Ajker Patrika

অ্যান্টিট্রাস্ট মামলায় ইতালিতে গুগল ও অ্যাপলের কোটি ডলার জরিমানা

অ্যান্টিট্রাস্ট মামলায় ইতালিতে গুগল ও অ্যাপলের কোটি ডলার জরিমানা

ইতালির নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ও আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে ১ কোটি ১২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার করে জরিমানা করেছে।

ইতালির অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের তথ্য বাণিজ্যিকভাবে ব্যবহারের ‘আগ্রাসী মনোভাব’ দেখানোর জন্য গুগল ও অ্যাপলকে ১ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার জরিমানা করেছে। এটিই এই সংস্থার আওতায় থাকা সবচেয়ে বড় জরিমানার অঙ্ক। বার্তা সংস্থান রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এ সম্পর্কিত এক বিবৃতিতে অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ জানায়, গুগল ও অ্যাপল তাদের পরিষেবাগুলোর ব্যবহারকারীদের তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করে সে সম্পর্কে ‘স্পষ্ট ও তাৎক্ষণিক’ কোনো তথ্য দেয়নি। 

তদারককারী সংস্থাটি জানায়, গুগলের সিস্টেমটি এমনভাবে তৈরি যে, ব্যবহারকারীরা যখন গুগলে তাদের অ্যাকাউন্ট খোলে, তখন তাদের পক্ষে এর শর্তাবলি গ্রহণ করা ছাড়া আর উপায় থাকে না। আর অ্যাপলের ক্ষেত্রে ব্যবহারকারীদের এই বিষয়ে কোনো বিকল্প বেছে নেওয়ার ব্যবস্থাই নেই। 

এদিকে গুগল ও অ্যাপলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ মেনে নিতে অস্বীকৃতি জানানো হয়েছে। একই সঙ্গে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলেও জানায়। 

এই পদক্ষেপকে ‘ভুল’ আখ্যা দিয়ে দেওয়া এক বিবৃতিতে অ্যাপল বলেছে, ‘এই খাতে আমাদের স্বচ্ছতাই সবচেয়ে বেশি, যা আমরা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত রাখি, যাতে তারা নিজেরাই ঠিক করতে পারে কোন তথ্য তারা শেয়ার করবে, কীভাবে করবে বা করবে না।’ 

আর গুগলের বিবৃতিতে বলা হয়েছে, তারা ন্যায্যতা ও স্বচ্ছতার চর্চা করে, যাতে তাদের ব্যবহারকারীরা সুস্পষ্ট ধারণা পায় তাদের পরিষেবা ব্যবহারের নীতিমালা সম্পর্কে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত