলয়ন ডলার হবে। এই আলোচনা সফল হলে, এটি একক ফান্ডিং রাউন্ডে সর্বোচ্চ পরিমাণ অর্থ
১ দিন আগে