ইনস্টাগ্রামের সঙ্গে প্রতিযোগিতা আরও কঠিন করতে নতুন ফটোজ অ্যাপ নিয়ে আসতে পারে টিকটক। কম দৈর্ঘ্যের ভিডিও ফিচারের নকল করে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ হিসেবে সম্প্রতি টিকটককে ছাড়িয়ে গেছে ইনস্টাগ্রাম। শর্টস ও রিলস ফিচারের মাধ্যমে টিকটকের ব্যবহাকারীদের আকৃষ্ট করা চেষ্টা করছে ইউটিউব ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম। আর তাই নতুন ফটোজ অ্যাপ নিয়ে এসে ইনস্টাগ্রামের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে টিকটক।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যএসপিঅ্যান্ড্রয়েডের প্রতিবেদনে অ্যাসেম্বলডিবাগ বলে, টিকটকের সর্বশেষ এপিকেতে (৩৩.৮. ৪ সংস্করণ) কিছু কোডের স্ট্রিং (স্ট্রিং হল এক ধরনের টেক্সট ডেটা যা প্রোগ্রামিংয়ে ব্যবহৃত হয়) থেকে টিকটিক ফটোজ নামের নতুন এক অ্যাপের বিষয়ে জানা যায়। স্ট্রিংগুলো থেকে জানা যায় নতুন অ্যাপটির সঙ্গে টিকটকের প্রধান অ্যাপের সংযোগ থাকবে।
এক স্ট্রিংয়ে বলা হয়, ‘যারা ফটো পোস্টগুলো উপভোগ করে এমন সমমনা ব্যক্তিদের কাছে পৌঁছান’। অর্থাৎ এই বার্তার মাধ্যমে বোঝা যায়, টিকটক ফটোজ থেকে ছবি ডাউনলোড করার লিংক থাকবে। অন্যান্য স্ট্রিংয়ে লেখা আছে, ‘টিকটক ফটোজে ছবি শেয়ার করুন” ও ‘টিকটক ফটোজে ছবি সিংক করুন’। কোডের এসব স্ট্রিং থেকে বোঝা যায় টিকটক ফটোজ অ্যাপের সঙ্গে টিকটিক প্ল্যাটফর্মের ছবি শেয়ার করা যাবে।
এই অ্যাপের হোম স্ক্রিনের বিভিন্ন ফরম্যাটও অ্যাসেম্বলডিবাগ তুলে ধরে। নতুন অ্যাপের ইন্টারফেসে একই ধরনের রঙ ব্যবহার করা হয়েছে। তবে টিকটকের লোগোতে মিউজিক নোটটি বাদ দিয়ে ‘পি’ বর্ণটি ব্যবহার করা হয়েছে।
যদিও ব্যবহারকারীরা ইতিমধ্যেই বিদ্যমান টিকটক অ্যাপে ছবি শেয়ার করতে পারে। তবে অ্যাপটিতে ভিডিও ও ছবির একই সঙ্গে থাকায় একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এজন্য টিকটকের নতুন ফটোজ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
ইনস্টাগ্রামের সঙ্গে প্রতিযোগিতা আরও কঠিন করতে নতুন ফটোজ অ্যাপ নিয়ে আসতে পারে টিকটক। কম দৈর্ঘ্যের ভিডিও ফিচারের নকল করে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ হিসেবে সম্প্রতি টিকটককে ছাড়িয়ে গেছে ইনস্টাগ্রাম। শর্টস ও রিলস ফিচারের মাধ্যমে টিকটকের ব্যবহাকারীদের আকৃষ্ট করা চেষ্টা করছে ইউটিউব ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম। আর তাই নতুন ফটোজ অ্যাপ নিয়ে এসে ইনস্টাগ্রামের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে টিকটক।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যএসপিঅ্যান্ড্রয়েডের প্রতিবেদনে অ্যাসেম্বলডিবাগ বলে, টিকটকের সর্বশেষ এপিকেতে (৩৩.৮. ৪ সংস্করণ) কিছু কোডের স্ট্রিং (স্ট্রিং হল এক ধরনের টেক্সট ডেটা যা প্রোগ্রামিংয়ে ব্যবহৃত হয়) থেকে টিকটিক ফটোজ নামের নতুন এক অ্যাপের বিষয়ে জানা যায়। স্ট্রিংগুলো থেকে জানা যায় নতুন অ্যাপটির সঙ্গে টিকটকের প্রধান অ্যাপের সংযোগ থাকবে।
এক স্ট্রিংয়ে বলা হয়, ‘যারা ফটো পোস্টগুলো উপভোগ করে এমন সমমনা ব্যক্তিদের কাছে পৌঁছান’। অর্থাৎ এই বার্তার মাধ্যমে বোঝা যায়, টিকটক ফটোজ থেকে ছবি ডাউনলোড করার লিংক থাকবে। অন্যান্য স্ট্রিংয়ে লেখা আছে, ‘টিকটক ফটোজে ছবি শেয়ার করুন” ও ‘টিকটক ফটোজে ছবি সিংক করুন’। কোডের এসব স্ট্রিং থেকে বোঝা যায় টিকটক ফটোজ অ্যাপের সঙ্গে টিকটিক প্ল্যাটফর্মের ছবি শেয়ার করা যাবে।
এই অ্যাপের হোম স্ক্রিনের বিভিন্ন ফরম্যাটও অ্যাসেম্বলডিবাগ তুলে ধরে। নতুন অ্যাপের ইন্টারফেসে একই ধরনের রঙ ব্যবহার করা হয়েছে। তবে টিকটকের লোগোতে মিউজিক নোটটি বাদ দিয়ে ‘পি’ বর্ণটি ব্যবহার করা হয়েছে।
যদিও ব্যবহারকারীরা ইতিমধ্যেই বিদ্যমান টিকটক অ্যাপে ছবি শেয়ার করতে পারে। তবে অ্যাপটিতে ভিডিও ও ছবির একই সঙ্গে থাকায় একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এজন্য টিকটকের নতুন ফটোজ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২১ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে