অনলাইন ডেস্ক
টেক জায়ান্ট গুগল তার ‘প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস’ দলে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য একটি ‘ভলিউন্টারি এক্সিট’ প্রোগ্রাম চালু করছে। অর্থাৎ, এই বিভাগে কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবে। পিক্সেল ও অ্যান্ড্রয়েড প্রকল্পগুলো একত্রিত করে গত বছর এই ডিভিশন তৈরি করে প্ল্যাটফর্মটি।
কোম্পানির একটি অভ্যন্তরীণ নথি থেকে জানা গেছে, যারা এই একত্রিত বিভাগের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারছেন না, তারা স্বেচ্ছায় প্রস্থান করতে পারবেন এবং তাদের প্রাপ্য ক্ষতিপূরণ প্যাকেজ পাবেন। অর্থাৎ, কর্মীর চাকরি ছাড়ার পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের দেওয়া হবে, যাতে তারা নতুন কাজ পাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে।
গুগলের প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলেহ জানান, স্বেচ্ছায় পদত্যাগের প্রোগ্রামটি শুধু যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য প্রযোজ্য। এর আওতায় পিক্সেল ফোন, অ্যান্ড্রয়েড, ক্রোম ওএস, গুগল ফটোস, নেস্ট স্মার্ট হোম ডিভাইস এবং ফিটবিট ওয়্যারেবলসের মতো পণ্যগুলোর সঙ্গে যুক্ত কর্মীরা উপকৃত হবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের মতে, এসব কর্মীর সেভারেন্স (ক্ষতিপূরণ) প্যাকেজ প্রদান করবে গুগল এবং এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য শিগ্গিরই অভ্যন্তরীণভাবে শেয়ার করা হবে।
অস্টারলেহ আরও জানান, গত অক্টোবর মাসে গুগল পিক্সেল হার্ডওয়্যার গ্রুপকে অ্যান্ড্রয়েড সফটওয়্যার টিমের সঙ্গে একত্রিত করে প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস শাখা তৈরি করেছিল। এই একীভূত দলের নতুন মিশন ও কর্মপদ্ধতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না অনেক কর্মী। তাদের স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দিচ্ছে গুগল। প্রোগ্রামটি কোনো নির্দিষ্ট পণ্য রোডম্যাপ পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত নয়।
গত অক্টোবর মাসে দায়িত্ব গ্রহণ করেন গুগলের নতুন সিএফও অনাত আশকেনাজি। সম্প্রতি একটি আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় তিনি কোম্পানির কার্যক্রমে আরও ‘কার্যকারিতা’ আনার ওপর গুরুত্ব দিয়েছেন। যদিও গুগলের পিক্সেল স্মার্টফোনের বিক্রি সম্প্রতি নতুন উচ্চতায় পৌঁছেছে, তবে শিল্পজুড়ে খরচ কমানোর প্রবণতা অব্যাহত রয়েছে।
এর আগে ২০২৪ সালে জানুয়ারিতে পিক্সেল, নেস্ট ও ফিটবিট টিমের একটি নতুন আঙ্গিকে পুনর্গঠন করেছে গুগল, যার ফলে কয়েক শ কর্মী ছাঁটাই হন। তবে গুগল তাদের নতুন প্রোগ্রামের মাধ্যমে এই ‘কাটছাঁট’ প্রক্রিয়া নীরবে পরিচালনা করার চেষ্টা করছে, যাতে কর্মীরা স্বাভাবিকভাবে পদত্যাগ করতে পারেন।
তথ্যসূত্র: টেকস্পট
টেক জায়ান্ট গুগল তার ‘প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস’ দলে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য একটি ‘ভলিউন্টারি এক্সিট’ প্রোগ্রাম চালু করছে। অর্থাৎ, এই বিভাগে কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবে। পিক্সেল ও অ্যান্ড্রয়েড প্রকল্পগুলো একত্রিত করে গত বছর এই ডিভিশন তৈরি করে প্ল্যাটফর্মটি।
কোম্পানির একটি অভ্যন্তরীণ নথি থেকে জানা গেছে, যারা এই একত্রিত বিভাগের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারছেন না, তারা স্বেচ্ছায় প্রস্থান করতে পারবেন এবং তাদের প্রাপ্য ক্ষতিপূরণ প্যাকেজ পাবেন। অর্থাৎ, কর্মীর চাকরি ছাড়ার পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের দেওয়া হবে, যাতে তারা নতুন কাজ পাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে।
গুগলের প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলেহ জানান, স্বেচ্ছায় পদত্যাগের প্রোগ্রামটি শুধু যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য প্রযোজ্য। এর আওতায় পিক্সেল ফোন, অ্যান্ড্রয়েড, ক্রোম ওএস, গুগল ফটোস, নেস্ট স্মার্ট হোম ডিভাইস এবং ফিটবিট ওয়্যারেবলসের মতো পণ্যগুলোর সঙ্গে যুক্ত কর্মীরা উপকৃত হবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের মতে, এসব কর্মীর সেভারেন্স (ক্ষতিপূরণ) প্যাকেজ প্রদান করবে গুগল এবং এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য শিগ্গিরই অভ্যন্তরীণভাবে শেয়ার করা হবে।
অস্টারলেহ আরও জানান, গত অক্টোবর মাসে গুগল পিক্সেল হার্ডওয়্যার গ্রুপকে অ্যান্ড্রয়েড সফটওয়্যার টিমের সঙ্গে একত্রিত করে প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস শাখা তৈরি করেছিল। এই একীভূত দলের নতুন মিশন ও কর্মপদ্ধতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না অনেক কর্মী। তাদের স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দিচ্ছে গুগল। প্রোগ্রামটি কোনো নির্দিষ্ট পণ্য রোডম্যাপ পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত নয়।
গত অক্টোবর মাসে দায়িত্ব গ্রহণ করেন গুগলের নতুন সিএফও অনাত আশকেনাজি। সম্প্রতি একটি আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় তিনি কোম্পানির কার্যক্রমে আরও ‘কার্যকারিতা’ আনার ওপর গুরুত্ব দিয়েছেন। যদিও গুগলের পিক্সেল স্মার্টফোনের বিক্রি সম্প্রতি নতুন উচ্চতায় পৌঁছেছে, তবে শিল্পজুড়ে খরচ কমানোর প্রবণতা অব্যাহত রয়েছে।
এর আগে ২০২৪ সালে জানুয়ারিতে পিক্সেল, নেস্ট ও ফিটবিট টিমের একটি নতুন আঙ্গিকে পুনর্গঠন করেছে গুগল, যার ফলে কয়েক শ কর্মী ছাঁটাই হন। তবে গুগল তাদের নতুন প্রোগ্রামের মাধ্যমে এই ‘কাটছাঁট’ প্রক্রিয়া নীরবে পরিচালনা করার চেষ্টা করছে, যাতে কর্মীরা স্বাভাবিকভাবে পদত্যাগ করতে পারেন।
তথ্যসূত্র: টেকস্পট
ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
১ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
৪ ঘণ্টা আগেযখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
২০ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১ দিন আগে