Ajker Patrika

থ্রেডস অনলাইন দুনিয়ায় নতুন অতিথি

আবির আহসান রুদ্র
থ্রেডস অনলাইন দুনিয়ায় নতুন অতিথি

অনলাইন দুনিয়ায় নতুন অতিথি হিসেবে হাজির হয়েছে থ্রেডস। ইনস্টাগ্রাম প্রোডাক্ট হিসেবে এই নতুন অ্যাপ এনেছে প্রযুক্তি জায়ান্ট মেটা। ফলে সবাই এখন মনে করছে, টুইটারকে টেক্কা দিতে এসেছে এই নতুন অতিথি। এই ভাবনার অবশ্য অনেক কারণও আছে।

অনেকটা টুইটারের আদলে তৈরি করা হয়েছে এই অ্যাপ। ইনস্টাগ্রামের বেশ কিছু ফিচার তো থাকছেই, রয়েছে নতুন নতুন ফিচারও। কম সময়ে দ্রুত তথ্য পেতে সবার জন্য উন্মুক্ত করে অ্যাপটি তৈরি করা হয়েছে।

থ্রেডসে কোনো কিছু লিখে পোস্ট করার পাশাপাশি শেয়ার করা যাবে ছবি ও ভিডিও। থাকছে লাইক, কমেন্ট, রি-পোস্ট এবং শেয়ারের সুবিধা। স্মার্টফোনে ব্যবহারের জন্য অ্যাপল স্টোর ও গুগল প্লে স্টোরে পাওয়া যাবে অ্যাপটি। এ ছাড়া থ্রেডস ডট নেট ব্রাউজ করেও ব্যবহার করা যাবে। বাংলাদেশসহ শতাধিক দেশে থ্রেডস ব্যবহৃত হচ্ছে। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে এখনই চালু হচ্ছে না অ্যাপটি।

যেভাবে থ্রেডসে যুক্ত হবেন
থ্রেডসে যুক্ত হওয়া খুবই সহজ। এ জন্য অ্যাপটি ইনস্টল করে প্রবেশ করলেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে লগইন করার অপশন আসবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে কোনো পাসওয়ার্ড ছাড়াই থ্রেডসে যুক্ত হওয়া যাবে। লগইন করার পর ইনস্টাগ্রামে অনুসরণ করা যেসব ব্যক্তির থ্রেডস অ্যাকাউন্ট আছে, সেগুলো সামনে আসবে। এখান থেকে নিজের পছন্দ অনুযায়ী যে কাউকে অনুসরণ করা যাবে, অথবা একসঙ্গে সবাইকে অনুসরণ করার অপশনও আছে। এর বাইরে, নিজের অ্যাকাউন্ট পাবলিক বা প্রাইভেট করারও সুযোগ আছে অ্যাপটিতে। এর ব্যবহারকারীদের মূল কাজ হলো বিভিন্ন ধরনের থ্রেডস তৈরি করা। এসব থ্রেডসে ৫০০ শব্দের মধ্যে যেকোনো ধরনের 
পোস্ট লেখা যাবে। ছবি এবং ভিডিও পোস্ট করার পাশাপাশি আছে পোস্টে জবাব দেওয়ার সুবিধা।

অ্যাপটির মূল ফিডে অনুসরণ করা ব্যক্তির পোস্ট এবং কিছু কনটেন্ট থাকবে, যেগুলো ব্যবহারকারীদের থ্রেডস থেকে প্রস্তাব করা হবে। অনেকটা ইনস্টাগ্রামের মতোই বিষয়টা। তবে ইচ্ছা করলে প্রস্তাব করা পোস্ট বাদ দিয়ে শুধু অনুসরণ করা ব্যক্তিদের পোস্ট দেখার সুযোগ থাকছে না অ্যাপটিতে। বর্তমানে থ্রেডস চলছে বিজ্ঞাপন ছাড়াই। ভবিষ্যতে বিজ্ঞাপন-সেবা চালু হতে পারে, তেমনটিই জানিয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। অ্যাপটিতে ইনস্টাগ্রামের নিরাপত্তাব্যবস্থা সরবরাহ করেছে মেটা। এর মাধ্যমে রিপ্লাইতে নির্দিষ্ট শব্দ ফিল্টার করা যাবে। এ ছাড়া পোস্টে কে মন্তব্য করতে পারবে, ব্যবহারকারীরা চাইলেই তা নিয়ন্ত্রণ করতে পারবে। 

যেভাবে অ্যাকাউন্ট ভেরিফায়েড করা যাবে
ইনস্টাগ্রামের মতো নীল টিকের মাধ্যমে থ্রেডসে অ্যাকাউন্ট ভেরিফায়েড করা যাবে। যদি মেটা ভেরিফায়েড সাবস্ক্রাইব করা থাকে, তাহলে থ্রেডসে নীল টিক স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এই অ্যাপের বাড়তি সুবিধা, টুইটারের মতো নতুন ফিচারে যুক্ত হতে আলাদা 
অর্থ ব্যয় করতে হবে না।

জেনে রাখুন

  • থ্রেডস অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভেট করা যায়, কিন্তু একেবারে মুছে ফেলা যায় না। পুরোপুরি মুছে ফেলতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে হবে।
  • ইনস্টাগ্রামে অনুসরণ করা সব অ্যাকাউন্টকে থ্রেডসে একসঙ্গে অনুসরণ করার একটা ভালো সুবিধা আছে। ইনস্টাগ্রামের যারা আপনাকে অনুসরণ করে, থ্রেডসে তারা যুক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে আপনার ফলোয়ার হয়ে যাবে।
  • হাতে গোনা কয়েকটি ছাড়া থ্রেডসের বেশির ভাগ নিরাপত্তা সেটিং সম্পূর্ণ স্বাধীন। অর্থাৎ থ্রেডসে কোনো কিছু পরিবর্তন করলে সেটা ইনস্টাগ্রাম বা মেটার অন্যান্য অ্যাকাউন্টে প্রভাব ফেলবে না।

চালু হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে থ্রেডসে প্রায় ৩ কোটি ব্যবহারকারী যুক্ত হয়। কম সময়ে এত বেশি ব্যবহারকারী যুক্ত হওয়ার বিষয়টি বিরল। থ্রেডসে এ পর্যন্ত বেশি অনুসারী আছে কিম কারদাশিয়ান ও মিস্টার বিস্টের মতো তারকাদের। এ ছাড়া বেশির ভাগ তারকা টুইটারের ঝামেলা থেকে মুক্তি পেতে থ্রেডসে যুক্ত হচ্ছেন প্রতিদিন।

টুইটার ও থ্রেডসের মিল-অমিল
থ্রেডসের সঙ্গে টুইটারের অনেক মিল। মূল ফিড অনেকটাই টুইটারের মতো করে তৈরি। টুইটারের মতো রি-টুইট বা রি-পোস্টের ফিচার আছে অ্যাপটিতে।

টুইটারের ফ্রি ভার্সনে ২৮০ শব্দের মধ্যে টুইট করতে হয়। তবে সাবস্ক্রিপশন নিলে ২৫ হাজার শব্দ পর্যন্ত লেখা যায়। অন্যদিকে থ্রেডসের শব্দসীমা ৫০০। টুইটারের মতো থ্রেডসে ব্যবহারকারীদের পোস্ট দেখার নির্দিষ্ট কোনো সীমা নেই। একজন ব্যবহারকারী যত ইচ্ছা পোস্ট দেখতে পারবেন অ্যাপটিতে।

থ্রেডসে টুইটারের মতো হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না, পাঠানো যায় না সরাসরি বার্তা। তবে বরাবরের মতো ব্যবহারকারীদের তথ্য নিয়ে মেটার নিরাপত্তা বিষয়ে প্রশ্ন থেকেই যায়। ইনস্টাগ্রামের তথ্য থ্রেডসে সরবরাহের কারণে ইউরোপীয় ইউনিয়নে অ্যাপটি এখনো অনুমোদন পায়নি। তবে অতিরিক্ত সাবস্ক্রিপশন ফির কারণে থ্রেডস থেকে পিছিয়ে পড়েছে টুইটার। এদিকে টুইটারের সঙ্গে মিল রেখে অ্যাপ তৈরি করায় মেটার প্রতি আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন টুইটারের মালিক ও সিইও ইলন মাস্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত