Ajker Patrika

ভার্চুয়াল জগতের রোবট

টি এইচ মাহির
ভার্চুয়াল জগতের রোবট

চলে-ফিরে বেড়ানো কিংবা জটিল জটিল কাজ করে দিতে পারা রোবট তো আমরা অনেকে দেখেছি। সেগুলো মানুষের নির্দেশে চলতে পারে—তা আমরা জানি। কিন্তু জানেন কি, বাস্তব জগতের বাইরে ভার্চুয়াল জগতেও আছে রোবট? তারা আবার ভার্চুয়াল অনেক কাজ নিমেষেই করে দিতে পারে! জনপ্রিয় চ্যাটজিপিটি, গুগলের জেমিনি, মাইক্রোসফটের বার্ড সম্পর্কে তো আমরা জানি। এ ধরনের সফটওয়্যারগুলো হলো ভার্চুয়াল রোবট; যারা চ্যাটবট নামে পরিচিত। ভার্চুয়াল জগতের তেমন কিছু দরকারি চ্যাটবট নিয়ে বরং আজ জানা যাক।

রেপ্লিকা
হতাশায় ভোগা বা বিষণ্নতা এখন এক পরিচিত রোগের নাম। ইন্টারনেটে অনেক বেশি হতাশায় ভুগতে দেখা যায় তরুণ প্রজন্মকে। তাদের জন্য বানানো হয়েছে রেপ্লিকা নামের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটটি। মূলত মানসিক স্বাস্থ্য সমস্যা থেকে উত্তরণে কাজ করবে এই বট। রেপ্লিকার সঙ্গে কথোপকথন করা যাবে যেকোনো বিষয়ে। সব সময় ইতিবাচক চিন্তাধারা দিয়ে মানসিক হতাশা দূর করতে সহায়তা করবে রেপ্লিকা। একজন বন্ধু হিসেবে কথা বলবে সে। কথা বলা যাবে ভার্চুয়াল রিয়েলিটি দিয়েও। রেপ্লিকা পাওয়া যাবে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে। 

ওয়িবট
মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আরেকটি অ্যাপভিত্তিক চ্যাটবট হলো ওয়িবট। তবে এই বট অন্যদের চেয়ে আলাদা। এখানে মনোরোগ বিশেষজ্ঞদের মতো থেরাপি দেওয়া হয়। ওয়িবটের সঙ্গে কথা বলা যাবে সব মানসিক সমস্যা নিয়ে। এআই চালিত বটটি কগনিটিভ বিহেভিওরাল থেরাপি, ইন্টারপার্সোনাল সাইকোথেরাপি এবং ডায়ালেক্টিক্যাল বিহেভিয়ার থেরাপির মতো পদ্ধতিতে চ্যাট করে মানুষের সঙ্গে। রোগীদের সমস্যা ভালো করে বুঝতে এখানে বিভিন্ন টুল আছে। চ্যাটের মাধ্যমে এই বট রোগীর মেজাজ ও উদ্বেগ সম্পর্কে ধারণা পায়। বর্তমানে প্লে স্টোর ও অ্যাপ স্টোর—দুই জায়গাতেই পাওয়া যাচ্ছে চ্যাটবটটি। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাজ করার জন্য এই বট দুবার মেডটেক ব্রেকথ্রু পুরস্কার পেয়েছে।

আস্ক মোনা
ব্যবসাপ্রতিষ্ঠান এবং অফিসের কাজে ব্যবহার করার জন্য বানানো হয়েছে এই চ্যাটবট। মূলত হেল্পলাইন হিসেবে কাজ করে বটটি। ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা অফিসের গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবে মোনা। এআই-ভিত্তিক চ্যাটবটটি ব্যবহারে অফিসের কাজে অনেক বেশি সময় সাশ্রয় হয়। যেকোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্য বানিয়ে নেওয়া যাবে এই বট। প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য স্টোর করা থাকবে এতে, যা গ্রাহকদের প্রশ্নের জবাবে উত্তর হিসেবে দেবে মোনা। 

চ্যাটসনিক
স্ক্রিপ্ট তৈরি, ই-মেইল মার্কেটিং, ডকুমেন্ট সামারিসহ বিভিন্ন ধরনের দরকারি কাজ করতে পারে এই চ্যাটবট। জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির চেয়ে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আছে এই চ্যাটসনিক। কোনো পিডিএফ বা ডকুমেন্ট সম্পর্কে চ্যাট করা যাবে এখানে। আবার ছবি ও অডিও ফাইল সম্পর্কেও কথা বলা যাবে। কোনো ওয়েব পেজ সম্পর্কে সংক্ষেপে জানতে চাইলে তার সামারি করে দেবে চ্যাটসনিক। ফ্যাক্ট চেক, প্লেজারিজম চেক, প্রম্পট অপ্টিমাইজার, যেকোনো বিষয়ে অনুসন্ধান ইত্যাদি কাজে সহায়তা করতে পারে এই বট। কৃত্রিম বুদ্ধিমত্তার বটটি শুধু চ্যাট নয়, মিডজার্নি কিংবা ডল এআইয়ের মতো ছবিও বানিয়ে দিতে পারে। বর্তমানে ওয়েবভিত্তিক পাওয়া যায় চ্যাটসনিক বটটি।

বটপ্রেস 
তালিকার এই বট অন্য চ্যাটবটগুলো থেকে সম্পূর্ণ আলাদা। কারণ, এই বট দিয়ে আপনি নিজেই বানাতে পারবেন চ্যাটবট। যাঁরা কোনো ধরনের কোডিং বা প্রোগ্রামিং পারেন না, তাঁরাও নিজেদের চ্যাটবট বানিয়ে নিতে পারবেন সহজে। বটপ্রেসের ওয়েবসাইটে প্রবেশ করে গেট স্টার্টে ক্লিক করে বট-সম্পর্কিত তথ্য দিতে হবে। যেমন, বটটি কোন কাজে ব্যবহার করা হবে, প্রতিষ্ঠানের জন্য হলে তার তথ্য ইত্যাদি। এখানে বিভিন্ন ধরনের রেডি টেমপ্লেট দিয়ে বানিয়ে ফেলা যাবে এআই এজেন্ট। বটপ্রেস দিয়ে বানানো চ্যাটবটগুলো ব্যবহার করা যাবে ওয়েব চ্যাট ও ফেসবুক পেজের মেসেঞ্জার বট হিসেবে। বিভিন্ন টুল ব্যবহার করে নিজের পছন্দমতো চ্যাটবটকে ডিজাইন করা যাবে এর মাধ্যমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত